নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
আপনার হাতে যদি কোটি টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে কেমন হবে বলুন তো? চমকানোর কিছু নেই। পৃথিবীর সেরা কয়েকটি ব্র্যান্ড খুবই সীমিত আকারে তৈরি করেছে কিছু দামি ফোন, যেগুলোর দাম শুনলে আপনি চমকে যেতে পারেন।
৫. গ্যালাক্সি এস২১ আলট্রা
অন্যতম একটি বিলাসবহুল ও দামি ফোন গ্যালাক্সি এস২১ আলট্রা। এই মোবাইল ফোনটিও লঞ্চ করেছে ক্যাভিয়ার। এতে ব্যবহার করা হয়েছে সোনা, হীরা, টাইটেনিয়াম। ফোনের পেছনের অংশে আছে খাঁটি চামড়া। গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের একটি ভ্যারিয়েন্টের পেছনের দিকে আছে একটি ত্রিমাত্রিক ষাঁড়ের মাথা। এটি টাইটেনিয়াম ও সোনা দিয়ে মূর্ত করে তোলা হয়েছে। ষাঁড়ের চোখে ব্যবহার করা হয়েছে হীরা এবং নাকে ব্যবহার করা হয়েছে সোনার নোলক। বিলাসবহুল এ ফোনের দাম ২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
৪. ক্যাভিয়ার আইফোন ১২ প্রো পিওর গোল্ড
সীমিত সংখ্যায় তৈরি করা পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে এটি একটি। এ ফোনের দাম ১ লাখ ২২ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকা। এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা। ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে হীরা। এ মোবাইল ফোনের ভেতর হার্ডওয়্যারগুলো আইফোন ১২ প্রো-এর মতোই।
৩. গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট
মাত্র তিনটি সংস্করণে নির্মিত গ্রেসো লুক্সর লাসভেগাস জ্যাকপট নামে মোবাইল ফোনটির দাম প্রায় ৮ কোটি টাকা। এই ফোনটি বর্তমানের স্মার্টফোনগুলোর মতো নয়। তবে এটি দেখতে বেশ অভিজাত ও আধুনিক। এই ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে ৪৫ দশমিক ৫ ক্যারেটের বিভিন্ন কালো হীরা। এর ফ্রেমে ব্যবহার করা হয়েছে ১৮০ গ্রাম সোনা। ফোনের পেছনের অংশে ২০০ বছরের পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে।
২. গোল্ডভিশ লে মিলিয়ন
সুইডিশ কোম্পানি গোল্ডভিশ এ মোবাইল ফোনটি তৈরি করেছে। ২০০৬ সালে মাত্র তিন পিস তৈরি করা এই ফোনটি বিশ্বের সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা। গোল্ডভিশ লে মিলিয়ন ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা এবং ১ লাখ ২০ হাজার হীরা। ফোনের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে খাঁটি চামড়া।
১. ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
পৃথিবীর অন্যতম দামি মোবাইল ফোন ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। অস্ট্রিয়ান জুয়েলার পিটার অ্যালিসনের সহযোগিতায় রাশিয়ান ফার্ম জেএসসি এনকোর্ট এটি তৈরি করেছে। এটি দেখতে নকিয়া ক্ল্যাসিক ফোনের মতো। এর প্রতি পাশে আছে ব্লু ডায়মন্ড তথা নীল হীরা এবং বডিতে আছে প্লাটিনাম। এই সেলফোনের লোগোতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এর দাম প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান টাইকুনদের জন্য।
সূত্র ও ছবি: ক্যাশফাই ডট ইন
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে