Ajker Patrika

আজকের ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা

বরিশাল ও আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ০৬
আজকের ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা

বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে ভোটের মাঠে বহিরাগতদের আনাগোনার খবরে নানা শঙ্কা দেখা দিয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান গতকাল বলেন, ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন তুহিন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না ভোটার ও তার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। নৌকার পক্ষে ভোট কারচুপি করতে মেহেন্দিগঞ্জ, মুলাদী, ও বরিশাল নগরী থেকে লোক এনে শায়েস্তাবাদে অবস্থান করছে।

ওই ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার বলেন, নৌকার পক্ষে ভোট ডাকাতি করতে বহিরাগতদের আনা হয়েছে।

সব অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না। তার দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই ধরনের অভিযোগ উঠেছে রায়পাশা-কড়াপুর, চরমোনাই ও চরকাউয়া ইউপি ভোটে।

সদর উপজেলার ৬টি ইউনিয়নের সব কটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীও আছে সব কটি ইউনিয়নে।

মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গত দুদিন প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে সাধারণ ভোটার এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ কমিশনার বুধবার পুলিশ লাইনস এ প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী এলাকার আনসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইনের দৃষ্টিতে সব প্রার্থীকে সমান চোখে দেখতে হবে।

বরিশাল নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসর মো. নুরুল আলম বলেন, সদরের ৬টি ইউনিয়ন চরমোনাই, চরকাউয়া, চন্দ্রমোহন, চাদপুরা, রায়পাশা-করাপুর ও সায়েস্তবাদে মোট কেন্দ্র ৫৫ টি।

বরিশালের আগৈলঝাড়ায় ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, নির্বাচনে ৫টি ইউনিয়নে দায়িত্ব পালন করছেন ১০ জন ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় এক প্লাটুন বিজিবি, ৫ শ জন পুলিশ, ৮৫০ জন আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন।

গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের ব্যালট, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত