মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর উপজেলার ৫টি ইউনিয়ন। আগামী ১১ নভেম্বর ভোট হতে যাচ্ছে উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে।
এরই মধ্যে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে শফিকুল ইসলাম টিটু ও রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার। এতে নির্বাচনী আমেজ অনেকটা ফিকে হলেও ৫টি ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে মাঠে দেখা গেছে প্রার্থীদের।
প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি নির্বাচনের প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীদের চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, গণসংযোগ ও মাইকিং।
উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে ঘুরে দেখা গেছে, গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর পরই আরও পুরোদমে শুরু করেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে, মোড়ে, হাট-বাজারে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার শোভা পাচ্ছে। টানানো হয়েছে ব্যানার। বিভিন্ন গান বাজনার মাধ্যমে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকেরা।
ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।
গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের ভোটার কাজল দাশ গুপ্ত বলেন, প্রার্থীরা যে যা-ই বলুক না কেন, আসন্ন নির্বাচন কেন্দ্র করে সাধারণ ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা। এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এবং নাগরিক সুবিধা যাদের কাছ থেকে পাবেন, এবারের নির্বাচনে এমন প্রার্থীকেই ভোট দেওয়ার কথা ভাবছেন ভোটাররা।
বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মশিউর রহমান সোহেল বলেন, যিনি গরিব-দুঃখী মানুষের পাশে থাকবেন এবং সর্বদাই কাজকর্মে পাশে পাব, তাকে ভোট দেওয়ার কথা ভাবছি। এদিকে, ভোটারদের চাহিদা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির কথা দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
বাকাল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হেলিকপ্টার মার্কার প্রার্থী রুবিনা আজাদ বলেন, গোটা ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাট-বাজারের সার্বিক উন্নয়ন, এলাকায় সড়ক বাতি স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন ও সম্প্রসারণসহ জনগণের আশা পূরণ করব।
গৈলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী মনির তালুকদার বলেন, ভোটারদের কাছে যাচ্ছি, বেশ সাড়া পাচ্ছি।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার জানান, পাঁচটি ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন, সাধারণ সদস্য পদে ১৭৬ জনসহ মোট ২২৩ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, থানা পুলিশসহ বিভিন্ন বাহিনী সর্বক্ষণিক টহল দিচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর উপজেলার ৫টি ইউনিয়ন। আগামী ১১ নভেম্বর ভোট হতে যাচ্ছে উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে।
এরই মধ্যে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে শফিকুল ইসলাম টিটু ও রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার। এতে নির্বাচনী আমেজ অনেকটা ফিকে হলেও ৫টি ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে মাঠে দেখা গেছে প্রার্থীদের।
প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলি নির্বাচনের প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীদের চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, গণসংযোগ ও মাইকিং।
উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে ঘুরে দেখা গেছে, গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর পরই আরও পুরোদমে শুরু করেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে, মোড়ে, হাট-বাজারে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার শোভা পাচ্ছে। টানানো হয়েছে ব্যানার। বিভিন্ন গান বাজনার মাধ্যমে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকেরা।
ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।
গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের ভোটার কাজল দাশ গুপ্ত বলেন, প্রার্থীরা যে যা-ই বলুক না কেন, আসন্ন নির্বাচন কেন্দ্র করে সাধারণ ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা। এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এবং নাগরিক সুবিধা যাদের কাছ থেকে পাবেন, এবারের নির্বাচনে এমন প্রার্থীকেই ভোট দেওয়ার কথা ভাবছেন ভোটাররা।
বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মশিউর রহমান সোহেল বলেন, যিনি গরিব-দুঃখী মানুষের পাশে থাকবেন এবং সর্বদাই কাজকর্মে পাশে পাব, তাকে ভোট দেওয়ার কথা ভাবছি। এদিকে, ভোটারদের চাহিদা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির কথা দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
বাকাল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হেলিকপ্টার মার্কার প্রার্থী রুবিনা আজাদ বলেন, গোটা ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাট-বাজারের সার্বিক উন্নয়ন, এলাকায় সড়ক বাতি স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন ও সম্প্রসারণসহ জনগণের আশা পূরণ করব।
গৈলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী মনির তালুকদার বলেন, ভোটারদের কাছে যাচ্ছি, বেশ সাড়া পাচ্ছি।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার জানান, পাঁচটি ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন, সাধারণ সদস্য পদে ১৭৬ জনসহ মোট ২২৩ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, থানা পুলিশসহ বিভিন্ন বাহিনী সর্বক্ষণিক টহল দিচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪