সম্পাদকীয়
জামিলুর রেজা চৌধুরী ছিলেন শিক্ষাবিদ, প্রকৌশলী, গবেষক, জাতীয় অধ্যাপক এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তাঁর জন্ম সিলেট শহরে। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (পুরকৌশল) স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক শেষে তিনি প্রভাষক হিসেবে বুয়েটে যোগ দেন।
তিনি ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৫ সালে নাফিল্ড ফেলোশিপের আওতায় যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।
দীর্ঘদিন তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ১০ বছর তিনি বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক ছিলেন।অবসর শেষে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশে আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির মতো বেশ কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দেশে-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ৭০টির বেশি গবেষণা প্রকাশিত হয়েছে। পিএইচডি গবেষণার সময় তিনি বহুতল ভবনের ‘শিয়ার ওয়াল’ বিশ্লেষণের একটি সহজ পদ্ধতি বের করেছিলেন, যা পরে ‘কোল অ্যান্ড চৌধুরীস মেথড’ হিসেবে পরিচিতি পায়।
স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই জামিলুর রেজা চৌধুরী কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন বঙ্গবন্ধু ও পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, ঢাকা সাবওয়ে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন বড় প্রকল্পের বিশেষজ্ঞ দলেও তিনি ছিলেন।
পুরকৌশল জগতের এই কিংবদন্তি ২০২০ সালের ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।
জামিলুর রেজা চৌধুরী ছিলেন শিক্ষাবিদ, প্রকৌশলী, গবেষক, জাতীয় অধ্যাপক এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তাঁর জন্ম সিলেট শহরে। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (পুরকৌশল) স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক শেষে তিনি প্রভাষক হিসেবে বুয়েটে যোগ দেন।
তিনি ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৫ সালে নাফিল্ড ফেলোশিপের আওতায় যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।
দীর্ঘদিন তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ১০ বছর তিনি বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক ছিলেন।অবসর শেষে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশে আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির মতো বেশ কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দেশে-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ৭০টির বেশি গবেষণা প্রকাশিত হয়েছে। পিএইচডি গবেষণার সময় তিনি বহুতল ভবনের ‘শিয়ার ওয়াল’ বিশ্লেষণের একটি সহজ পদ্ধতি বের করেছিলেন, যা পরে ‘কোল অ্যান্ড চৌধুরীস মেথড’ হিসেবে পরিচিতি পায়।
স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই জামিলুর রেজা চৌধুরী কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন বঙ্গবন্ধু ও পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, ঢাকা সাবওয়ে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন বড় প্রকল্পের বিশেষজ্ঞ দলেও তিনি ছিলেন।
পুরকৌশল জগতের এই কিংবদন্তি ২০২০ সালের ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে