Ajker Patrika

দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ৪৮
দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় থেকে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বুলডোজার দিয়ে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশের রাস্তার দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়। এ সময় সওজ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম, কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। সড়কের পাশে এ সব ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ হতাহত হয়। নিরাপদ যান চলাচল বিঘ্নিত হয়। তিনি আরও বলেন, এ কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল সকাল ১০টায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশে শুরু হয় এ অভিযান; তা চলে বেলা তিনটা পর্যন্ত। এ সময়ের মধ্যে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরুর তিন দিন আগে মাইকিং করা হয়। এতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু কেউ আমলে নেননি। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে এর আগে সার্ভেয়ারের মাধ্যমে সওজ বিভাগের সড়কের দুই পাশের জায়গা চিহ্নিত করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে সওজ অধিদপ্তরের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বলেন, ‘জনস্বার্থেই সওজের জায়গায় এ ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না। আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত