মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সন্ধ্যা নামলে তাঁদের কর্মতৎপরতা বেড়ে যায়। রাত ১০টা পর্যন্ত গোপন কক্ষে তিনজনে মিলে মেয়াদ উত্তীর্ণ আটা ও তুষ দিয়ে তৈরি করেন গোখাদ্য (গমের ভুসি)। সেই ভেজাল খাদ্য নামীদামি কোম্পানির বস্তায় ভরে বিক্রি করেন চড়া দামে।
যশোরের মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ সীমানা ঘেঁষা একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ভেজাল গো খাদ্য তৈরি করে আসছিলেন উপজেলার বিজয়রামপুর বাঁধাঘাটা এলাকার মফিজুর রহমান। স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মীর মদদে এ কাজ করছিলেন তিনি।
কিন্তু শেষ রক্ষা হয়নি। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত ১৬ বস্তা ভেজাল খাদ্য জব্দ করেছে। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে মফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, ‘শনিবার সন্ধ্যায় তাঁদের কাজ করতে দেখে স্থানীয় এক সাংবাদিক আমাদের খবর দেন। তখন আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে সেখানে অভিযান চালাই। ভেজাল এ খাদ্য গরুর দেহের কোনো উপকারে আসে না, বরং এ খাবার খাওয়ালে গরুর পেটের পীড়া দেখা দেয়।’
নকল গোখাদ্য কারখানার শ্রমিক রাজু হোসেন বলেন, ‘৩০০ টাকা মজুরিতে আমরা তিনজন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করি। আটা, তুষ কুড়া, পালিস কুড়া ও ভুসি মিশিয়ে এখানে গরুর খাদ্য তৈরি করা হয়।’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘১৬ বস্তা ভেজাল গোখাদ্য জব্দ করে প্রাণী সম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। তাঁরা এ খাদ্য পুড়িয়ে ফেলবেন।’
হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ২০ ধারা অনুযায়ী অভিযুক্ত মফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
গতকাল রোববার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী নিজ কার্যালয় চত্বরে উদ্ধার ভেজাল গোখাদ্য পুড়িয়ে ফেলেন।
সন্ধ্যা নামলে তাঁদের কর্মতৎপরতা বেড়ে যায়। রাত ১০টা পর্যন্ত গোপন কক্ষে তিনজনে মিলে মেয়াদ উত্তীর্ণ আটা ও তুষ দিয়ে তৈরি করেন গোখাদ্য (গমের ভুসি)। সেই ভেজাল খাদ্য নামীদামি কোম্পানির বস্তায় ভরে বিক্রি করেন চড়া দামে।
যশোরের মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ সীমানা ঘেঁষা একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ভেজাল গো খাদ্য তৈরি করে আসছিলেন উপজেলার বিজয়রামপুর বাঁধাঘাটা এলাকার মফিজুর রহমান। স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মীর মদদে এ কাজ করছিলেন তিনি।
কিন্তু শেষ রক্ষা হয়নি। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত ১৬ বস্তা ভেজাল খাদ্য জব্দ করেছে। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে মফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, ‘শনিবার সন্ধ্যায় তাঁদের কাজ করতে দেখে স্থানীয় এক সাংবাদিক আমাদের খবর দেন। তখন আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে সেখানে অভিযান চালাই। ভেজাল এ খাদ্য গরুর দেহের কোনো উপকারে আসে না, বরং এ খাবার খাওয়ালে গরুর পেটের পীড়া দেখা দেয়।’
নকল গোখাদ্য কারখানার শ্রমিক রাজু হোসেন বলেন, ‘৩০০ টাকা মজুরিতে আমরা তিনজন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করি। আটা, তুষ কুড়া, পালিস কুড়া ও ভুসি মিশিয়ে এখানে গরুর খাদ্য তৈরি করা হয়।’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘১৬ বস্তা ভেজাল গোখাদ্য জব্দ করে প্রাণী সম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। তাঁরা এ খাদ্য পুড়িয়ে ফেলবেন।’
হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ২০ ধারা অনুযায়ী অভিযুক্ত মফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
গতকাল রোববার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী নিজ কার্যালয় চত্বরে উদ্ধার ভেজাল গোখাদ্য পুড়িয়ে ফেলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে