শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার হাদী মেম্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় অনলাইন ব্যবসার নামে প্রতারণা করে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাদী উপজেলার হাটফাজিলপুর এলাকার বাসিন্দা। ‘অন প্যাসিভ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের লাখ টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করতেন তিনি। গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার করে টাকা নিয়ে মাসে ৮ হাজার টাকা দেওয়ার কথা বলতেন।
অন প্যাসিভের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে বাধ্য করেছেন হাদী। অথচ, তাঁর অনলাইন ব্যবসার বৈধ কাগজপত্র নেই । সরকারের কোনো সংস্থা থেকে অনুমতিও নেননি তিনি। শিগগিরই হাদি মেম্বরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
নাম না প্রকাশের শর্তে এক গ্রাহক বলেন, ‘হাদির খপ্পরে পড়ে আমি এ ব্যবসায় নেমেছিলাম। এখন দেখছি ব্যবসার নামে প্রতারণা ছাড়া আর কিছুই না। কবে যে ইভ্যালির মতো অবস্থা হয় তাই ভাবছি।’
এ বিষয়ে হাদি মেম্বর বলেন, ‘এটি একটি লাভজনক ব্যবসা। ঝুঁকি থাকলেও এ ব্যবসায় বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। আমরা গ্রাহক প্রতি ১০ হাজার টাকা করে নিচ্ছি। বর্তমান আমার প্রায় এক হাজার গ্রাহক আছেন।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা লিজা বলেন, ‘অনলাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আমার জানা নেই। কোনো ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এমন ব্যবসা করতে পারেন না।’
ঝিনাইদহের শৈলকুপার হাদী মেম্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় অনলাইন ব্যবসার নামে প্রতারণা করে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাদী উপজেলার হাটফাজিলপুর এলাকার বাসিন্দা। ‘অন প্যাসিভ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের লাখ টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করতেন তিনি। গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার করে টাকা নিয়ে মাসে ৮ হাজার টাকা দেওয়ার কথা বলতেন।
অন প্যাসিভের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে বাধ্য করেছেন হাদী। অথচ, তাঁর অনলাইন ব্যবসার বৈধ কাগজপত্র নেই । সরকারের কোনো সংস্থা থেকে অনুমতিও নেননি তিনি। শিগগিরই হাদি মেম্বরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
নাম না প্রকাশের শর্তে এক গ্রাহক বলেন, ‘হাদির খপ্পরে পড়ে আমি এ ব্যবসায় নেমেছিলাম। এখন দেখছি ব্যবসার নামে প্রতারণা ছাড়া আর কিছুই না। কবে যে ইভ্যালির মতো অবস্থা হয় তাই ভাবছি।’
এ বিষয়ে হাদি মেম্বর বলেন, ‘এটি একটি লাভজনক ব্যবসা। ঝুঁকি থাকলেও এ ব্যবসায় বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। আমরা গ্রাহক প্রতি ১০ হাজার টাকা করে নিচ্ছি। বর্তমান আমার প্রায় এক হাজার গ্রাহক আছেন।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা লিজা বলেন, ‘অনলাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আমার জানা নেই। কোনো ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এমন ব্যবসা করতে পারেন না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে