রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে পরকীয়ার জেরে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার ৬ দিন পার হলেও গ্রেপ্তার হননি আসামি (স্বামী) মোহাম্মদ সোলেমান।
জানা গেছে, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান। গত সোমবার তাঁর স্ত্রী পিংকি আক্তার (২৫) ও ৪ মাসের কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পিংকি আক্তারের বাবা বাদী হয়ে জামাতা মোহাম্মদ সোলেমানকে আসামি করে রামগড় থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন।
পিংকি আক্তারের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ‘দুলাভাই পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার দুলাভাই চার বছর বয়সী বড় মেয়েকে নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়ি রেখে আসেন। কয়েক দিন ধরে বোনের খবর না পেয়ে তাঁদের বাড়ি আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙে ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ কম্বলে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।’
পিংকির বাবা আব্দুল খালেক দুলাল বলেন, ‘এমন নিষ্ঠুরতার নজির আর নাই। মাকে হারিয়ে আমার ৪ বছরের নাতি বারবার মূর্ছা যাচ্ছে। তার আহাজারিতে আমাদের মন ভারী হয়ে উঠেছে।’
পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর বলেন, ‘হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন জানান, ‘আসামিকে গ্রেপ্তারের সব রকমের চেষ্টা চলছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’
খাগড়াছড়ির রামগড়ে পরকীয়ার জেরে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার ৬ দিন পার হলেও গ্রেপ্তার হননি আসামি (স্বামী) মোহাম্মদ সোলেমান।
জানা গেছে, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান। গত সোমবার তাঁর স্ত্রী পিংকি আক্তার (২৫) ও ৪ মাসের কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পিংকি আক্তারের বাবা বাদী হয়ে জামাতা মোহাম্মদ সোলেমানকে আসামি করে রামগড় থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছেন।
পিংকি আক্তারের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ‘দুলাভাই পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার দুলাভাই চার বছর বয়সী বড় মেয়েকে নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়ি রেখে আসেন। কয়েক দিন ধরে বোনের খবর না পেয়ে তাঁদের বাড়ি আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙে ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ কম্বলে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।’
পিংকির বাবা আব্দুল খালেক দুলাল বলেন, ‘এমন নিষ্ঠুরতার নজির আর নাই। মাকে হারিয়ে আমার ৪ বছরের নাতি বারবার মূর্ছা যাচ্ছে। তার আহাজারিতে আমাদের মন ভারী হয়ে উঠেছে।’
পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর বলেন, ‘হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন জানান, ‘আসামিকে গ্রেপ্তারের সব রকমের চেষ্টা চলছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে