আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর
সংরক্ষণের ব্যবস্থা না থাকায় জব্দ করা যানবাহন ও মূল্যবান জিনিসপত্র মধুপুর থানা চত্বরে নষ্ট হচ্ছে। মামলার আলামত হিসেবে ব্যবহার হওয়া এসব সম্পদ দিন দিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। মরিচা ধরে কিছু যানবাহন নষ্ট খাঁচায় পরিণত হয়েছে। মোটরসাইকেলের কঙ্কাল বলে দিচ্ছে এগুলো এক সময় মোটরসাইকেল ছিল।
মধুপুরের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। এই কার্যক্রম বাস্তবায়নকালে অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনসহ আদালতের প্রয়োজন এমন মূল্যবান সম্পদ জব্দ করা হয়।
পুলিশ, র্যাব ও বন বিভাগসহ বিভিন্ন বাহিনীর জব্দ করা আলামতগুলো বিধি অনুসারে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে থাকে। যেগুলো থানায় সংরক্ষিত থাকে। থানা কর্তৃপক্ষ আলামতগুলো সংরক্ষণ করে থাকেন। যে আলামতগুলো বিচারকার্য সম্পাদনে সহায়ক হিসেবে কাজ করে। মধুপুর থানা কর্তৃপক্ষ এসব জিনিস সংরক্ষণের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ছাউনি বা গুদাম না থাকায় তাদের চেষ্টা অনেকটা ব্যর্থ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, মালামাল সংরক্ষণের জন্য ছাউনি না থাকায় খোলা আকাশের নিচেই যানবাহন ও মালামাল রাখা হয়ে থাকে। সংরক্ষণের জন্য যতটুকু সম্ভব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। তারপরও ত্রিশের অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থানা চত্বরে সংরক্ষিত আছে। সংরক্ষণের জন্য ছাউনি থাকলে মালামাল সংরক্ষণ সহজ হতো।
গত শনিবার মধুপুর থানার দৃষ্টিনন্দন গেট অতিক্রম করতেই চোখে পড়ে পশ্চিম পাশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়। পূর্ব পাশে ব্যাডমিন্টন খেলার মাঠ। এর উত্তরপাশ থেকে শুরু করে পুকুরপার পর্যন্ত জব্দ করা মালামালে ভরা। রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রাসহ বিভিন্ন যানবাহন।
রয়েছে জব্দ করা বনজ সম্পদ, রাবার। মূল্যবান জিনিসপত্রগুলো পলিথিন দিয়ে ঢেকে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। কিছু মোটরসাইকেল একেবারেই নষ্ট হয়ে গেছে। কিছু ছোট ছোট যানবাহনের এখন শুধু খাঁচা রয়েছে। থানা পুকুরের পশ্চিম পাড়ে একটি ছাউনির নিচে কিছু মোটরসাইকেল, একটি পিকআপসহ কয়েকটি গাড়ি ধুলায় ধূসর হয়ে আছে।
টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জব্দ করা যানবাহন অনেক সময় মালিকানা নিশ্চিত হওয়ার পর আদালতের নির্দেশে মালিকদের জিম্মায় দেওয়া হয়। যে যানবাহনগুলোর দাবিদার থাকে না ওইগুলো থানা চত্বরে রেখে দেওয়া হয়। বিচার শেষ হলে সেগুলো নিলামে বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হয়।
টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান আরও বলেন, আদালতের বিচারকার্য পরিচালনার জন্য আলামত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো থানায় সংরক্ষণের জন্য অবশ্যই আলামত সংরক্ষণাগার থাকা উচিত। যা আমাদের দেশের বেশির ভাগ থানায় নেই।
সংরক্ষণের ব্যবস্থা না থাকায় জব্দ করা যানবাহন ও মূল্যবান জিনিসপত্র মধুপুর থানা চত্বরে নষ্ট হচ্ছে। মামলার আলামত হিসেবে ব্যবহার হওয়া এসব সম্পদ দিন দিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। মরিচা ধরে কিছু যানবাহন নষ্ট খাঁচায় পরিণত হয়েছে। মোটরসাইকেলের কঙ্কাল বলে দিচ্ছে এগুলো এক সময় মোটরসাইকেল ছিল।
মধুপুরের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। এই কার্যক্রম বাস্তবায়নকালে অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনসহ আদালতের প্রয়োজন এমন মূল্যবান সম্পদ জব্দ করা হয়।
পুলিশ, র্যাব ও বন বিভাগসহ বিভিন্ন বাহিনীর জব্দ করা আলামতগুলো বিধি অনুসারে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে থাকে। যেগুলো থানায় সংরক্ষিত থাকে। থানা কর্তৃপক্ষ আলামতগুলো সংরক্ষণ করে থাকেন। যে আলামতগুলো বিচারকার্য সম্পাদনে সহায়ক হিসেবে কাজ করে। মধুপুর থানা কর্তৃপক্ষ এসব জিনিস সংরক্ষণের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ছাউনি বা গুদাম না থাকায় তাদের চেষ্টা অনেকটা ব্যর্থ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, মালামাল সংরক্ষণের জন্য ছাউনি না থাকায় খোলা আকাশের নিচেই যানবাহন ও মালামাল রাখা হয়ে থাকে। সংরক্ষণের জন্য যতটুকু সম্ভব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। তারপরও ত্রিশের অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থানা চত্বরে সংরক্ষিত আছে। সংরক্ষণের জন্য ছাউনি থাকলে মালামাল সংরক্ষণ সহজ হতো।
গত শনিবার মধুপুর থানার দৃষ্টিনন্দন গেট অতিক্রম করতেই চোখে পড়ে পশ্চিম পাশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়। পূর্ব পাশে ব্যাডমিন্টন খেলার মাঠ। এর উত্তরপাশ থেকে শুরু করে পুকুরপার পর্যন্ত জব্দ করা মালামালে ভরা। রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রাসহ বিভিন্ন যানবাহন।
রয়েছে জব্দ করা বনজ সম্পদ, রাবার। মূল্যবান জিনিসপত্রগুলো পলিথিন দিয়ে ঢেকে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। কিছু মোটরসাইকেল একেবারেই নষ্ট হয়ে গেছে। কিছু ছোট ছোট যানবাহনের এখন শুধু খাঁচা রয়েছে। থানা পুকুরের পশ্চিম পাড়ে একটি ছাউনির নিচে কিছু মোটরসাইকেল, একটি পিকআপসহ কয়েকটি গাড়ি ধুলায় ধূসর হয়ে আছে।
টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জব্দ করা যানবাহন অনেক সময় মালিকানা নিশ্চিত হওয়ার পর আদালতের নির্দেশে মালিকদের জিম্মায় দেওয়া হয়। যে যানবাহনগুলোর দাবিদার থাকে না ওইগুলো থানা চত্বরে রেখে দেওয়া হয়। বিচার শেষ হলে সেগুলো নিলামে বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হয়।
টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান আরও বলেন, আদালতের বিচারকার্য পরিচালনার জন্য আলামত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো থানায় সংরক্ষণের জন্য অবশ্যই আলামত সংরক্ষণাগার থাকা উচিত। যা আমাদের দেশের বেশির ভাগ থানায় নেই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে