বিনোদন ডেস্ক
আজ বসছে অস্কারের আসর। অস্কার মানেই যেন এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি রয়েছে আরও কত-কী!
উপহার যা থাকছে
এ বছর অস্কারে মনোনীত তারকাদের জন্য গিফট ব্যাগে থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার মূল্যের উপহার। প্রতিটি ব্যাগে থাকছে ৫৩টি উপহার। উপহারের মধ্যে আছে স্কটিশ ক্যাসলে তিন রাত থাকার সুযোগ (৫০ হাজার ডলার) এবং ক্যালিফোর্নিয়ার স্পা রিসোর্ট গোল্ডেন ডোরে চার রাত থাকার সুযোগের (১৫ হাজার ৬০০ ডলার) মতো বিলাসবহুল উপহার। থাকছে ৯ ডলার মূল্যের প্ল্যান্ট বেজড স্টেইন রিমুভার ও ১৫ ডলারের চিরুনির মতো স্বল্প মূল্যের উপহার। আরেকটি উপহার হলো তারকাদের বাড়িতে গিয়ে প্রশিক্ষণ দেবেন ফিটনেস লিজেন্ড ডিয়েগো সেবাস্তিয়ান।
যা খাবেনগভর্নরস বলরুমে হবে খাবারের আয়োজন। ২৮ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের জন্য রান্না করছেন শেফ ওল্ফগ্যাং পাক। এবার এই দলে যোগ দিচ্ছেন নিউইয়র্ককেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। মেন্যুতে থাকছে স্মোকড স্যামন ফিশ, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার। থাকছে সুস্বাদু আর আকর্ষণীয় পানীয়।
ইউক্রেন প্রসঙ্গ
এবারের অস্কারে তুলে ধরা হবে ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়টি। প্রযোজকেরা বলছেন, ‘পৃথিবীর সংকট থেকে মানুষকে একটু ফুরসত দেওয়া মূল লক্ষ্য হলেও চলমান এই অস্থিরতাকে স্মরণ করাও প্রয়োজন বলে মনে করি।’
টিভি হাইপ বাড়াতে
গতবারের রেকর্ড সর্বনিম্ন টিভি রেটিংয়ের পর এবার নড়েচড়ে বসেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজকেরা। প্রথমবারের মতো এই আয়োজনের সঞ্চালনায় থাকবেন তিন নারী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কাজে লাগাতে সরাসরি সম্প্রচার শুরুর আগেই শুরু হবে প্রিয় চলচ্চিত্র ও দৃশ্য নিয়ে টুইটার জরিপ।
বিতর্ক
এবারের আসরে ২৩টি বিভাগের মধ্যে ৮টি বিভাগে পুরস্কার সরাসরি সম্প্রচারের আগেই প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা সম্পাদনা, শব্দ, প্রযোজনা ইত্যাদি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে আয়োজকদের দাবি, মানুষের ব্যস্ততার কথা ভেবে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত, গতিশীল ও প্রাসঙ্গিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ক্যাটাগরি
একটি নতুন ক্যাটাগরি চালু হয়েছে এ বছর। ‘ফ্যান ফেভারিট’ নামের এই বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাডেমির ওয়েবসাইটে জনসাধারণের ভোটের পরিপ্রেক্ষিতে একটি সিনেমাকে সেরার পুরস্কার প্রদান করা হচ্ছে। যদিও বিজয়ী সিনেমাটি সোনার মূর্তি পাবে না, তাই এটি একটি বোনাস বিভাগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আজ বসছে অস্কারের আসর। অস্কার মানেই যেন এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি রয়েছে আরও কত-কী!
উপহার যা থাকছে
এ বছর অস্কারে মনোনীত তারকাদের জন্য গিফট ব্যাগে থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার মূল্যের উপহার। প্রতিটি ব্যাগে থাকছে ৫৩টি উপহার। উপহারের মধ্যে আছে স্কটিশ ক্যাসলে তিন রাত থাকার সুযোগ (৫০ হাজার ডলার) এবং ক্যালিফোর্নিয়ার স্পা রিসোর্ট গোল্ডেন ডোরে চার রাত থাকার সুযোগের (১৫ হাজার ৬০০ ডলার) মতো বিলাসবহুল উপহার। থাকছে ৯ ডলার মূল্যের প্ল্যান্ট বেজড স্টেইন রিমুভার ও ১৫ ডলারের চিরুনির মতো স্বল্প মূল্যের উপহার। আরেকটি উপহার হলো তারকাদের বাড়িতে গিয়ে প্রশিক্ষণ দেবেন ফিটনেস লিজেন্ড ডিয়েগো সেবাস্তিয়ান।
যা খাবেনগভর্নরস বলরুমে হবে খাবারের আয়োজন। ২৮ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের জন্য রান্না করছেন শেফ ওল্ফগ্যাং পাক। এবার এই দলে যোগ দিচ্ছেন নিউইয়র্ককেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। মেন্যুতে থাকছে স্মোকড স্যামন ফিশ, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার। থাকছে সুস্বাদু আর আকর্ষণীয় পানীয়।
ইউক্রেন প্রসঙ্গ
এবারের অস্কারে তুলে ধরা হবে ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়টি। প্রযোজকেরা বলছেন, ‘পৃথিবীর সংকট থেকে মানুষকে একটু ফুরসত দেওয়া মূল লক্ষ্য হলেও চলমান এই অস্থিরতাকে স্মরণ করাও প্রয়োজন বলে মনে করি।’
টিভি হাইপ বাড়াতে
গতবারের রেকর্ড সর্বনিম্ন টিভি রেটিংয়ের পর এবার নড়েচড়ে বসেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজকেরা। প্রথমবারের মতো এই আয়োজনের সঞ্চালনায় থাকবেন তিন নারী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কাজে লাগাতে সরাসরি সম্প্রচার শুরুর আগেই শুরু হবে প্রিয় চলচ্চিত্র ও দৃশ্য নিয়ে টুইটার জরিপ।
বিতর্ক
এবারের আসরে ২৩টি বিভাগের মধ্যে ৮টি বিভাগে পুরস্কার সরাসরি সম্প্রচারের আগেই প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা সম্পাদনা, শব্দ, প্রযোজনা ইত্যাদি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে আয়োজকদের দাবি, মানুষের ব্যস্ততার কথা ভেবে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত, গতিশীল ও প্রাসঙ্গিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ক্যাটাগরি
একটি নতুন ক্যাটাগরি চালু হয়েছে এ বছর। ‘ফ্যান ফেভারিট’ নামের এই বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাডেমির ওয়েবসাইটে জনসাধারণের ভোটের পরিপ্রেক্ষিতে একটি সিনেমাকে সেরার পুরস্কার প্রদান করা হচ্ছে। যদিও বিজয়ী সিনেমাটি সোনার মূর্তি পাবে না, তাই এটি একটি বোনাস বিভাগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে