সেলিম জাহান
খবরে দেখলাম যে, বান্দরবানের দুটো উপজেলা রুমা ও থানচিতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা করেছে অস্ত্রধারীরা। সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে গেছে। ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপককে জিম্মি করে নেওয়া হয়েছে এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করা হয়েছে।
এ মতামতটি লেখা পর্যন্ত যদিও পূর্ণ সংবাদ পাওয়া যায়নি, তবু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এগুলো পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণ। এর মধ্যেই প্রাথমিকভাবে বলা হয়েছে যে, নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই আক্রমণের সঙ্গে জড়িত।
কেএনএফ পাহাড়ি অঞ্চলের অপেক্ষাকৃত নতুন সশস্ত্র সংগঠন। তারা ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিল।
এ ঘটনা থেকে কতগুলো বিষয় উঠে আসে, যেগুলো সম্পর্কে শুধু সতর্ক হওয়া নয়, সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনারও প্রয়োজন আছে। প্রথমত, এ ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকায় আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানকার সশস্ত্র সংগঠনগুলো আবার নিজেদের সংগঠিত করছে। জানা প্রয়োজন, কেএনএফ আসলে কারা, কী তাদের লক্ষ্য, কী তারা হাসিল করতে চায়।
দ্বিতীয়ত, এটাও মনে রাখা দরকার যে, সেই এলাকায় সমতলের একটি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়াও তৎপর। এদের প্রকৃতি, উদ্দেশ্য এবং তৎপরতা সম্পর্কেও আরও তদন্ত হওয়া প্রয়োজন।
তৃতীয়ত, ঘটনাদৃষ্টে মনে হচ্ছে যে কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কী? এমনও হতে পারে যে, তাদের মধ্যে একটি আঁতাত আছে এবং এ জাতীয় একটি আঁতাতের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির ক্ষতি করা এবং সেই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো।
এই সব ব্যাপারই অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে, সেগুলো সাধারণ নিছক ব্যাংক ডাকাতি নয়, সেগুলো সম্ভবত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিলম্ব না করে উচ্চপর্যায়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার—স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে।
লেখক: ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও দারিদ্র্যবিমোচন বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খবরে দেখলাম যে, বান্দরবানের দুটো উপজেলা রুমা ও থানচিতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা করেছে অস্ত্রধারীরা। সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে গেছে। ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপককে জিম্মি করে নেওয়া হয়েছে এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করা হয়েছে।
এ মতামতটি লেখা পর্যন্ত যদিও পূর্ণ সংবাদ পাওয়া যায়নি, তবু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এগুলো পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণ। এর মধ্যেই প্রাথমিকভাবে বলা হয়েছে যে, নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই আক্রমণের সঙ্গে জড়িত।
কেএনএফ পাহাড়ি অঞ্চলের অপেক্ষাকৃত নতুন সশস্ত্র সংগঠন। তারা ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিল।
এ ঘটনা থেকে কতগুলো বিষয় উঠে আসে, যেগুলো সম্পর্কে শুধু সতর্ক হওয়া নয়, সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনারও প্রয়োজন আছে। প্রথমত, এ ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকায় আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানকার সশস্ত্র সংগঠনগুলো আবার নিজেদের সংগঠিত করছে। জানা প্রয়োজন, কেএনএফ আসলে কারা, কী তাদের লক্ষ্য, কী তারা হাসিল করতে চায়।
দ্বিতীয়ত, এটাও মনে রাখা দরকার যে, সেই এলাকায় সমতলের একটি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়াও তৎপর। এদের প্রকৃতি, উদ্দেশ্য এবং তৎপরতা সম্পর্কেও আরও তদন্ত হওয়া প্রয়োজন।
তৃতীয়ত, ঘটনাদৃষ্টে মনে হচ্ছে যে কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কী? এমনও হতে পারে যে, তাদের মধ্যে একটি আঁতাত আছে এবং এ জাতীয় একটি আঁতাতের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির ক্ষতি করা এবং সেই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো।
এই সব ব্যাপারই অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে, সেগুলো সাধারণ নিছক ব্যাংক ডাকাতি নয়, সেগুলো সম্ভবত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিলম্ব না করে উচ্চপর্যায়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার—স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে।
লেখক: ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও দারিদ্র্যবিমোচন বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে