বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চগড় জয়ী

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৩
Thumbnail image

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের হোমওয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর। খেলায় উদ্বোধক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর হায়াত বকুল প্রমুখ।

খেলায় টাইব্রেকারে পঞ্চগড় ডিএফএ ৪-৩ গোলে লালমনিরহাট ডিএফএ কে হারায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত