নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে