শিহাব আহমেদ
দীর্ঘদিন সহকারী পরিচালকের দায়িত্ব পালন করার পর ২০১৫ সালে পরিচালনার কাজ শুরু করেন তপু খান। ৩৫০টির বেশি নাটক আর বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি। এবার ঈদে তপু আসছেন সিনেমা নিয়ে। নিজের প্রথম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ তিনি পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। নায়িকা হয়েছেন শবনম বুবলী।
ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে তপু খান বলেন, ‘তারুণ্য, রাজনীতি, দেশপ্রেম—এমন সব বিষয় নিয়েই লিডার: আমিই বাংলাদেশ সিনেমার গল্প। রোমান্স, অ্যাকশন, সোশ্যাল মেসেজ— সবকিছুই রাখার চেষ্টা করেছি। এখন দর্শকের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি।’
ছোটবেলা থেকেই সিনেমা নির্মাণের ইচ্ছা ছিল আবু তাওহীদ হিরণের। সেই স্বপ্ন বুকে নিয়েই ২০১২ সালে একটি টেলিভিশন চ্যানেলে চাকরি শুরু করেন; পাশাপাশি যুক্ত হন বিজ্ঞাপন নির্মাণে। বেশ কিছু তথ্যচিত্রও বানিয়েছেন তিনি। অবশেষে এবার রোজার ঈদে হিরণের স্বপ্ন পূরণ হতে চলেছে। মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘আদম’।
হিরণ বলেন, ‘আদম আমার স্বপ্নের প্রজেক্ট। ২০১৪ সালে সিনেমার গল্প নির্বাচন করেছিলাম। নানা কারণে তৈরি করতে দেরি হয়েছে। এবার ঈদে সিনেমা পরিচালনার স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে।’
আশির দশকের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু প্রমুখ।
‘বীর’, ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমার সুবাদে মোহাম্মদ ইকবালকে প্রযোজক হিসেবেই চেনেন সবাই। এবার ঈদে ‘কিল হিম’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করছেন পরিচালক হিসেবে। যদিও ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন। কিন্তু নিজের পরিচালিত তিন নম্বর সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইকবালের। ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, রুবেল, মিশা সওদাগর প্রমুখ।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘এত দিন নিজেকে তৈরি করেছি। আগে দুটি সিনেমার কাজ করায় কিল হিম সিনেমাটি আরও ভালো হয়েছে। এটি একেবারেই ভিন্ন ধরনের সিনেমা। নতুন অনেক কিছুই দেখতে পাবেন দর্শক।’
সোলায়মান আলী লেবুর পরিচালনায় নির্মিত প্রথম সিনেমার নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। এই সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। রোমান্টিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। গত বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাইলেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল। এবার আর মিস হচ্ছে না। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু।
এর আগে পরিচালনার সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর গল্প নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছে বলে জানালেন সোলায়মান লেবু। তিনি বলেন, ‘কোনো লাভের আশায় নয়, সিনেমার প্রতি ভালোবাসা থেকেই পরিচালনায় এসেছি। দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য কিছুই কমতি রাখিনি।’
উপমা কথাচিত্রের প্রযোজনায় তৈরি হয়েছে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি।
চার থেকে হতে পারে পাঁচ
অভিষেক হতে যাওয়া পরিচালকদের সংখ্যাটা চার থেকে পাঁচে গিয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। ঈদে ‘লাল শাড়ি’ মুক্তির তোড়জোড় চলছে। সিনেমাটি মুক্তি পেলে অভিষেক হবে পরিচালক বন্ধন বিশ্বাসের। এর আগে ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সিনেমা নির্মাণ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমায় জুটি বেঁধেছেন সাইমন সাদিক ও অপু বিশ্বাস। সিনেমাটি প্রযোজনাও করেছেন অপু।
দীর্ঘদিন সহকারী পরিচালকের দায়িত্ব পালন করার পর ২০১৫ সালে পরিচালনার কাজ শুরু করেন তপু খান। ৩৫০টির বেশি নাটক আর বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি। এবার ঈদে তপু আসছেন সিনেমা নিয়ে। নিজের প্রথম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ তিনি পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। নায়িকা হয়েছেন শবনম বুবলী।
ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে তপু খান বলেন, ‘তারুণ্য, রাজনীতি, দেশপ্রেম—এমন সব বিষয় নিয়েই লিডার: আমিই বাংলাদেশ সিনেমার গল্প। রোমান্স, অ্যাকশন, সোশ্যাল মেসেজ— সবকিছুই রাখার চেষ্টা করেছি। এখন দর্শকের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি।’
ছোটবেলা থেকেই সিনেমা নির্মাণের ইচ্ছা ছিল আবু তাওহীদ হিরণের। সেই স্বপ্ন বুকে নিয়েই ২০১২ সালে একটি টেলিভিশন চ্যানেলে চাকরি শুরু করেন; পাশাপাশি যুক্ত হন বিজ্ঞাপন নির্মাণে। বেশ কিছু তথ্যচিত্রও বানিয়েছেন তিনি। অবশেষে এবার রোজার ঈদে হিরণের স্বপ্ন পূরণ হতে চলেছে। মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘আদম’।
হিরণ বলেন, ‘আদম আমার স্বপ্নের প্রজেক্ট। ২০১৪ সালে সিনেমার গল্প নির্বাচন করেছিলাম। নানা কারণে তৈরি করতে দেরি হয়েছে। এবার ঈদে সিনেমা পরিচালনার স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে।’
আশির দশকের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু প্রমুখ।
‘বীর’, ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমার সুবাদে মোহাম্মদ ইকবালকে প্রযোজক হিসেবেই চেনেন সবাই। এবার ঈদে ‘কিল হিম’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করছেন পরিচালক হিসেবে। যদিও ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন। কিন্তু নিজের পরিচালিত তিন নম্বর সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইকবালের। ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, রুবেল, মিশা সওদাগর প্রমুখ।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘এত দিন নিজেকে তৈরি করেছি। আগে দুটি সিনেমার কাজ করায় কিল হিম সিনেমাটি আরও ভালো হয়েছে। এটি একেবারেই ভিন্ন ধরনের সিনেমা। নতুন অনেক কিছুই দেখতে পাবেন দর্শক।’
সোলায়মান আলী লেবুর পরিচালনায় নির্মিত প্রথম সিনেমার নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। এই সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। রোমান্টিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। গত বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাইলেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল। এবার আর মিস হচ্ছে না। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু।
এর আগে পরিচালনার সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর গল্প নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছে বলে জানালেন সোলায়মান লেবু। তিনি বলেন, ‘কোনো লাভের আশায় নয়, সিনেমার প্রতি ভালোবাসা থেকেই পরিচালনায় এসেছি। দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য কিছুই কমতি রাখিনি।’
উপমা কথাচিত্রের প্রযোজনায় তৈরি হয়েছে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি।
চার থেকে হতে পারে পাঁচ
অভিষেক হতে যাওয়া পরিচালকদের সংখ্যাটা চার থেকে পাঁচে গিয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। ঈদে ‘লাল শাড়ি’ মুক্তির তোড়জোড় চলছে। সিনেমাটি মুক্তি পেলে অভিষেক হবে পরিচালক বন্ধন বিশ্বাসের। এর আগে ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সিনেমা নির্মাণ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমায় জুটি বেঁধেছেন সাইমন সাদিক ও অপু বিশ্বাস। সিনেমাটি প্রযোজনাও করেছেন অপু।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে