শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্যামনগর উপজেলায় ৯ ইউপিতে মোট ৫৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ৯টি ইউপির মধ্যে ৬টিতে রয়েছেন আওয়ামী লীগে ৭ জন বিদ্রোহী প্রার্থী।
আওয়ামী লীগের ৯ প্রার্থী ছাড়াও এসব ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র, জাতীয় পার্টি ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। কাশিমাড়ীতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন অংশ নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী।
এ ছাড়া বিএনপি নেতা আবদুর রশিদ ঢালী স্বতন্ত্রভাবে নির্বাচনের অংশ নেওয়ার পাশাপাশি কাশিমাড়ীতে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত সমর্থিত স্বতন্ত্র টিএম নুরুল হক, একাদশ জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, ইসলামি আন্দোলন বাংলাদেশের রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার পিয়াদা ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ হালদার।
তবে উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারেন বলে স্থানীয় ভোটারদের অভিমত।
এ ছাড়া উপজেলার আটুলিয়া ও নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন দুই বিদ্রোহী গোলাম মোস্তফা ও মিরালী মোল্লা। এ দুই ইউনিয়নে যথাক্রমে মোট প্রার্থী হয়েছেন মোট ১৪ জন। তা ছাড়া নুরনগরে বিএনপি নেতা গোলাম আলমগীর লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এ ছাড়া কৈখালী ইউনিয়নে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজান সিরাজ নৌকার প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
তবে বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, গাবুরা ইউনিয়গুলোতে যথাক্রমে ৪, ৬ ও ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী নেই।
৬ নম্বর রমজাননগর ইউপিতে মোট ৫ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত শাহানুর আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুন।
এ ছাড়া উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নে মোট ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছে বলে জানা গেছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এসএম আতাউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম নুরুজ্জামান।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্যামনগর উপজেলায় ৯ ইউপিতে মোট ৫৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ৯টি ইউপির মধ্যে ৬টিতে রয়েছেন আওয়ামী লীগে ৭ জন বিদ্রোহী প্রার্থী।
আওয়ামী লীগের ৯ প্রার্থী ছাড়াও এসব ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র, জাতীয় পার্টি ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। কাশিমাড়ীতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন অংশ নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী।
এ ছাড়া বিএনপি নেতা আবদুর রশিদ ঢালী স্বতন্ত্রভাবে নির্বাচনের অংশ নেওয়ার পাশাপাশি কাশিমাড়ীতে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত সমর্থিত স্বতন্ত্র টিএম নুরুল হক, একাদশ জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, ইসলামি আন্দোলন বাংলাদেশের রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার পিয়াদা ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ হালদার।
তবে উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারেন বলে স্থানীয় ভোটারদের অভিমত।
এ ছাড়া উপজেলার আটুলিয়া ও নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন দুই বিদ্রোহী গোলাম মোস্তফা ও মিরালী মোল্লা। এ দুই ইউনিয়নে যথাক্রমে মোট প্রার্থী হয়েছেন মোট ১৪ জন। তা ছাড়া নুরনগরে বিএনপি নেতা গোলাম আলমগীর লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এ ছাড়া কৈখালী ইউনিয়নে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজান সিরাজ নৌকার প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
তবে বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, গাবুরা ইউনিয়গুলোতে যথাক্রমে ৪, ৬ ও ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী নেই।
৬ নম্বর রমজাননগর ইউপিতে মোট ৫ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত শাহানুর আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুন।
এ ছাড়া উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নে মোট ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছে বলে জানা গেছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এসএম আতাউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম নুরুজ্জামান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে