শোভাযাত্রা ও সভায় পালিত সমাজসেবা দিবস

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০৪: ৪৩
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫১

বরিশালের বিভিন্ন এলাকায় গতকাল ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যে সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আগৈলঝাড়া: উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

উজিরপুর: সমাজ সেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল সোমবার বেলা ১১টায়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যরা।

গৌরনদী: উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বানারীপাড়া: বানারীপাড়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে হাসপাতালে ভর্তি শীতার্তদের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদাসহ অন্যরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত