ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি খাল দখলের মহোৎসব চলছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে হাজার হাজার একর ফসলি জমি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও দখল উচ্ছেদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের সরকারি খালের ওপরে পাকা দালান নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
পাকা দালানের কারণে খাড়খাদিয়া গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। যে কারণে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একাধিকবার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও দখলদার প্রভাবশালী হওয়ায় তা উপেক্ষা করেন।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, আবুল কালামসহ বেশ কয়েকজনের। তাঁরা বলেন, সরকারি খালের ওপর স্থানীয় অলি উল্যাহ দালান নির্মাণ করেছেন। ফলে তাঁদের জমিতে চাষবাস ঝুঁকিতে পড়েছে। তাঁরা বারবার অভিযোগ করলেও কোনো সমাধান হচ্ছে না। অবৈধ দালানের কারণে জমিতে পানি আটকে পড়ছে। ফলে জমিতে প্রত্যাশিত ফসল পাচ্ছেন না তাঁরা। বিষয়টির সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেন ওই ব্যক্তিরা।
খালের ওপর দালান নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অলি উল্যা দাবি করেন, ‘আমার জমিতে মাদ্রাসা নির্মাণ করেছি। পাশে খালের ওপরে কিছু অংশ রয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলব।’
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘আমি খাল খনন করার সময় অলি উল্যাকে বলেছি দালান ভেঙে দিতে। তিনি পরে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে কৃষকদের কথা বিবেচনা করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থাই নেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি খাল দখলের মহোৎসব চলছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে হাজার হাজার একর ফসলি জমি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও দখল উচ্ছেদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের সরকারি খালের ওপরে পাকা দালান নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
পাকা দালানের কারণে খাড়খাদিয়া গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। যে কারণে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একাধিকবার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও দখলদার প্রভাবশালী হওয়ায় তা উপেক্ষা করেন।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, আবুল কালামসহ বেশ কয়েকজনের। তাঁরা বলেন, সরকারি খালের ওপর স্থানীয় অলি উল্যাহ দালান নির্মাণ করেছেন। ফলে তাঁদের জমিতে চাষবাস ঝুঁকিতে পড়েছে। তাঁরা বারবার অভিযোগ করলেও কোনো সমাধান হচ্ছে না। অবৈধ দালানের কারণে জমিতে পানি আটকে পড়ছে। ফলে জমিতে প্রত্যাশিত ফসল পাচ্ছেন না তাঁরা। বিষয়টির সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেন ওই ব্যক্তিরা।
খালের ওপর দালান নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অলি উল্যা দাবি করেন, ‘আমার জমিতে মাদ্রাসা নির্মাণ করেছি। পাশে খালের ওপরে কিছু অংশ রয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলব।’
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘আমি খাল খনন করার সময় অলি উল্যাকে বলেছি দালান ভেঙে দিতে। তিনি পরে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে কৃষকদের কথা বিবেচনা করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থাই নেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে