বিদ্রোহী-স্বতন্ত্রের জয়জয়কার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪: ২৮
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪

সুনামগঞ্জে তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ২১ ইউপির মধ্যে মাত্র সাতটিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ছয়, বিএনপি নেতা স্বতন্ত্র প্রতীকে তিন, জাতীয় পার্টি এক ও স্বতন্ত্র চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথপুরের ৭ ইউপির মধ্যে আওয়ামী লীগ মনোনীত তিনজন, বিএনপি একজন, স্বতন্ত্র একজন এবং বিদ্রোহী দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন-কলকলিয়া ইউপির বিএনপি নেতা রফিক মিয়া, পাটলী ইউপির আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী শহীদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউপির আওয়ামী লীগের ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপির আওয়ামী লীগের আবুল হাসান, আশারকান্দি ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী আয়ুব খান, পাইলগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মখলিছ মিয়া।

দিরাই উপজেলায় আওয়ামী লীগের তিনজন, আওয়ামী লীগ বিদ্রোহী দুজন, বিএনপির একজন এবং স্বতন্ত্র তিনজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন-রফিনগর ইউপির আওয়ামী লীগের শৈলেন চন্দ্র দাস, ভাটিপাড়া ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী মিফতাহ চৌধুরী, রাজানগর ইউপির যুবলীগ নেতা জহিরুল ইসলাম, চরনারচর ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী পরিতোষ রায়, সরমঙ্গল ইউপির বিএনপি নেতা মো. মোয়াজ্জেম হোসেন, করিমপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিটন চন্দ্র দাস, জগদল ইউপির আওয়ামী লীগের হুমায়ুন রশীদ লাভলু, তাড়ল ইউপির স্বতন্ত্র আলী আহমদ, কুলঞ্জ ইউপির যুবলীগ নেতা একরার হোসেন বিজয়ী হয়েছেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউপির মধ্যে আওয়ামী লীগ একজন, বিএনপি একজন, জাতীয় পার্টি মনোনীত একজন, আওয়ামী লীগ বিদ্রোহী দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন-বিশ্বম্ভরপুরের পলাশ ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী মো. সোহেল আহমদ, ধনপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী মো. মিলন মিয়া, সলুকাবাদ ইউপির আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ বাদাঘাট ইউপির উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ফতেপুর ইউপির জাতীয় পার্টির মো. ফারুক আহমদ।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জেলার তিন উপজেলার ২১ ইউনিয়নে ১২৭ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত