মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর হাসপাতালে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা না পেয়ে একদল শিক্ষার্থী ভাঙচুর চালিয়েছে। এ সময় শত শত শিক্ষার্থী নবনির্মিত হাসপাতালের মধ্যে ঢুকে কাচের বেষ্টনী ও চেয়ার ভাঙচুর করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ’ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে আসে। তখন হাসপাতাল থেকে জানানো হয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। নতুন ভ্যাকসিন না আসা পর্যন্ত তাদের আর কোনো ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। এতেই ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আব্দুল আলিম জয় বলে, ‘হাসপাতালের গেটের সামনে আসতেই পুলিশ বাধা দেয়। পরে জানতে পারি শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা ভ্যাকসিন শেষ। এই বিষয়টি যদি আমাদের আগে জানানো হতো, তাহলে এত দূর থেকে আমরা কেউ আসতাম না।’
সরকারি শাসচুন্নাহার বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মিতু আক্তার বলেন, ‘বান্ধবীদের সঙ্গে টিকা দিতে এসেছি। লাইনেও দাঁড়িয়েছিলাম, পরে শুনি টিকা নেই।’
মাদারীপুর সদর হাসপাতালের ভ্যাকসিন কার্যক্রমের সমন্বয়কারী ডা. ইকরাম হোসেন জানান, মাদারীপুর জেলায় ১৮ হাজার ৭২০ জন এইচএসসি ও আলিম পরীক্ষার ফাইজারের টিকা দেওয়া হয়। পরে রোববার বিকেলে টিকা শেষ হয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান ফকির বলেন, ‘শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।’
মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান বলেন, ‘১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। টিকা শেষ হওয়ায় সোমবার শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়নি। এ কারণে কিছু শিক্ষার্থী হাসপাতালে ভাঙচুর চালায়। দুই এক দিনের মধ্যেই টিকা আসবে।’
মাদারীপুর সদর হাসপাতালে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা না পেয়ে একদল শিক্ষার্থী ভাঙচুর চালিয়েছে। এ সময় শত শত শিক্ষার্থী নবনির্মিত হাসপাতালের মধ্যে ঢুকে কাচের বেষ্টনী ও চেয়ার ভাঙচুর করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ’ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে আসে। তখন হাসপাতাল থেকে জানানো হয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। নতুন ভ্যাকসিন না আসা পর্যন্ত তাদের আর কোনো ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। এতেই ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আব্দুল আলিম জয় বলে, ‘হাসপাতালের গেটের সামনে আসতেই পুলিশ বাধা দেয়। পরে জানতে পারি শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা ভ্যাকসিন শেষ। এই বিষয়টি যদি আমাদের আগে জানানো হতো, তাহলে এত দূর থেকে আমরা কেউ আসতাম না।’
সরকারি শাসচুন্নাহার বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মিতু আক্তার বলেন, ‘বান্ধবীদের সঙ্গে টিকা দিতে এসেছি। লাইনেও দাঁড়িয়েছিলাম, পরে শুনি টিকা নেই।’
মাদারীপুর সদর হাসপাতালের ভ্যাকসিন কার্যক্রমের সমন্বয়কারী ডা. ইকরাম হোসেন জানান, মাদারীপুর জেলায় ১৮ হাজার ৭২০ জন এইচএসসি ও আলিম পরীক্ষার ফাইজারের টিকা দেওয়া হয়। পরে রোববার বিকেলে টিকা শেষ হয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান ফকির বলেন, ‘শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।’
মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান বলেন, ‘১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। টিকা শেষ হওয়ায় সোমবার শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়নি। এ কারণে কিছু শিক্ষার্থী হাসপাতালে ভাঙচুর চালায়। দুই এক দিনের মধ্যেই টিকা আসবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে