ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার সাহাপুর ইউপির মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী আকাল সরদারের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা তাঁর কার্যালয়ে আগুন দিয়েছেন।
আগুনে ওই নির্বাচনী কার্যালয়ের ভেতরে রাখা প্রার্থীর শতাধিক নির্বাচনী পোস্টার, ডেকোরেটরের ঘেরা পর্দাসহ কিছু ছবি ও কাগজ পুড়ে গেছে। প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন পরিচালনার জন্য সাহাপুরের মহাদেবপুরে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীর বাড়ির পাশে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় করা হয়। দলের সমর্থকেরা জানান, রোববার রাতে আকাল সরদার ভোটের প্রচারণা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরে যান। গভীর রাতে তাঁরা খবর পান মহাদেবপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
ঘটনা সম্পর্কে নৌকার প্রার্থী আকাল সরদার অভিযোগ করেন, নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা রাতে তাঁর নির্বাচনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপুকে হুমকি দেয়। পরে তাঁরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ কার্যালয়ে আগুন দিয়ে চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা বলেন, ‘রাত দেড়টার দিকে বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা মোটরসাইকেলের বহর যাওয়ার সময় তাঁরা এ অগ্নিকাণ্ড ঘটায়। ওই রাতেই আমরা ঘটনাস্থলে যাই ও সেখানে পেট্রলসহ বোতল দেখতে পাই।’ তিনি আরও বলেন, ভোটে নৌকা মার্কার প্রার্থীকে হারানোর জন্য ভয়ভীতি ও ষড়যন্ত্র করা হচ্ছে।
জানতে চাইলে এমলাক হোসেন বাবু বলেন, নৌকার প্রার্থী আকাল সরদার ভোটের মাঠে হয়রানি ও হেয় করার জন্য এসব ষড়যন্ত্র করছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠান। ঘটনাস্থলে গিয়ে কিছুর পোস্টার ও কাপড় পোড়ার নমুনা পেয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।
পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার সাহাপুর ইউপির মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী আকাল সরদারের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা তাঁর কার্যালয়ে আগুন দিয়েছেন।
আগুনে ওই নির্বাচনী কার্যালয়ের ভেতরে রাখা প্রার্থীর শতাধিক নির্বাচনী পোস্টার, ডেকোরেটরের ঘেরা পর্দাসহ কিছু ছবি ও কাগজ পুড়ে গেছে। প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন পরিচালনার জন্য সাহাপুরের মহাদেবপুরে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীর বাড়ির পাশে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় করা হয়। দলের সমর্থকেরা জানান, রোববার রাতে আকাল সরদার ভোটের প্রচারণা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরে যান। গভীর রাতে তাঁরা খবর পান মহাদেবপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
ঘটনা সম্পর্কে নৌকার প্রার্থী আকাল সরদার অভিযোগ করেন, নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা রাতে তাঁর নির্বাচনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপুকে হুমকি দেয়। পরে তাঁরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ কার্যালয়ে আগুন দিয়ে চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা বলেন, ‘রাত দেড়টার দিকে বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা মোটরসাইকেলের বহর যাওয়ার সময় তাঁরা এ অগ্নিকাণ্ড ঘটায়। ওই রাতেই আমরা ঘটনাস্থলে যাই ও সেখানে পেট্রলসহ বোতল দেখতে পাই।’ তিনি আরও বলেন, ভোটে নৌকা মার্কার প্রার্থীকে হারানোর জন্য ভয়ভীতি ও ষড়যন্ত্র করা হচ্ছে।
জানতে চাইলে এমলাক হোসেন বাবু বলেন, নৌকার প্রার্থী আকাল সরদার ভোটের মাঠে হয়রানি ও হেয় করার জন্য এসব ষড়যন্ত্র করছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠান। ঘটনাস্থলে গিয়ে কিছুর পোস্টার ও কাপড় পোড়ার নমুনা পেয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে