বাপ্পি শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর। ইতিমধ্যে সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
বাকি ৭ ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ নেতারা। আরও তিন ইউপিতে বিএনপি-জামায়াতের চেয়ারম্যান প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মৌখিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। তবে এতে কেউ সাড়া দেননি। তা ছাড়া দুই ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী ও দুই ইউপিতে ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী রয়েছে। বিএনপি এই নির্বাচন বর্জন করলেও ৭টি ইউপিতে দলটির নেতারা স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
হারবাং ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মেহেরাজ উদ্দিন মিরাজ। তাঁর বিরুদ্ধে ভোট করছেন ছৈয়দ নুর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে আছেন জামায়াত সমর্থিত সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।
ডুলাহাজারা ইউপিতে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে হয়েছেন আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ কলি ও বহিষ্কৃত যুবলীগ নেতা হাসানুল ইসলাস আদর। ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ তালুকদার। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন ও জামায়াত নেতা গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চিরিংগা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহ নেওয়াজ চৌধুরী রুমেল। দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়ছেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে এম সালাহ উদ্দিন।
বমুবিলছড়িতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মনজুরুল কাদের। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মো. কফিল উদ্দিন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আবদুল মতলব।
এদিকে বরইতলী, ফাঁসিয়াখালী ও খুটাখালী ইউপিতে আওয়ামী লীগের কেউ বিদ্রোহী প্রার্থী হয়নি। এসব ইউপিতে বিএনপি-জামায়াতের প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছেন বলে জানা গেছে।
বরইতলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া। এই ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদ সিকদার ও জামায়াত নেতা মোহাম্মদ ছালেকুজ্জামান।
ফাঁসিয়াখালীতের আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী। এখানে জাতীয় পার্টির প্রার্থী বদরুছালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন বিএনপি নেতা এহসানুল করিম ও শওকত ইসলাম, কুতুব উদ্দিন।
খুটাখালীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি-জামায়াত সমর্থিত নেতাদের ছড়াছড়ি।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের অভিযোগ করেন, ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বাছাইয়ে ত্যাগী ও সুখ্যাতি আছে এমন প্রার্থীদের দল মনোনয়ন দেননি। অনেক সুপরিচিত নৌকা নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যানও মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছে।
বিদ্রোহী প্রার্থীদের বিসয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মৌখিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যাঁরা ভোট করছেন তাঁদের ব্যাপারে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।’
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়ার ৮ ইউপিতে ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর। ইতিমধ্যে সুরাজপুর-মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
বাকি ৭ ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ নেতারা। আরও তিন ইউপিতে বিএনপি-জামায়াতের চেয়ারম্যান প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মৌখিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। তবে এতে কেউ সাড়া দেননি। তা ছাড়া দুই ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী ও দুই ইউপিতে ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী রয়েছে। বিএনপি এই নির্বাচন বর্জন করলেও ৭টি ইউপিতে দলটির নেতারা স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
হারবাং ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মেহেরাজ উদ্দিন মিরাজ। তাঁর বিরুদ্ধে ভোট করছেন ছৈয়দ নুর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে আছেন জামায়াত সমর্থিত সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।
ডুলাহাজারা ইউপিতে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে হয়েছেন আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ কলি ও বহিষ্কৃত যুবলীগ নেতা হাসানুল ইসলাস আদর। ওই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ তালুকদার। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন ও জামায়াত নেতা গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চিরিংগা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহ নেওয়াজ চৌধুরী রুমেল। দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়ছেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে এম সালাহ উদ্দিন।
বমুবিলছড়িতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মনজুরুল কাদের। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মো. কফিল উদ্দিন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আবদুল মতলব।
এদিকে বরইতলী, ফাঁসিয়াখালী ও খুটাখালী ইউপিতে আওয়ামী লীগের কেউ বিদ্রোহী প্রার্থী হয়নি। এসব ইউপিতে বিএনপি-জামায়াতের প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছেন বলে জানা গেছে।
বরইতলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া। এই ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদ সিকদার ও জামায়াত নেতা মোহাম্মদ ছালেকুজ্জামান।
ফাঁসিয়াখালীতের আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী। এখানে জাতীয় পার্টির প্রার্থী বদরুছালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন বিএনপি নেতা এহসানুল করিম ও শওকত ইসলাম, কুতুব উদ্দিন।
খুটাখালীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি-জামায়াত সমর্থিত নেতাদের ছড়াছড়ি।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের অভিযোগ করেন, ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বাছাইয়ে ত্যাগী ও সুখ্যাতি আছে এমন প্রার্থীদের দল মনোনয়ন দেননি। অনেক সুপরিচিত নৌকা নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যানও মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছে।
বিদ্রোহী প্রার্থীদের বিসয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মৌখিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে। দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যাঁরা ভোট করছেন তাঁদের ব্যাপারে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে