জাহীদ রেজা নূর, রূপপুর (পাবনা) থেকে ফিরে
নানা রঙের মানুষের দেখা পেয়েছি রূপপুরে। যে গ্রিনসিটির বড় বড় ভবন নিয়ে ছিল আমাদের কৌতূহল, সেখানেও একদিন দিব্যি ঢুকে পড়া গেল। আগে থেকেই একটি ফ্ল্যাটের কয়েকজন এবং পাশের ফ্ল্যাটের এক তরুণী সেখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। লিফটে চড়ে সেই ফ্ল্যাটে ঢোকার পর আমাদের বরণ করে নেওয়া হলো চকলেট দিয়ে। ‘মস্কো’ লেখা লাল চকলেটের বাক্সটা বুঝিয়ে দিল আমরা এখন রুশ আতিথেয়তার স্বাদ পাচ্ছি। এরপর বলা হলো, চায়ের পানি ফুটছে। চায়ের নাম ‘ইভান’। জারের আমলে এই চা খুব জনপ্রিয় ছিল। বিপ্লবের পর এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন আবার পাওয়া যাচ্ছে। চা খেতে হবে মধু দিয়ে। এই মধুও এসেছে রাশিয়া থেকে। রুটিতে ক্যাভিয়ের। এ যেন রাশিয়ার কোনো শহরে বসে আছি আমরা।
আলেক্সান্দর, ভাসিলি, আলেক্সেই, মাক্সিম আর ভিক্তোরিয়া। এঁরা সবাই এসেছেন রোস্তভ নামের শহর থেকে। রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভ। বলা হয় ‘রোস্তভ না দানু’ অর্থাৎ ‘ডন নদীর তীরে রোস্তভ’। আমাদের মনে পড়ে যায়, মিখাইল শোলোখভের ‘তিখি দোন’ বা ‘প্রশান্ত ডন’ উপন্যাসের কথা। এই রোস্তভ নিয়েই তিনি লিখেছিলেন তাঁর অমর উপন্যাসটি।
সবচেয়ে বেশি কথা বলছিলেন ভাসিলি। তবে মাক্সিমও খুলে দিয়েছিলেন কথার ঝাঁপি। আলেক্সেই আর ভিক্তোরিয়া কথা বলেছেন কম, তবে যা বলেছেন, তা-ও খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ঘণ্টা দেড়েকের আড্ডায় কত বিষয়েই-না কথা হলো!
মাক্সিম বলছিলেন বাংলাদেশের আবহাওয়া নিয়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি যখন এ দেশে এসেছিলেন, তখন রীতিমতো ঘামছিলেন। আর্দ্রতা বেশি। কথা টেনে নিয়ে ভাসিলি বলেন, ‘ঘেমেছি বললে ভুল হবে। গরমে ঘেমে-নেয়ে উঠেছি।’
মাক্সিম আবার বলেন, ‘প্রথম যখন এসেছি, তখন এই এলাকার বাঙালিরা আমাদের দিকে তাকাত অবাক চোখে। বুঝিনি প্রথমে। পরে বুঝেছি, আমরা শ্বেতাঙ্গ বলে। পরে সব ঠিক হয়ে যায়। বাসে যখন প্রথম ঢাকা থেকে এসেছি, তখন দেখেছি পথেঘাটে অনেক মানুষ। অবাক হয়েছি, কী করে এত মানুষ এখানে বাস করে। পায়ে পা লেগে তো হোঁচট খাওয়ার কথা। কিন্তু সে রকম কিছু তো হচ্ছে না। এরপর আপনাদের দেশটা ভালোবাসা শুরু করলাম। একেবারে অন্য রকম সহজ রকম বিশ্বাসী মানুষজন এখানে বাস করে।’
ভাসিলি আর মাক্সিমের মধ্যে কথা বলার প্রতিযোগিতা শুরু হয়। একজন বলেন, ‘রুশ ভাষায় প্রবাদ আছে: খারাপ জাতি বলে কিছু নেই, আছে খারাপ মানুষ। সব জাতিতেই ভালো-মন্দ মানুষ আছে।’ তারপর মজা করে বলেন, ‘আপনাদের দেশের মানুষ খুব সংস্কৃতিমান। হয়তো রুশরা এসে সেখানে কিছুটা অসংস্কৃত করে তুলেছে তাঁদের।’ বলে হাসতে থাকেন তিনি। তারপর বলেন, ‘মজা করার জন্যই বলা।’
ভাসিলি বলেন, ‘আমরা বাজে গালাগাল করতে অভ্যস্ত। এখানে তো সে রকম দেখি না।’
এবার প্রতিবাদ করতে হয়। ‘কী যে বলেন। আমাদের এখানেও রাশিয়ার মতো বাজে গালাগাল আছে। মানুষ করেও। সব দেশেই আছে।’
মাক্সিম বলেন, ‘তার মানে, আমরা হয়তো গালিটা বুঝি না।’
‘সরল মানুষজন হয়তো গালাগাল করে না। গরম কেটে যাচ্ছে। এখন তো ভোরে কম্বল গায়ে দিতে হয়।’
এবার আলেক্সান্দর বুঝিয়ে বলেন, কেন তাঁরা এখানে এসেছেন। ‘এখন দেশে কম কাজ। টাকা আয় করা কঠিন। তাই দেশের বাইরে কাজের জন্য যাচ্ছে মানুষ। আমরাও সে রকম কারণেই এসেছি এখানে। রাশিয়ায় এখন সাধারণ জনগণের সঙ্গে বড়লোকদের পার্থক্যটা অনেক বেশি।’
ভিক্তোরিয়া এই দেশে এসে প্রথমে ধাক্কা খেয়েছেন। পরে কোয়ারেন্টিনের সময় ভেবেছেন, ‘এ কোথায় এলাম! ফিরে যাব রাশিয়ায়।’ পরে অবশ্য অভ্যাস হয়ে গেল।
এবার একটা বড় ধরনের রসিকতা করেন তাঁরা। ‘তবে আপনাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কিছু বলব না।’ গম্ভীর হয়ে বলেন মাক্সিম।
‘বলার কী আছে, কোনো সিস্টেমই তো নেই!’ বলেন ভাসিলি।
হাইওয়েতে নিয়ম না-মানা বাসের দিকে ইঙ্গিত করে মাক্সিম বলেন, ‘দ্বিতীয়বার যখন আসি, তখন ঢাকা থেকে বাসে বসেছি। আমার পাশে একজন রাশান, যে নতুন এসেছে। আমি তো নরম বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি, ছেলেটা শক্ত কাঠের মতো সামনের হাতল ধরে বসে আছে! ও তো জানে না, বাস চলবে নিজের মতো, কোনো আইন না-মেনে। হাহাহা!’
আলেক্সেই একবারই বলেন, ‘আপনাদের দেশের খাবারগুলো ভালো। কিন্তু ঝাল ভীষণ।’
আড্ডাটা জমে ওঠে। আলোচনায় আসেন পুশকিন, আল্লা পুগাচিওভা। আসে নানা ধরনের সিনেমার নাম। ফাঁকে ফাঁকে চা খাওয়া হয়। ইভান নামের চা খুবই সুস্বাদু। মধু দিয়ে চা খাওয়ার সেই ঐতিহ্য আমাদের রাশিয়ার স্মৃতি মনে করিয়ে দেয়।
আমরা চলে আসি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বাঙালিদের কাছে। তাঁরা তাঁদের মতো করে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে কথা বলেন। তারেকুল ইসলাম ভুঁইয়া আছেন টিসিইএল কোম্পানিতে মেকানিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে। তিনি বলেন, ‘বাংলাদেশে থেকেই স্পেন, রাশিয়া, ফ্রান্সের কোম্পানিগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। এই পাওয়ার প্ল্যান্টের কারণেই যুক্তরাজ্য বা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করেছিলেন যাঁরা, তাঁরা ফিরে এসে এখানে কাজ করেছেন, এটাও ভালো লাগে। একসময় বিদেশকে মনে করা হতো স্বর্গ। পাওয়ার প্ল্যান্ট প্রমাণ করে, আমাদের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।’
আমিনুল ইসলামের এটাই প্রথম চাকরি। তিনি যখন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন, তখন দেখেন, মানুষের চোখের চাহনি পাল্টে যায়। রূপপুরকে এক কথায় চেনে। এখানকার কাজের ধরন নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘গুণগতমান এমনভাবে রক্ষা করা হয় যে, কাজটা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি কাজের ডকুমেন্টেশন হয়। ইনস্পেকশন হয়। পুরো বাংলাদেশে যদি এই প্রক্রিয়ায় ইনস্পেকশন হতো, তাহলে বাংলাদেশের উন্নয়নকাজগুলো হতো টেকসই। তাহলে দু-তিন বছরের মধ্যেই তৈরি রাস্তাঘাট বা কলকারখানা ভেঙে পড়ত না।’
টিসিইএল-এর নির্বাহী পরিচালক রেজাউল হক বলেন, ‘রূপপুরে পাঁচ বছরে আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন হার্ডিঞ্জ ব্রিজ বা লালন সেতুর দিকে গেলে দেখা যাবে, অসংখ্য মানুষ জায়গাটিকে অবসর বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। এখানে ব্যবসা গড়ে উঠেছে। ২২টা বড় ভবন তৈরি হয়েছে। একটা ২৫ তলা ভবনও হচ্ছে। রাশিয়া থেকে পড়াশোনা করে আসা প্রকৌশলীরা চাকরি করছেন এখানে। অনুবাদক হিসেবেও কাজ করছেন অনেকে। প্রথম যখন এখানে আসি, কোনো ফলের দোকান ছিল না। এখন শয়ে শয়ে ফলের দোকান। মানুষ অর্থনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।’
ঝলমলে হয়ে ওঠা গ্রিনসিটিতে নতুন রূপকথা লেখা হচ্ছে। এ যেন স্মার্টফোনের যুগে মানুষে-মানুষে সম্প্রীতির এক রোমাঞ্চকর লোককাহিনি।
নানা রঙের মানুষের দেখা পেয়েছি রূপপুরে। যে গ্রিনসিটির বড় বড় ভবন নিয়ে ছিল আমাদের কৌতূহল, সেখানেও একদিন দিব্যি ঢুকে পড়া গেল। আগে থেকেই একটি ফ্ল্যাটের কয়েকজন এবং পাশের ফ্ল্যাটের এক তরুণী সেখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। লিফটে চড়ে সেই ফ্ল্যাটে ঢোকার পর আমাদের বরণ করে নেওয়া হলো চকলেট দিয়ে। ‘মস্কো’ লেখা লাল চকলেটের বাক্সটা বুঝিয়ে দিল আমরা এখন রুশ আতিথেয়তার স্বাদ পাচ্ছি। এরপর বলা হলো, চায়ের পানি ফুটছে। চায়ের নাম ‘ইভান’। জারের আমলে এই চা খুব জনপ্রিয় ছিল। বিপ্লবের পর এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন আবার পাওয়া যাচ্ছে। চা খেতে হবে মধু দিয়ে। এই মধুও এসেছে রাশিয়া থেকে। রুটিতে ক্যাভিয়ের। এ যেন রাশিয়ার কোনো শহরে বসে আছি আমরা।
আলেক্সান্দর, ভাসিলি, আলেক্সেই, মাক্সিম আর ভিক্তোরিয়া। এঁরা সবাই এসেছেন রোস্তভ নামের শহর থেকে। রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভ। বলা হয় ‘রোস্তভ না দানু’ অর্থাৎ ‘ডন নদীর তীরে রোস্তভ’। আমাদের মনে পড়ে যায়, মিখাইল শোলোখভের ‘তিখি দোন’ বা ‘প্রশান্ত ডন’ উপন্যাসের কথা। এই রোস্তভ নিয়েই তিনি লিখেছিলেন তাঁর অমর উপন্যাসটি।
সবচেয়ে বেশি কথা বলছিলেন ভাসিলি। তবে মাক্সিমও খুলে দিয়েছিলেন কথার ঝাঁপি। আলেক্সেই আর ভিক্তোরিয়া কথা বলেছেন কম, তবে যা বলেছেন, তা-ও খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ঘণ্টা দেড়েকের আড্ডায় কত বিষয়েই-না কথা হলো!
মাক্সিম বলছিলেন বাংলাদেশের আবহাওয়া নিয়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি যখন এ দেশে এসেছিলেন, তখন রীতিমতো ঘামছিলেন। আর্দ্রতা বেশি। কথা টেনে নিয়ে ভাসিলি বলেন, ‘ঘেমেছি বললে ভুল হবে। গরমে ঘেমে-নেয়ে উঠেছি।’
মাক্সিম আবার বলেন, ‘প্রথম যখন এসেছি, তখন এই এলাকার বাঙালিরা আমাদের দিকে তাকাত অবাক চোখে। বুঝিনি প্রথমে। পরে বুঝেছি, আমরা শ্বেতাঙ্গ বলে। পরে সব ঠিক হয়ে যায়। বাসে যখন প্রথম ঢাকা থেকে এসেছি, তখন দেখেছি পথেঘাটে অনেক মানুষ। অবাক হয়েছি, কী করে এত মানুষ এখানে বাস করে। পায়ে পা লেগে তো হোঁচট খাওয়ার কথা। কিন্তু সে রকম কিছু তো হচ্ছে না। এরপর আপনাদের দেশটা ভালোবাসা শুরু করলাম। একেবারে অন্য রকম সহজ রকম বিশ্বাসী মানুষজন এখানে বাস করে।’
ভাসিলি আর মাক্সিমের মধ্যে কথা বলার প্রতিযোগিতা শুরু হয়। একজন বলেন, ‘রুশ ভাষায় প্রবাদ আছে: খারাপ জাতি বলে কিছু নেই, আছে খারাপ মানুষ। সব জাতিতেই ভালো-মন্দ মানুষ আছে।’ তারপর মজা করে বলেন, ‘আপনাদের দেশের মানুষ খুব সংস্কৃতিমান। হয়তো রুশরা এসে সেখানে কিছুটা অসংস্কৃত করে তুলেছে তাঁদের।’ বলে হাসতে থাকেন তিনি। তারপর বলেন, ‘মজা করার জন্যই বলা।’
ভাসিলি বলেন, ‘আমরা বাজে গালাগাল করতে অভ্যস্ত। এখানে তো সে রকম দেখি না।’
এবার প্রতিবাদ করতে হয়। ‘কী যে বলেন। আমাদের এখানেও রাশিয়ার মতো বাজে গালাগাল আছে। মানুষ করেও। সব দেশেই আছে।’
মাক্সিম বলেন, ‘তার মানে, আমরা হয়তো গালিটা বুঝি না।’
‘সরল মানুষজন হয়তো গালাগাল করে না। গরম কেটে যাচ্ছে। এখন তো ভোরে কম্বল গায়ে দিতে হয়।’
এবার আলেক্সান্দর বুঝিয়ে বলেন, কেন তাঁরা এখানে এসেছেন। ‘এখন দেশে কম কাজ। টাকা আয় করা কঠিন। তাই দেশের বাইরে কাজের জন্য যাচ্ছে মানুষ। আমরাও সে রকম কারণেই এসেছি এখানে। রাশিয়ায় এখন সাধারণ জনগণের সঙ্গে বড়লোকদের পার্থক্যটা অনেক বেশি।’
ভিক্তোরিয়া এই দেশে এসে প্রথমে ধাক্কা খেয়েছেন। পরে কোয়ারেন্টিনের সময় ভেবেছেন, ‘এ কোথায় এলাম! ফিরে যাব রাশিয়ায়।’ পরে অবশ্য অভ্যাস হয়ে গেল।
এবার একটা বড় ধরনের রসিকতা করেন তাঁরা। ‘তবে আপনাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কিছু বলব না।’ গম্ভীর হয়ে বলেন মাক্সিম।
‘বলার কী আছে, কোনো সিস্টেমই তো নেই!’ বলেন ভাসিলি।
হাইওয়েতে নিয়ম না-মানা বাসের দিকে ইঙ্গিত করে মাক্সিম বলেন, ‘দ্বিতীয়বার যখন আসি, তখন ঢাকা থেকে বাসে বসেছি। আমার পাশে একজন রাশান, যে নতুন এসেছে। আমি তো নরম বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি, ছেলেটা শক্ত কাঠের মতো সামনের হাতল ধরে বসে আছে! ও তো জানে না, বাস চলবে নিজের মতো, কোনো আইন না-মেনে। হাহাহা!’
আলেক্সেই একবারই বলেন, ‘আপনাদের দেশের খাবারগুলো ভালো। কিন্তু ঝাল ভীষণ।’
আড্ডাটা জমে ওঠে। আলোচনায় আসেন পুশকিন, আল্লা পুগাচিওভা। আসে নানা ধরনের সিনেমার নাম। ফাঁকে ফাঁকে চা খাওয়া হয়। ইভান নামের চা খুবই সুস্বাদু। মধু দিয়ে চা খাওয়ার সেই ঐতিহ্য আমাদের রাশিয়ার স্মৃতি মনে করিয়ে দেয়।
আমরা চলে আসি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বাঙালিদের কাছে। তাঁরা তাঁদের মতো করে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে কথা বলেন। তারেকুল ইসলাম ভুঁইয়া আছেন টিসিইএল কোম্পানিতে মেকানিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে। তিনি বলেন, ‘বাংলাদেশে থেকেই স্পেন, রাশিয়া, ফ্রান্সের কোম্পানিগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। এই পাওয়ার প্ল্যান্টের কারণেই যুক্তরাজ্য বা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করেছিলেন যাঁরা, তাঁরা ফিরে এসে এখানে কাজ করেছেন, এটাও ভালো লাগে। একসময় বিদেশকে মনে করা হতো স্বর্গ। পাওয়ার প্ল্যান্ট প্রমাণ করে, আমাদের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।’
আমিনুল ইসলামের এটাই প্রথম চাকরি। তিনি যখন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন, তখন দেখেন, মানুষের চোখের চাহনি পাল্টে যায়। রূপপুরকে এক কথায় চেনে। এখানকার কাজের ধরন নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘গুণগতমান এমনভাবে রক্ষা করা হয় যে, কাজটা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি কাজের ডকুমেন্টেশন হয়। ইনস্পেকশন হয়। পুরো বাংলাদেশে যদি এই প্রক্রিয়ায় ইনস্পেকশন হতো, তাহলে বাংলাদেশের উন্নয়নকাজগুলো হতো টেকসই। তাহলে দু-তিন বছরের মধ্যেই তৈরি রাস্তাঘাট বা কলকারখানা ভেঙে পড়ত না।’
টিসিইএল-এর নির্বাহী পরিচালক রেজাউল হক বলেন, ‘রূপপুরে পাঁচ বছরে আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন হার্ডিঞ্জ ব্রিজ বা লালন সেতুর দিকে গেলে দেখা যাবে, অসংখ্য মানুষ জায়গাটিকে অবসর বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। এখানে ব্যবসা গড়ে উঠেছে। ২২টা বড় ভবন তৈরি হয়েছে। একটা ২৫ তলা ভবনও হচ্ছে। রাশিয়া থেকে পড়াশোনা করে আসা প্রকৌশলীরা চাকরি করছেন এখানে। অনুবাদক হিসেবেও কাজ করছেন অনেকে। প্রথম যখন এখানে আসি, কোনো ফলের দোকান ছিল না। এখন শয়ে শয়ে ফলের দোকান। মানুষ অর্থনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।’
ঝলমলে হয়ে ওঠা গ্রিনসিটিতে নতুন রূপকথা লেখা হচ্ছে। এ যেন স্মার্টফোনের যুগে মানুষে-মানুষে সম্প্রীতির এক রোমাঞ্চকর লোককাহিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪