বঙ্গবন্ধুকে কটূক্তি, সাংসদ ফিরোজের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ০২
Thumbnail image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাঙচুর ও কটূক্তি করার অভিযোগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আ স ম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা হয়েছে। মামলা করেছেন বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক। মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত ১৯ ডিসেম্বর আদেশ দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে আ স ম ফিরোজ বলেন, ‘আমি ৪০ বছর ধরে সংসদ সদস্য। নেত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ বিষয়ে জানেন। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না।’

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বসে স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর বঙ্গবন্ধুর ছবিতে জুতা-ঝাঁটা লাগিয়ে আনন্দ মিছিল করেছি। তাতেই কিছু হয়নি। বাউফল আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা, যারা আমার বিরোধিতা করে, তাদের ডজনখানেক খুন করিলেও আমার কোনো ক্ষতি হবে না।’ ওই দিন বাদী সেখানে উপস্থিত থেকে এই কথা শুনে শিউরে ওঠেন এবং পরবর্তী সময়ে তিনি ’৭৫ সালের সেই ঘটনা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এরপর গত রোববার বাউফল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালতে মামলা করা হয়।

এই মামলায় সাক্ষী করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ১৯৭৫ সালের বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজীসহ ১০ জনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত