দেড় বছর পর খুলল হল, ফুল দিয়ে বরণ

শাহীন রহমান, পাবনা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০৯: ০০
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ০৭

বটতলী থেকে ছেড়ে আসা সকাল ৮টার ট্রেন কেবল বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছেছে। থামতে তখনো কয়েক সেকেন্ড বাকি। এর মধ্যেই ব্যাগ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মাইনুদ্দীন হাসান। ঝুঁকি নিয়ে এভাবে নামার কারণ জানতে চাইলে বললেন, ‘দীর্ঘ ১৯ মাস পর ক্যাম্পাসের মাটিতে পা ফেলছি, এ জন্য তর সইছে না।’

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল সোমবার খুলেছে চবির হলগুলো। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে করোনার টিকার কমপক্ষে এক ডোজ নেওয়ার শর্তে আবাসিক ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা উঠতে পারছেন হলে। আজ থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস।

সরেজমিনে গতকাল বিভিন্ন হলে দেখা যায়, সকাল থেকেই শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল গেটের সামনে তাঁদের ভিড় বাড়তে থাকে। হলগুলোর গেটে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেন তাঁরা। হলে ঢোকার সময় শরীরের তাপমাত্রা মাপা হয়।

বেগম খালেদা জিয়া হলের তানহা ইসলাম ছোঁয়া বলেন, ‘দীর্ঘ ১৯ মাস পর হলে উঠলাম। আমরা যাঁরা হলে থাকি এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম। আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো।’

শহীদ আব্দুর রব হলের রফিকুল ইসলাম বলেন, ‘খুব ভালো লাগছে। এত দিন বাইরে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাব।’

উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তাঁরা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত