জিলাপিতে কাপড়ের রং, জরিমানা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ০৬: ৫১
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৯: ৪১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি করার অপরাধে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সিদ্ধিরগঞ্জর সোনামিয়া বাজারের বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেলকে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, আকর্ষণীয় করার জন্য কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪২ ধারায় ৩০ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ভোক্তাদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয় বলে জানান সেলিমুজ্জামান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত