ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে সম্মেলনকে কেন্দ্র করে মারপিট ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলায় সাংসদপুত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ ১০ মার্চ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। পুলিশ পৃথক দুটি অভিযোগ তদন্ত করে গতকাল সোমবার নিয়মিত মামলা হিসেবে থানায় নথিভুক্ত করেছে।
মামলায় এক পক্ষের বাদী উপজেলার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাকুড়িহাটা গ্রামের গাজিউর রহমান। ওই মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মহসীন আলমসহ ৪১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
অপর পক্ষের মামলায় বাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুনট সদরপাড়ার মাইদুল ইসলাম রনি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ২৯ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতা-কর্মীরা ৯ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের আয়োজন করেন। ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে ওই সম্মেলন হয়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলমের পক্ষের দলীয় নেতা-কর্মীরা সম্মেলনে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করে।
অপরদিকে একই দিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম ও তাঁর পক্ষের লোকজন উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে দলীয় আলোচনা শেষে ধুনট বাজারের দিকে ফিরছিলেন। এ সময় নুরুন্নবী তারিক ও খোকনের পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
বগুড়ার ধুনটে সম্মেলনকে কেন্দ্র করে মারপিট ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলায় সাংসদপুত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ ১০ মার্চ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। পুলিশ পৃথক দুটি অভিযোগ তদন্ত করে গতকাল সোমবার নিয়মিত মামলা হিসেবে থানায় নথিভুক্ত করেছে।
মামলায় এক পক্ষের বাদী উপজেলার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাকুড়িহাটা গ্রামের গাজিউর রহমান। ওই মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মহসীন আলমসহ ৪১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
অপর পক্ষের মামলায় বাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুনট সদরপাড়ার মাইদুল ইসলাম রনি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ২৯ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতা-কর্মীরা ৯ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের আয়োজন করেন। ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে ওই সম্মেলন হয়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলমের পক্ষের দলীয় নেতা-কর্মীরা সম্মেলনে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করে।
অপরদিকে একই দিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম ও তাঁর পক্ষের লোকজন উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে দলীয় আলোচনা শেষে ধুনট বাজারের দিকে ফিরছিলেন। এ সময় নুরুন্নবী তারিক ও খোকনের পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে