রানা আব্বাস, কলম্বো থেকে
সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘলা। কিছুক্ষণ পরপর ঝেঁপে নামছে বৃষ্টি। এই মেঘমল্লার উপেক্ষা করে টুকটুকে করে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে মোরাতুয়ায় যাওয়া। একটা জরাজীর্ণ সবুজাভ ক্রিকেটীয় অবকাঠামো দাঁড়িয়ে। সবিস্ময়ে দেখতে হয়, তাহলে এই সেই মাঠ—যেখানে বাংলাদেশের পথ চলা শুরু।
১৯৮৬ সালের ৩১ মার্চ। যে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু, ইমরান খানের সেই তারকাখচিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল মোরাতুয়ার এই টিরন ফার্নান্ডো স্টেডিয়ামে। টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ অলআউট ৯৪ রানে। পাকিস্তান সেটি টপকে যায় ৭ উইকেট হাতে রেখে। জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচ, এই মোরাতুয়া বাংলাদেশের কাছে হয়ে রয়েছে নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার আনন্দ-রোমাঞ্চের এক টুকরো ভিটেমাটি হয়ে।
ঢুকতেই পড়ে ছোট্ট ড্রেসিংরুম। ড্রেসিংরুমের পাশে মোরাতুয়া স্পোর্টস ক্লাব। মাঠ ঘিরে সিমেন্টের গ্যালারি। এই ছোট্ট স্টেডিয়ামেই কি না একসময়ে পা পড়েছে বড় দল আর বড় বড় তারকার। এই মাঠ থেকেই উঠে এসেছে শ্রীলঙ্কার বড় বড় ক্রিকেটার। একসময় শ্রীলঙ্কান ক্রিকেটের হাবই ছিল এই মাঠ।
ঐতিহাসিক সেই ম্যাচে পাকিস্তান অধিনায়ক ইমরানের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর টস করার গল্পটা বাংলাদেশ ক্রিকেটেই এক কিংবদন্তি হয়ে গেছে। ট্র্যাকস্যুট পরা ইমরান লিপুকে বলেছেন, ‘অত দূর আর যাওয়ার দরকার কী, এখানেই (রোপের পাশে) করে ফেললেই তো হয়।’ গতকাল লিপুকে আবারও মনে করিয়ে দেওয়া হলো সেই স্মৃতি। বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে অধিনায়ক ঢাকা থেকে ফোনে জানতে চাইলেন, ‘মাঠটা ঠিকঠাক আছে এখনো?’ তিনি ফিরে গেলেন ৩৭ বছর আগে, ‘তখন গ্যালারি তেমন ছিল না। ছোট্ট একটা ড্রেসিংরুম ছিল। তখন ক্রিকেট নিয়ে এত প্রত্যাশা ছিল না। ছোট মাঠেই বড় ম্যাচ হয়েছে। একটা ছবি তোলার অফিশিয়াল ফটোগ্রাফারই ছিল না, বুঝুন।’
সেই ম্যাচ খেলা রকিবুল হাসানকে ফোনে ধরা হলো মোরাতুয়া স্টেডিয়ামে দাঁড়িয়েই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক ফিরে গেলেন এক মজার স্মৃতিতে, ‘ওই সময় পাকিস্তান সফর করছিল শ্রীলঙ্কায়। তখন জাভেদ মিয়াঁদাদ একটা ঘটনা ঘটিয়েছিল। ওকে গ্যালারি থেকে দর্শকেরা যেন কী বলেছিল, সে প্যাভিলিয়নে ফেরার সময় দর্শকদের দিকে ব্যাট দিয়ে তেড়ে গিয়েছিল মারতে! এর পর থেকে সে কলম্বোয় খলনায়ক হয়ে গেল।’
মিয়াঁদাদের ঘটনা বলতে গিয়ে হাসেন রকিবুল, ‘মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচে যে এক-দেড় হাজার দর্শক এসেছিল, সবাই বাংলাদেশের সমর্থন দিচ্ছিল জাভেদের ওপর খেপে গিয়ে। জাভেদ দর্শকের দুয়ো শুনে আমার কাছে একটা পরামর্শ চাইল। তাকে বললাম, তুমি ব্যাটিং শুরু করার আগে স্টেডিয়ামের সব দিকে ঘুরে হাত জোড় করে ক্ষমা চাইবে। সেটা সে করল। এবং কাজ হলো। দর্শকের দুয়ো থেমে গেল। এবার সবাই তালি দিতে শুরু করল।’
গত ৩৭ বছরে শ্রীলঙ্কার প্রায় সব ভেন্যুতেই পা পড়েছে বাংলাদেশ দলের। তবে ওই ম্যাচের পর মোরাতুয়ায় আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ১৯৯৩ সালের পর এ মাঠে আর আন্তর্জাতিক ক্রিকেটও হয়নি। ধীরে ধীরে মরচে পড়েছে ঐতিহাসিক মাঠের ক্রিকেটীয় কার্যক্রমেও। এ মাঠের বেশ কাছেই বাড়ি বর্তমান বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও সাবেক লঙ্কান অধিনায়ক হাশান তিলকারত্নের। এখানেই ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তাঁর। এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯২ রানের ইনিংস।
বাংলাদেশ নারী দলের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে সিলেটে ব্যস্ত হাশান হোয়াটসঅ্যাপে মাঠের ছবি দেখে বেশ স্মৃতিকাতর হয়ে পড়লেন, ‘মোরাতুয়া থেকে আমার বাড়ি মাত্র ২০ মিনিট দূরত্বে। অনেক শ্রীলঙ্কান জাতীয় দলের ক্রিকেটার উঠে এসেছে এখান থেকে। আমাদের মেজর ক্রিকেটিং হাবই ছিল এই মাঠ।’
এরপরই হাশানের বুক চিরে যেন একটা দীর্ঘশ্বাসই বেরিয়ে এল, ‘মাঠটা এখন অবহেলিত। আগে প্রধান ক্লাব ছিল দেশের। নোংরা রাজনীতির কবলে পড়ে এখন নিচের স্তরে খেলে।’
বাংলাদেশের সঙ্গে জড়িয়ে কলম্বোর ঐতিহ্যবাহী মাঠ দেখে হাশানের কথাই ঠিক মনে হলো, উজ্জ্বল ইতিহাস পেছনে ফেলে এখন শুধু এর কঙ্কালটাই পড়ে আছে।
সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘলা। কিছুক্ষণ পরপর ঝেঁপে নামছে বৃষ্টি। এই মেঘমল্লার উপেক্ষা করে টুকটুকে করে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে মোরাতুয়ায় যাওয়া। একটা জরাজীর্ণ সবুজাভ ক্রিকেটীয় অবকাঠামো দাঁড়িয়ে। সবিস্ময়ে দেখতে হয়, তাহলে এই সেই মাঠ—যেখানে বাংলাদেশের পথ চলা শুরু।
১৯৮৬ সালের ৩১ মার্চ। যে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু, ইমরান খানের সেই তারকাখচিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল মোরাতুয়ার এই টিরন ফার্নান্ডো স্টেডিয়ামে। টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ অলআউট ৯৪ রানে। পাকিস্তান সেটি টপকে যায় ৭ উইকেট হাতে রেখে। জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচ, এই মোরাতুয়া বাংলাদেশের কাছে হয়ে রয়েছে নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার আনন্দ-রোমাঞ্চের এক টুকরো ভিটেমাটি হয়ে।
ঢুকতেই পড়ে ছোট্ট ড্রেসিংরুম। ড্রেসিংরুমের পাশে মোরাতুয়া স্পোর্টস ক্লাব। মাঠ ঘিরে সিমেন্টের গ্যালারি। এই ছোট্ট স্টেডিয়ামেই কি না একসময়ে পা পড়েছে বড় দল আর বড় বড় তারকার। এই মাঠ থেকেই উঠে এসেছে শ্রীলঙ্কার বড় বড় ক্রিকেটার। একসময় শ্রীলঙ্কান ক্রিকেটের হাবই ছিল এই মাঠ।
ঐতিহাসিক সেই ম্যাচে পাকিস্তান অধিনায়ক ইমরানের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর টস করার গল্পটা বাংলাদেশ ক্রিকেটেই এক কিংবদন্তি হয়ে গেছে। ট্র্যাকস্যুট পরা ইমরান লিপুকে বলেছেন, ‘অত দূর আর যাওয়ার দরকার কী, এখানেই (রোপের পাশে) করে ফেললেই তো হয়।’ গতকাল লিপুকে আবারও মনে করিয়ে দেওয়া হলো সেই স্মৃতি। বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে অধিনায়ক ঢাকা থেকে ফোনে জানতে চাইলেন, ‘মাঠটা ঠিকঠাক আছে এখনো?’ তিনি ফিরে গেলেন ৩৭ বছর আগে, ‘তখন গ্যালারি তেমন ছিল না। ছোট্ট একটা ড্রেসিংরুম ছিল। তখন ক্রিকেট নিয়ে এত প্রত্যাশা ছিল না। ছোট মাঠেই বড় ম্যাচ হয়েছে। একটা ছবি তোলার অফিশিয়াল ফটোগ্রাফারই ছিল না, বুঝুন।’
সেই ম্যাচ খেলা রকিবুল হাসানকে ফোনে ধরা হলো মোরাতুয়া স্টেডিয়ামে দাঁড়িয়েই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক ফিরে গেলেন এক মজার স্মৃতিতে, ‘ওই সময় পাকিস্তান সফর করছিল শ্রীলঙ্কায়। তখন জাভেদ মিয়াঁদাদ একটা ঘটনা ঘটিয়েছিল। ওকে গ্যালারি থেকে দর্শকেরা যেন কী বলেছিল, সে প্যাভিলিয়নে ফেরার সময় দর্শকদের দিকে ব্যাট দিয়ে তেড়ে গিয়েছিল মারতে! এর পর থেকে সে কলম্বোয় খলনায়ক হয়ে গেল।’
মিয়াঁদাদের ঘটনা বলতে গিয়ে হাসেন রকিবুল, ‘মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচে যে এক-দেড় হাজার দর্শক এসেছিল, সবাই বাংলাদেশের সমর্থন দিচ্ছিল জাভেদের ওপর খেপে গিয়ে। জাভেদ দর্শকের দুয়ো শুনে আমার কাছে একটা পরামর্শ চাইল। তাকে বললাম, তুমি ব্যাটিং শুরু করার আগে স্টেডিয়ামের সব দিকে ঘুরে হাত জোড় করে ক্ষমা চাইবে। সেটা সে করল। এবং কাজ হলো। দর্শকের দুয়ো থেমে গেল। এবার সবাই তালি দিতে শুরু করল।’
গত ৩৭ বছরে শ্রীলঙ্কার প্রায় সব ভেন্যুতেই পা পড়েছে বাংলাদেশ দলের। তবে ওই ম্যাচের পর মোরাতুয়ায় আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ১৯৯৩ সালের পর এ মাঠে আর আন্তর্জাতিক ক্রিকেটও হয়নি। ধীরে ধীরে মরচে পড়েছে ঐতিহাসিক মাঠের ক্রিকেটীয় কার্যক্রমেও। এ মাঠের বেশ কাছেই বাড়ি বর্তমান বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও সাবেক লঙ্কান অধিনায়ক হাশান তিলকারত্নের। এখানেই ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তাঁর। এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯২ রানের ইনিংস।
বাংলাদেশ নারী দলের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে সিলেটে ব্যস্ত হাশান হোয়াটসঅ্যাপে মাঠের ছবি দেখে বেশ স্মৃতিকাতর হয়ে পড়লেন, ‘মোরাতুয়া থেকে আমার বাড়ি মাত্র ২০ মিনিট দূরত্বে। অনেক শ্রীলঙ্কান জাতীয় দলের ক্রিকেটার উঠে এসেছে এখান থেকে। আমাদের মেজর ক্রিকেটিং হাবই ছিল এই মাঠ।’
এরপরই হাশানের বুক চিরে যেন একটা দীর্ঘশ্বাসই বেরিয়ে এল, ‘মাঠটা এখন অবহেলিত। আগে প্রধান ক্লাব ছিল দেশের। নোংরা রাজনীতির কবলে পড়ে এখন নিচের স্তরে খেলে।’
বাংলাদেশের সঙ্গে জড়িয়ে কলম্বোর ঐতিহ্যবাহী মাঠ দেখে হাশানের কথাই ঠিক মনে হলো, উজ্জ্বল ইতিহাস পেছনে ফেলে এখন শুধু এর কঙ্কালটাই পড়ে আছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে