ছাত্রীকে শ্লীলতাহানির পর বাবাকে জখম

গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৪৬
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪২

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর নিজ এলাকার বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা কুপিয়ে জখম করেছে ওই ছাত্রীর বাবা ও ভাইকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলার একটি গ্রামে।

আহত অবস্থায় ওই ছাত্রীর পিতা ও ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার বিকেলে ওই শিক্ষার্থী বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ওই এলাকার বখাটে শাকিল তাঁর সঙ্গীদের নিয়ে পথ রোধ করে মেয়েটির হাত ধরে টানাহ্যাঁচড়া করেন। একপর্যায়ে বখাটেদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন ওই ছাত্রী।

এ খবর পেয়ে তাঁর বাবা ও ছোট ভাই বখাটের বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় ওই বখাটের পিতা এবং তাঁর দুই ছেলে রামদা দিয়ে তাঁদের কুপিয়ে জখম করেন।

সেখান থেকে গুরুতর আহত ওই ছাত্রীর বাবা ও ভাইকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল এ রিপোর্ট লেখার সময় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।

তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বাড়ি গিয়ে এবং মোবাইল ফোনে কল দিয়েও তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েকে মারার পর আমাদেরও মেরেছে। থানায় অভিযোগ করায় হাসপাতালে এসে হুমকি দিচ্ছে। বাড়িতে থেকেও বখাটেদের ভয়ে মেয়েটি আতঙ্কে রয়েছে।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, মেয়েটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত