বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় পাঁচ বছরেও শেষ হয়নি স্কুল ও মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার প্রজেক্টের (এমডিএসপি) কাজ। নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আংশিক কাজ করে বাকি কাজ ফেলে রেখেছে গত তিন বছর ধরে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়, শেল্টার, রাস্তা, পুল এবং সাঁকো আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন ইউনিয়নে ১২টি সাইক্লোন শেল্টার এবং ৮টি বিদ্যালয়ে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি বরিশাল-২ আসনের তৎকালীন সাংসদ তালুকদার মো. ইউনুচ ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরু করে কয়েকটি বিদ্যালয়ের কাজ করার পর বেশির ভাগই ফেলে রাখা হয়েছে। এমনকি সংযোগ সড়ক নির্মাণের জন্য সড়ক ও ব্রিজগুলো ভেঙে ওভাবেই ফেলে রাখা হয়েছে।
বিশারকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার মণ্ডল জানান, ত্রিমুখী কদমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। চার বছর আগে বিদ্যালয়টি থেকে বটতলা ব্রিজ নাথারকান্দী সংযোগ সড়ক ও ছোট বড় ১০টি কালভার্ট নির্মাণের জন্য রাস্তা–সাঁকো ভেঙে ফেলা হয়।
নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী দেলোয়ার হোসেনে মোবাইল ফোনে জানান, করোনার কারণে কাজের গতি কম। ১২টি সাইক্লোন শেল্টারের মধ্যে ৫ টির কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে।
৫ বছর ধরে কাজ করছেন, এখনো বলছেন শিগগির শেষ করা হবে; এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘৫ বছর পেলেন কোথায়!’ ভিত্তি প্রস্তরে লেখা আছে বললে তিনি বলেন, ‘আমি অ্যাকাউন্টসের লোক। আপনি অফিসে যোগাযোগ করেন।’
বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, ইউপিতে তিনটি বিদ্যালয় ও এর সংশ্লিষ্ট সড়ক নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘যত দূর জেনেছি, তাতে কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।’
বানারীপাড়ায় পাঁচ বছরেও শেষ হয়নি স্কুল ও মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার প্রজেক্টের (এমডিএসপি) কাজ। নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আংশিক কাজ করে বাকি কাজ ফেলে রেখেছে গত তিন বছর ধরে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়, শেল্টার, রাস্তা, পুল এবং সাঁকো আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন ইউনিয়নে ১২টি সাইক্লোন শেল্টার এবং ৮টি বিদ্যালয়ে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি বরিশাল-২ আসনের তৎকালীন সাংসদ তালুকদার মো. ইউনুচ ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরু করে কয়েকটি বিদ্যালয়ের কাজ করার পর বেশির ভাগই ফেলে রাখা হয়েছে। এমনকি সংযোগ সড়ক নির্মাণের জন্য সড়ক ও ব্রিজগুলো ভেঙে ওভাবেই ফেলে রাখা হয়েছে।
বিশারকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার মণ্ডল জানান, ত্রিমুখী কদমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। চার বছর আগে বিদ্যালয়টি থেকে বটতলা ব্রিজ নাথারকান্দী সংযোগ সড়ক ও ছোট বড় ১০টি কালভার্ট নির্মাণের জন্য রাস্তা–সাঁকো ভেঙে ফেলা হয়।
নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী দেলোয়ার হোসেনে মোবাইল ফোনে জানান, করোনার কারণে কাজের গতি কম। ১২টি সাইক্লোন শেল্টারের মধ্যে ৫ টির কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে।
৫ বছর ধরে কাজ করছেন, এখনো বলছেন শিগগির শেষ করা হবে; এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘৫ বছর পেলেন কোথায়!’ ভিত্তি প্রস্তরে লেখা আছে বললে তিনি বলেন, ‘আমি অ্যাকাউন্টসের লোক। আপনি অফিসে যোগাযোগ করেন।’
বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, ইউপিতে তিনটি বিদ্যালয় ও এর সংশ্লিষ্ট সড়ক নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘যত দূর জেনেছি, তাতে কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে