হোসেন রায়হান, পঞ্চগড়
নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ছোট্ট স্টুডিও। সেখানে রেখেছেন নানা ধরনের বই, ছবি আঁকার সরঞ্জাম, গিটার, হারমোনিয়াম আর ল্যাপটপ। স্টুডিওতে বসেই হাজ্জাজ তানিন এঁকে চলেছেন বইয়ের প্রচ্ছদ। স্থানীয় ও জাতীয় পর্যায়ের সহস্রাধিক লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।
হাজ্জাজ তানিনের বাড়ি পঞ্চগড় শহরের ধাক্কামাড়া এলাকায়। সেখানেই তিনি ওই স্টুডিও করেছেন।
বইমেলা শুরুর কয়েক মাস আগে থেকেই তানিন ব্যস্ত হয়ে পড়েন প্রচ্ছদ নির্মাণে। তিনি প্রচ্ছদ করার সম্মানীতেই আয় করছেন বছরে কয়েক লাখ টাকা।
তানিন মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ার। উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর ঢাকায় কাটিয়ে ছোটবেলার শহরে ফিরে আসেন তিনি। বাড়িতেই শুরু করেন শুরু করেন ছবি আঁকা। ছবি আঁকার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর।
কিন্তু ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি দুর্বলতা থাকায় আঁকাআঁকি করেন নিয়মিত। গিটার বাজিয়ে গানও করেন তিনি। মঞ্চনাটকে অভিনয়ও করেন। নাট্যদল ভূমিজের একজন নিয়মিত নাট্যকর্মী তিনি।
তানিন জানান, ২০১৫ সাল থেকে তিনি জাতীয়ভাবে প্রচ্ছদ আঁকা শুরু করেন। ডাক আসে ঢাকার বিভিন্ন প্রকাশনী থেকে। প্রচ্ছদের কাজে ব্যস্ততা বেড়ে যায়। প্রচ্ছদ নির্মাণের কাজটিকে পেশা হিসেবেই বেছে নেন তিনি। ২০২১ সালের বইমেলায় হাজ্জাজ তানিন দেড় শতাধিক বইয়ের প্রচ্ছদ করেন। চলতি বছর বইমেলায় এই পর্যন্ত শতাধিক বইয়ের প্রচ্ছদ নির্মাণ করেছেন তিনি।
তানিন ডিজিটাল পদ্ধতিতে প্রচ্ছদ করেন। তাঁর প্রচ্ছদের বৈশিষ্ট্য হচ্ছে নানা রঙের উপস্থিতি। তিনি মনে করেন বর্ণিল প্রচ্ছদ পাঠককে খুব বেশি আকৃষ্ট করে।
তানিন বলেন, ‘প্রচ্ছদ শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ব এমনটা কখনোই ভাবিনি। নাট্যদল ভূমিজে থিয়েটার করতে গিয়ে নানা মানুষের সঙ্গ পেয়েছি। ভেবেছিলাম থিয়েটারের পাশাপাশি গান করবে, ছবি আঁকব। মূলত স্থানীয় লেখকদের প্রেরণাই আমাকে প্রচ্ছদ শিল্পের মায়ায় আকৃষ্ট করেছে।’ প্রচ্ছদ নির্মাণে ধরাবাঁধা সম্মানী নেন না তিনি। যে যার খুশি মতো সম্মানী দেন। তাতেই প্রতিবছর কয়েক লাখ টাকা আয় করেন তিনি। তানিন নিজের ভালো লাগার কাজটি চালিয়ে যেতে চান।
নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ছোট্ট স্টুডিও। সেখানে রেখেছেন নানা ধরনের বই, ছবি আঁকার সরঞ্জাম, গিটার, হারমোনিয়াম আর ল্যাপটপ। স্টুডিওতে বসেই হাজ্জাজ তানিন এঁকে চলেছেন বইয়ের প্রচ্ছদ। স্থানীয় ও জাতীয় পর্যায়ের সহস্রাধিক লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।
হাজ্জাজ তানিনের বাড়ি পঞ্চগড় শহরের ধাক্কামাড়া এলাকায়। সেখানেই তিনি ওই স্টুডিও করেছেন।
বইমেলা শুরুর কয়েক মাস আগে থেকেই তানিন ব্যস্ত হয়ে পড়েন প্রচ্ছদ নির্মাণে। তিনি প্রচ্ছদ করার সম্মানীতেই আয় করছেন বছরে কয়েক লাখ টাকা।
তানিন মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ার। উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর ঢাকায় কাটিয়ে ছোটবেলার শহরে ফিরে আসেন তিনি। বাড়িতেই শুরু করেন শুরু করেন ছবি আঁকা। ছবি আঁকার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর।
কিন্তু ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি দুর্বলতা থাকায় আঁকাআঁকি করেন নিয়মিত। গিটার বাজিয়ে গানও করেন তিনি। মঞ্চনাটকে অভিনয়ও করেন। নাট্যদল ভূমিজের একজন নিয়মিত নাট্যকর্মী তিনি।
তানিন জানান, ২০১৫ সাল থেকে তিনি জাতীয়ভাবে প্রচ্ছদ আঁকা শুরু করেন। ডাক আসে ঢাকার বিভিন্ন প্রকাশনী থেকে। প্রচ্ছদের কাজে ব্যস্ততা বেড়ে যায়। প্রচ্ছদ নির্মাণের কাজটিকে পেশা হিসেবেই বেছে নেন তিনি। ২০২১ সালের বইমেলায় হাজ্জাজ তানিন দেড় শতাধিক বইয়ের প্রচ্ছদ করেন। চলতি বছর বইমেলায় এই পর্যন্ত শতাধিক বইয়ের প্রচ্ছদ নির্মাণ করেছেন তিনি।
তানিন ডিজিটাল পদ্ধতিতে প্রচ্ছদ করেন। তাঁর প্রচ্ছদের বৈশিষ্ট্য হচ্ছে নানা রঙের উপস্থিতি। তিনি মনে করেন বর্ণিল প্রচ্ছদ পাঠককে খুব বেশি আকৃষ্ট করে।
তানিন বলেন, ‘প্রচ্ছদ শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ব এমনটা কখনোই ভাবিনি। নাট্যদল ভূমিজে থিয়েটার করতে গিয়ে নানা মানুষের সঙ্গ পেয়েছি। ভেবেছিলাম থিয়েটারের পাশাপাশি গান করবে, ছবি আঁকব। মূলত স্থানীয় লেখকদের প্রেরণাই আমাকে প্রচ্ছদ শিল্পের মায়ায় আকৃষ্ট করেছে।’ প্রচ্ছদ নির্মাণে ধরাবাঁধা সম্মানী নেন না তিনি। যে যার খুশি মতো সম্মানী দেন। তাতেই প্রতিবছর কয়েক লাখ টাকা আয় করেন তিনি। তানিন নিজের ভালো লাগার কাজটি চালিয়ে যেতে চান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে