নান্দাইল প্রতিনিধি
নান্দাইলের ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বেশির ভাগ প্রার্থীর বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম ও মাইকে প্রচার করা হচ্ছে। উচ্চশব্দে অতিষ্ঠ এলাকাবাসী। নির্বাচনে অংশ নেওয়া ৬০০ প্রার্থী ১ হাজার ২০০টির বেশি মাইক ব্যবহার করছেন।
গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার ১১টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ভোর থেকে প্রার্থীদের প্রচারের মাইক ও ডিজিটাল সাউন্ড সিস্টেম বাজতে থাকে। কখনো তা চলে গভীর রাত পর্যন্ত। আবার কেউ উচ্চক্ষমতাসম্পন্ন স্পিকারও ব্যবহার করছেন।
স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার, মসজিদ-মন্দির ও আবাসিক এলাকাসহ সব খানেই প্রার্থীদের পক্ষে সাউন্ড সিস্টেম চলছে। এমনকি যানজটে দাঁড়ানো অবস্থাতেও থামছে না এ শব্দ। প্রতি বাজারে বিকেল থেকে রাত ৮ পর্যন্ত প্রচারে একাধিক মাইক ব্যবহার করেন প্রার্থীরা।
অপরদিকে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন স্থান। প্রার্থীরা ইচ্ছেমতো ক্যাম্প তৈরি করছেন। অনেকে রাস্তার মোড় ও রাস্তা দখল করে তৈরি করেছেন নির্বাচনী ক্যাম্প। আচরণবিধির তোয়াক্কা না করে চলছে এসব প্রচারযজ্ঞ।
নির্বাচন আচরণবিধিমালা ২০১৬-এ মাইক্রোফোন ব্যবহার নিয়ে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারের কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করতে পারবেন না। মাইকের ব্যবহার দুপুর ২টার আগে এবং রাত ৮টার পরে করা যাবে না।
এ ছাড়া আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে ভোটকেন্দ্র ব্যতীত যেকোনো স্থানে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ঝোলাতে বা টাঙাতে পারবেন। চেয়ারম্যান প্রার্থী তিনটি এবং সদস্য প্রার্থী একটি করে ক্যাম্প স্থাপন করতে পারবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২, সদস্য পদে ৩৯৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী কমপক্ষে দুটি করে মাইক ব্যবহার করছেন। এ ছাড়া পোস্টারে ছেয়ে গেছে মানুষের ঘরবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। পোস্টার থেকে বাদ যায়নি ইউপি ভবনও।
মোয়াজ্জেমপুর ইউপির মো. লিয়াকত আলী বলেন, ‘মাইকের শব্দে রাতে ঘুমাতে পারি না। একেকবার একেক প্রার্থীর মাইক বাজে। ছোট মাইকের পাশাপাশি সাউন্ডবক্সের মাধ্যমেও গান বাজিয়ে প্রার্থীরা প্রচার করছেন। এতে বাচ্চাদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে।’
শেরপুর ইউপির জবরজান বানু বলেন, ‘আমার ছোট একটা টিনের ঘর। এলাকার সব মেম্বার-চেয়ারম্যানের পোস্টার লাগিয়ে বেড়াগুলো নষ্ট করে ফেলছে। নিষেধ করলেও মানছে না।’
আচরণবিধি মানছেন কি না এ বিষয়ে একাধিক চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে পোস্টার সাঁটিয়েছে। সে ব্যাপারে তাঁরা কিছু জানেন না। তবে কেউ লাগালে তো অপসারণ করবেন বলে জানান তাঁরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপির সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা জানান, আচরণবিধি সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। কেউ যদি না মানেন, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচনে প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু নির্বাচনে তৎপর প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক বলেন, ‘আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখছি প্রার্থীদের আচরণবিধি মানার বিষয়টি। যাঁরা ভঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচরণবিধি ভঙ্গের কারণে ইতিমধ্যে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একাধিক মাইক জব্দ করা হয়েছে।
নান্দাইলের ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বেশির ভাগ প্রার্থীর বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম ও মাইকে প্রচার করা হচ্ছে। উচ্চশব্দে অতিষ্ঠ এলাকাবাসী। নির্বাচনে অংশ নেওয়া ৬০০ প্রার্থী ১ হাজার ২০০টির বেশি মাইক ব্যবহার করছেন।
গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার ১১টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ভোর থেকে প্রার্থীদের প্রচারের মাইক ও ডিজিটাল সাউন্ড সিস্টেম বাজতে থাকে। কখনো তা চলে গভীর রাত পর্যন্ত। আবার কেউ উচ্চক্ষমতাসম্পন্ন স্পিকারও ব্যবহার করছেন।
স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার, মসজিদ-মন্দির ও আবাসিক এলাকাসহ সব খানেই প্রার্থীদের পক্ষে সাউন্ড সিস্টেম চলছে। এমনকি যানজটে দাঁড়ানো অবস্থাতেও থামছে না এ শব্দ। প্রতি বাজারে বিকেল থেকে রাত ৮ পর্যন্ত প্রচারে একাধিক মাইক ব্যবহার করেন প্রার্থীরা।
অপরদিকে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন স্থান। প্রার্থীরা ইচ্ছেমতো ক্যাম্প তৈরি করছেন। অনেকে রাস্তার মোড় ও রাস্তা দখল করে তৈরি করেছেন নির্বাচনী ক্যাম্প। আচরণবিধির তোয়াক্কা না করে চলছে এসব প্রচারযজ্ঞ।
নির্বাচন আচরণবিধিমালা ২০১৬-এ মাইক্রোফোন ব্যবহার নিয়ে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারের কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করতে পারবেন না। মাইকের ব্যবহার দুপুর ২টার আগে এবং রাত ৮টার পরে করা যাবে না।
এ ছাড়া আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে ভোটকেন্দ্র ব্যতীত যেকোনো স্থানে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ঝোলাতে বা টাঙাতে পারবেন। চেয়ারম্যান প্রার্থী তিনটি এবং সদস্য প্রার্থী একটি করে ক্যাম্প স্থাপন করতে পারবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২, সদস্য পদে ৩৯৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী কমপক্ষে দুটি করে মাইক ব্যবহার করছেন। এ ছাড়া পোস্টারে ছেয়ে গেছে মানুষের ঘরবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। পোস্টার থেকে বাদ যায়নি ইউপি ভবনও।
মোয়াজ্জেমপুর ইউপির মো. লিয়াকত আলী বলেন, ‘মাইকের শব্দে রাতে ঘুমাতে পারি না। একেকবার একেক প্রার্থীর মাইক বাজে। ছোট মাইকের পাশাপাশি সাউন্ডবক্সের মাধ্যমেও গান বাজিয়ে প্রার্থীরা প্রচার করছেন। এতে বাচ্চাদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে।’
শেরপুর ইউপির জবরজান বানু বলেন, ‘আমার ছোট একটা টিনের ঘর। এলাকার সব মেম্বার-চেয়ারম্যানের পোস্টার লাগিয়ে বেড়াগুলো নষ্ট করে ফেলছে। নিষেধ করলেও মানছে না।’
আচরণবিধি মানছেন কি না এ বিষয়ে একাধিক চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে পোস্টার সাঁটিয়েছে। সে ব্যাপারে তাঁরা কিছু জানেন না। তবে কেউ লাগালে তো অপসারণ করবেন বলে জানান তাঁরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপির সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা জানান, আচরণবিধি সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। কেউ যদি না মানেন, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচনে প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু নির্বাচনে তৎপর প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক বলেন, ‘আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখছি প্রার্থীদের আচরণবিধি মানার বিষয়টি। যাঁরা ভঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচরণবিধি ভঙ্গের কারণে ইতিমধ্যে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একাধিক মাইক জব্দ করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে