Ajker Patrika

আবারও পেঁয়াজের দাম কমল

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০৪
আবারও পেঁয়াজের দাম কমল

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে তিন টাকা। এক দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩৩ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩০ থেকে ৩১ টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে পাইকারসহ নিম্ন আয়ের মানুষের মধ্যে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারতের নতুন জাতের পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তি ছিল। এর ওপর পুরোনো পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়তি ছিল।

তিনি আরও বলেন, একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সরবরাহ কমায় পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকেরা। কিন্তু দামের কারণে দেশে পেঁয়াজের চাহিদা কমে গেছে। ফলে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার কারণেই দাম কমতে শুরু করেছে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের প্রথম থেকেই পেঁয়াজের আমদানি বেড়েছে। গত সপ্তাহে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। এখন সেখানে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গত সোমবার বন্দর দিয়ে ২২টি ট্রাকে ৬২১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এখনো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত