পশ্চিমাদের সঙ্গে ‘হাইব্রিড’ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে: ক্রেমলিন

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। রাশিয়া ভেবেছিল, আক্রমণের কয়েক দিনের মধ্যেই তারা জয়ী হবে। তবে ক্রেমলিন এখন মনে করছে, পশ্চিমাদের সঙ্গে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধ কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ভবিষ্যদ্বাণী করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যদি ব্যাপক অর্থে যুদ্ধের কথা বলি, তাহলে বলতে হয় শত্রুদেশের সঙ্গে রাশিয়ার মোকাবিলা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে যে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে।’

পশ্চিমা গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর কয়েক দিনের মধ্যে নিজেদের উদ্দেশ্য পূরণ হবে বলে আশা করেছিল রাশিয়া, কিন্তু তা সফল হয়নি।

এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা তাঁকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু এক বছর ধরে যোগাযোগ নেই।’

এ বিষয়ে ক্রেমলিন বলছে, ইউক্রেন সফর করা উচিত কি না, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে পরামর্শ দেওয়া রাশিয়ার কাজ নয়। দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘আমরা চীনের ভারসাম্যপূর্ণ অবস্থান জানি। এটিকে মূল্যায়ন করি এবং আমরা বিশ্বাস করি, চীনা নেতা নিজেই নিজের সিদ্ধান্ত নেন।’

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২০ মার্চ তিন দিনের সফরে মস্কো যান। সফরকালে তিনি রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন।

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। 
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটোয় সুইডেনের আবেদন প্রক্রিয়ায় হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে দেশটিতে রুশ রাষ্ট্রদূতকে তলব করবে স্টকহোম। গত বছর ইউক্রেনে আক্রমণ শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয় সদস্য পদ পেতে আবেদন করে। দেশ দুটি আশা করছে, প্রক্রিয়া শেষ করে এ বছর তারা সদস্য পদ পাবে।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি গতকাল দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত