নির্মাতা আর গল্প পছন্দ হলে অভিনয় করবেন জেফার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ১৮

সংগীতশিল্পী হিসেবে তরুণ প্রজন্মের অনেকের কাছেই পরিচিত আর জনপ্রিয় জেফার রহমান। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন অভিনয়ে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে জেফারের। এতে তাঁর সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁদের লুক। প্রথম লুকেই চমকে দিয়েছেন জেফার। সব সময় ওয়েস্টার্ন লুকে দেখা জেফারকে দেখা গেছে শাড়ি পরা সাদাসিধে লুকে। কক্সবাজারে শুটিং শেষে এবার ঢাকায় চলছে মনোগামী সিনেমার শুটিং।

জেফার রহমানগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকেই প্রথম অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘অভিনয় করার পরিকল্পনা একেবারেই ছিল না। তবে যখন শুনলাম মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশনা দেবেন আর চঞ্চল চৌধুরী অভিনয় করবেন, তখন মনে হলো এটা মিস করা উচিত হবে না। ক্যামেরার সামনে এর আগেও দাঁড়িয়েছি। তবে এবারের অভিজ্ঞতা একদমই আলাদা। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিংও। ফারুকী ভাই প্রথম থেকেই আমাকে সাহস জুগিয়েছেন। এ ছাড়া ক্যারিয়ারের প্রথম সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করাটা স্বপ্নের মতো। তিনি এত বড় অভিনেতা হয়েও অনেক বিনয়ী।’

‘মনোগামী’ সিনেমার লুকে জেফারঅভিনয়টা উপভোগ করছেন জেফার। তবে গানটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জেফার বলেন, ‘দিন শেষে আমি একজন মিউজিশিয়ান। সেটাই আমার আসল পরিচয়। গানই আমার কাছে মুখ্য। অভিনয়টা সামনে হয়তো করব, তবে কম। গল্প আর নির্মাতা পছন্দ হলে অভিনয় করব।’

নিজের নতুন গান প্রসঙ্গে জেফার বলেন, ‘ঝুমকা রিলিজের পর দর্শকের প্রত্যাশা বেড়েছে। তাই কিছুটা সময় নিচ্ছি। বুঝেশুনে এমন গান করার চেষ্টা করছি, যেন দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারি।’

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের প্রজেক্টে ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন ১২ জন নির্মাতা। প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘মনোগামী’ সেই ১২ সিনেমার একটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত