আজকের পত্রিকা ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো বগুড়া ও জয়পুরহাটে করোনাভাইরাসের গণটিকা দেওয়া হয়েছে। সারা দেশব্যাপী এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এবং একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১ লাখ ৮৭ হাজার মানুষকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। জেলার নিয়মিত টিকাদানকেন্দ্রসহ মোট ১৫৫টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলে।
জেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৫০০ করে মোট ১ লাখ ৬৩ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ১০ হাজার ৫০০, শেরপুর এবং সান্তাহার পৌরসভায় ৬ কেন্দ্রে ৩ হাজার জন টিকা পেয়েছেন। প্রতিটি টিকাদানকেন্দ্রে একাধিক টিকাদানকারী ছিলেন। সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবকরা। টিকাদানকারী ছিলেন ৭১৪ জন। আর স্বেচ্ছাসেবক ছিল ১ হাজার ৭১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার জন্য স্বল্পসংখ্যক মানুষই রেজিস্ট্রেশন করেছেন। এ কারণে রেজিস্ট্রেশন না করা মানুষদেরও করোনার টিকা দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্র দেখাতে পারলেই তাঁদের টিকা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সাজ্জাদ উল হক বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণটিকাদান কর্মসূচির সময় আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে রাত ৮টা অথবা আরও বেশি সময় লাগতে পারে, আমরা লক্ষ্যমাত্রা পূরণ করেই কার্যক্রম স্থগিত করব।’
সাজ্জাদ উল হক আরও বলেন, জেলায় ১ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদানের ক্ষেত্রে জেলায় আগেও কোনো ঘাটতি ছিল না, এখনো কোনো ঘাটতি নেই।
এদিকে, উপজেলা প্রতিনিধিরা জানান, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এ উপজেলায় ১৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। গতকাল বিকেল পর্যন্ত ৮০ ভাগ টিকাদানসম্পূর্ণ হয়।
শিবগঞ্জ: উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি বুথে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই টিকাকেন্দ্রের বুথগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
ধুনট: উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ১৪ হাজার। ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৩০টি বুথে টিকা দেওয়া হয়।
শেরপুর: উপজেলায় ১৩টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
নন্দীগ্রাম: উপজেলায় ৫টি টিকাকেন্দ্রের ১৫টি বুথে গণটিকা প্রদান করা হয়।
আদমদীঘি: উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, উপজেলায় মঙ্গলবার ১০ হাজার ৫০০ মানুষকে টিকা দেওয়া হয়।
জয়পুরহাট: জেলার মোট ৭৭টি কেন্দ্রে একযোগে গণটিকা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, ‘জয়পুরহাটে দিনব্যাপী মোট ৭০ হাজার ৫০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। যতক্ষণ না এই ৭০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার শেষ না হবে, দিনব্যাপী ততক্ষণ পর্যন্ত দিকা প্রদান চলমান থাকবে।’
আক্কেলপুর: উপজেলায় ১২ হাজার মানুষকে একসঙ্গে কোভিড-১৯ এর সিনোফার্মের গণটিকা দেওয়া হয়েছে। টিকাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে করা হয়েছিল একাধিক বুথের ব্যবস্থা। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে টিকা দেওয়া হয়।
কালাই: প্রতিটি কেন্দ্রে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মানুষের দীর্ঘ লাইন উপেক্ষা করে অনেকে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। টিকা নিতে আসা জীবন বেগম বলেন, সকাল থেকে তিনি অপেক্ষা করেন। কিন্তু যাঁদের লোক পরিচিত আছে, তাঁরাই আগে টিকা নিয়ে চলে যাচ্ছেন এমনটাই জানান তিনি।
এ বিষয়ে কালাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আসাদ উজ জামান বলেন, কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ হাজার মানুষের মধ্যে গণটিকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো বগুড়া ও জয়পুরহাটে করোনাভাইরাসের গণটিকা দেওয়া হয়েছে। সারা দেশব্যাপী এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এবং একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১ লাখ ৮৭ হাজার মানুষকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। জেলার নিয়মিত টিকাদানকেন্দ্রসহ মোট ১৫৫টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলে।
জেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৫০০ করে মোট ১ লাখ ৬৩ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ১০ হাজার ৫০০, শেরপুর এবং সান্তাহার পৌরসভায় ৬ কেন্দ্রে ৩ হাজার জন টিকা পেয়েছেন। প্রতিটি টিকাদানকেন্দ্রে একাধিক টিকাদানকারী ছিলেন। সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবকরা। টিকাদানকারী ছিলেন ৭১৪ জন। আর স্বেচ্ছাসেবক ছিল ১ হাজার ৭১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার জন্য স্বল্পসংখ্যক মানুষই রেজিস্ট্রেশন করেছেন। এ কারণে রেজিস্ট্রেশন না করা মানুষদেরও করোনার টিকা দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্র দেখাতে পারলেই তাঁদের টিকা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সাজ্জাদ উল হক বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণটিকাদান কর্মসূচির সময় আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে রাত ৮টা অথবা আরও বেশি সময় লাগতে পারে, আমরা লক্ষ্যমাত্রা পূরণ করেই কার্যক্রম স্থগিত করব।’
সাজ্জাদ উল হক আরও বলেন, জেলায় ১ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদানের ক্ষেত্রে জেলায় আগেও কোনো ঘাটতি ছিল না, এখনো কোনো ঘাটতি নেই।
এদিকে, উপজেলা প্রতিনিধিরা জানান, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এ উপজেলায় ১৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। গতকাল বিকেল পর্যন্ত ৮০ ভাগ টিকাদানসম্পূর্ণ হয়।
শিবগঞ্জ: উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি বুথে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই টিকাকেন্দ্রের বুথগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
ধুনট: উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ১৪ হাজার। ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৩০টি বুথে টিকা দেওয়া হয়।
শেরপুর: উপজেলায় ১৩টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
নন্দীগ্রাম: উপজেলায় ৫টি টিকাকেন্দ্রের ১৫টি বুথে গণটিকা প্রদান করা হয়।
আদমদীঘি: উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, উপজেলায় মঙ্গলবার ১০ হাজার ৫০০ মানুষকে টিকা দেওয়া হয়।
জয়পুরহাট: জেলার মোট ৭৭টি কেন্দ্রে একযোগে গণটিকা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, ‘জয়পুরহাটে দিনব্যাপী মোট ৭০ হাজার ৫০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। যতক্ষণ না এই ৭০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার শেষ না হবে, দিনব্যাপী ততক্ষণ পর্যন্ত দিকা প্রদান চলমান থাকবে।’
আক্কেলপুর: উপজেলায় ১২ হাজার মানুষকে একসঙ্গে কোভিড-১৯ এর সিনোফার্মের গণটিকা দেওয়া হয়েছে। টিকাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে করা হয়েছিল একাধিক বুথের ব্যবস্থা। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে টিকা দেওয়া হয়।
কালাই: প্রতিটি কেন্দ্রে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মানুষের দীর্ঘ লাইন উপেক্ষা করে অনেকে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। টিকা নিতে আসা জীবন বেগম বলেন, সকাল থেকে তিনি অপেক্ষা করেন। কিন্তু যাঁদের লোক পরিচিত আছে, তাঁরাই আগে টিকা নিয়ে চলে যাচ্ছেন এমনটাই জানান তিনি।
এ বিষয়ে কালাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আসাদ উজ জামান বলেন, কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ হাজার মানুষের মধ্যে গণটিকা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে