শাহীন রহমান, পাবনা
বটতলী থেকে ছেড়ে আসা সকাল ৮টার ট্রেন কেবল বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছেছে। থামতে তখনো কয়েক সেকেন্ড বাকি। এর মধ্যেই ব্যাগ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মাইনুদ্দীন হাসান। ঝুঁকি নিয়ে এভাবে নামার কারণ জানতে চাইলে বললেন, ‘দীর্ঘ ১৯ মাস পর ক্যাম্পাসের মাটিতে পা ফেলছি, এ জন্য তর সইছে না।’
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল সোমবার খুলেছে চবির হলগুলো। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে করোনার টিকার কমপক্ষে এক ডোজ নেওয়ার শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা উঠতে পারছেন হলে। আজ থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস।
সরেজমিনে গতকাল বিভিন্ন হলে দেখা যায়, সকাল থেকেই শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল গেটের সামনে তাঁদের ভিড় বাড়তে থাকে। হলগুলোর গেটে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেন তাঁরা। হলে ঢোকার সময় শরীরের তাপমাত্রা মাপা হয়।
বেগম খালেদা জিয়া হলের তানহা ইসলাম ছোঁয়া বলেন, ‘দীর্ঘ ১৯ মাস পর হলে উঠলাম। আমরা যাঁরা হলে থাকি এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম। আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো।’
শহীদ আব্দুর রব হলের রফিকুল ইসলাম বলেন, ‘খুব ভালো লাগছে। এত দিন বাইরে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাব।’
উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তাঁরা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।’
বটতলী থেকে ছেড়ে আসা সকাল ৮টার ট্রেন কেবল বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছেছে। থামতে তখনো কয়েক সেকেন্ড বাকি। এর মধ্যেই ব্যাগ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মাইনুদ্দীন হাসান। ঝুঁকি নিয়ে এভাবে নামার কারণ জানতে চাইলে বললেন, ‘দীর্ঘ ১৯ মাস পর ক্যাম্পাসের মাটিতে পা ফেলছি, এ জন্য তর সইছে না।’
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল সোমবার খুলেছে চবির হলগুলো। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে করোনার টিকার কমপক্ষে এক ডোজ নেওয়ার শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা উঠতে পারছেন হলে। আজ থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস।
সরেজমিনে গতকাল বিভিন্ন হলে দেখা যায়, সকাল থেকেই শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল গেটের সামনে তাঁদের ভিড় বাড়তে থাকে। হলগুলোর গেটে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেন তাঁরা। হলে ঢোকার সময় শরীরের তাপমাত্রা মাপা হয়।
বেগম খালেদা জিয়া হলের তানহা ইসলাম ছোঁয়া বলেন, ‘দীর্ঘ ১৯ মাস পর হলে উঠলাম। আমরা যাঁরা হলে থাকি এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম। আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো।’
শহীদ আব্দুর রব হলের রফিকুল ইসলাম বলেন, ‘খুব ভালো লাগছে। এত দিন বাইরে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাব।’
উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তাঁরা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে