খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
মহামারির ঘরবন্দী সময়ে গানই ছিল একমাত্র প্রত্যাশার জায়গা। নাটক, চলচ্চিত্র তৈরিতে যে প্রতিবন্ধকতা—অনেক মানুষের এক জায়গায় একত্র হওয়ার দরকার পড়ে, গানে সেটা তুলনায় কম; ফলে বছরজুড়ে সংগীতকারেরা ব্যাপক সুযোগ পেয়েছিলেন মানুষের বিনোদনের খোরাক মেটানোর। দেশে নানা ধরনের, ঘরানার গানও তৈরি হয়েছে দেদার।
তবে যে পরিমাণ গানের প্রত্যাশা ছিল তা অপেক্ষাকৃত কমই হয়েছে। মৌলিক গানের চেয়ে পুরোনো জনপ্রিয় গানের নানান ভার্সনই শ্রোতারা শুনেছেন বেশি। বছরজুড়ে দেশের সংগীতাঙ্গন প্রায় ডুবতে বসেছিল কনসার্টের অভাবে। অনেক দিন কনসার্ট ছিল না। বেশির ভাগ শিল্পী, যন্ত্রীরা হতাশ হয়ে পড়ছিলেন। গত ১২ নভেম্বর মঞ্চে প্রথম আশার আলো জ্বলে ওঠে। ‘নভেম্বর রেইন’ নামে বছরের প্রথম কনসার্টে গান করেন জেমসসহ অনেকেই। এরপর গত দুই মাসে সারা দেশে অসংখ্য ছোট-বড় আয়োজন হয়েছে। প্রতিটি কনসার্টে দর্শকদের উচ্ছ্বসিত উপস্থিতি নজর কেড়েছে।
জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের কনসার্টে ফেরাও বছরের একটি আলোচিত ঘটনা। প্রায় চার বছর পর ব্যান্ডটির ভোকাল সুমন শারীরিক অসুস্থতা কাটিয়ে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চে গান করেন। ‘বয়স হলো আমার’ নামে একটি নতুন গানও প্রকাশ করেছেন তিনি। ফিরেছেন একসময়ের জনপ্রিয় শিল্পী আরফিন রুমিও। অনেক বছর পর টিএম রেকর্ডস থেকে বেরিয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘তুই আর আমি’। প্রকাশের এক সপ্তাহ পার হয়নি, এর মধ্যে প্রায় ৩ লাখ শ্রোতা শুনে ফেলেছেন রুমির নতুন গান।
দীর্ঘদিন পর সংগীতবিষয়ক কোনো রিয়েলিটি শো শুরু হয়েছে এ বছর। আরটিভির ‘ইয়াং স্টার’ নামের এই শোয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এ ছাড়া জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মীনা’র টাইটেল সং ‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’ নতুন করে গেয়ে প্রশংসা কুড়িয়েছেন পড়শী। সালমান শাহকে ট্রিবিউট করে তাঁর কণ্ঠে ‘সাথী তুমি আমার জীবনে’ গানের কাভারও জনপ্রিয় হয়েছে। মুজার সংগীতায়োজনে অভিনেত্রী শেহতাজের গাওয়া ‘ছিলে তুমি ভুল’ আলোচিত হচ্ছে।
পুরোনো গানের নতুন সংগীতায়োজন করে বছরজুড়ে আলোচনায় ছিলেন পার্থ বড়ুয়া। তাঁর সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী ও শাওনের কণ্ঠে ‘নিশা লাগিলো রে’, জলের গানের রাহুল আনন্দের গাওয়া ‘স্কুল খুইলাছে’ ও ‘পরের জাগা পরের জমিন’ এবং অনিমেষ রায়ের কণ্ঠে ‘মন ভালা না রে’ গানগুলো শুনেছেন লাখো শ্রোতা। ‘মাইলস’ তারকা মানাম আহমেদকেও এমন একটি উদ্যোগ নিতে দেখা গেছে এ বছর। দেশবরেণ্য ১০ শিল্পীকে নিয়ে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ নামে চ্যানেল আইয়ে একটি শো করেছেন মানাম। তাতে শিল্পীরা নিজেদের গান নতুন করে গেয়েছেন মানামের সংগীতায়োজনে। যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী মুজার সংগীতায়োজনে তোসিবার কণ্ঠে সিলেটের আঞ্চলিক গান ‘আইলারে নয়া দামান’ বছরের বড় হিট ছিল।
বছরের শেষদিকে টিএম রেকর্ডস নামে একটি নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো বেশি মনোযোগ দিয়েছে নাটক প্রযোজনায়। তাতে কম টাকায় বেশি ভিউ, বেশি লাভ। এই পলিসির চক্রে পড়ে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন শিল্পীরা। প্রায় প্রত্যেক শিল্পীই এখন ইউটিউবে নিজস্ব চ্যানেল মেইনটেইন করছেন। সেসব চ্যানেলে নিয়মিত প্রকাশ হচ্ছে গান।
সংগীত ঘিরে বছরের এতসব কর্মযজ্ঞ আর ঘটন-অঘটনের ভিড়ে আলোড়ন তুলেছে জেমসের আদালতে যাওয়ার ঘটনা। নিজের গানের কপিরাইট নিশ্চিত করতে সেপ্টেম্বরের এক সকালে আদালতে হাজির হন জেমস। বাংলালিংকের বিরুদ্ধে তাঁর মামলার আবেদন তখন আদালত না নিলে, নভেম্বরে আবার তিনি আদালতে যান। মামলাও করেন। জেমসের এ উদ্যোগ গানের কপিরাইট ইস্যুতে শিল্পীদের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করেছে।
জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ ও ‘ভাইকিংস’ আরেকবার ভাঙনের কবলে পড়েছে এ বছর। বেরিয়ে গেছেন দুই ব্যান্ডের গায়ক শাফিন আহমেদ ও তন্ময়।
মহামারির ঘরবন্দী সময়ে গানই ছিল একমাত্র প্রত্যাশার জায়গা। নাটক, চলচ্চিত্র তৈরিতে যে প্রতিবন্ধকতা—অনেক মানুষের এক জায়গায় একত্র হওয়ার দরকার পড়ে, গানে সেটা তুলনায় কম; ফলে বছরজুড়ে সংগীতকারেরা ব্যাপক সুযোগ পেয়েছিলেন মানুষের বিনোদনের খোরাক মেটানোর। দেশে নানা ধরনের, ঘরানার গানও তৈরি হয়েছে দেদার।
তবে যে পরিমাণ গানের প্রত্যাশা ছিল তা অপেক্ষাকৃত কমই হয়েছে। মৌলিক গানের চেয়ে পুরোনো জনপ্রিয় গানের নানান ভার্সনই শ্রোতারা শুনেছেন বেশি। বছরজুড়ে দেশের সংগীতাঙ্গন প্রায় ডুবতে বসেছিল কনসার্টের অভাবে। অনেক দিন কনসার্ট ছিল না। বেশির ভাগ শিল্পী, যন্ত্রীরা হতাশ হয়ে পড়ছিলেন। গত ১২ নভেম্বর মঞ্চে প্রথম আশার আলো জ্বলে ওঠে। ‘নভেম্বর রেইন’ নামে বছরের প্রথম কনসার্টে গান করেন জেমসসহ অনেকেই। এরপর গত দুই মাসে সারা দেশে অসংখ্য ছোট-বড় আয়োজন হয়েছে। প্রতিটি কনসার্টে দর্শকদের উচ্ছ্বসিত উপস্থিতি নজর কেড়েছে।
জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের কনসার্টে ফেরাও বছরের একটি আলোচিত ঘটনা। প্রায় চার বছর পর ব্যান্ডটির ভোকাল সুমন শারীরিক অসুস্থতা কাটিয়ে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চে গান করেন। ‘বয়স হলো আমার’ নামে একটি নতুন গানও প্রকাশ করেছেন তিনি। ফিরেছেন একসময়ের জনপ্রিয় শিল্পী আরফিন রুমিও। অনেক বছর পর টিএম রেকর্ডস থেকে বেরিয়েছে তাঁর গাওয়া নতুন গান ‘তুই আর আমি’। প্রকাশের এক সপ্তাহ পার হয়নি, এর মধ্যে প্রায় ৩ লাখ শ্রোতা শুনে ফেলেছেন রুমির নতুন গান।
দীর্ঘদিন পর সংগীতবিষয়ক কোনো রিয়েলিটি শো শুরু হয়েছে এ বছর। আরটিভির ‘ইয়াং স্টার’ নামের এই শোয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এ ছাড়া জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মীনা’র টাইটেল সং ‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’ নতুন করে গেয়ে প্রশংসা কুড়িয়েছেন পড়শী। সালমান শাহকে ট্রিবিউট করে তাঁর কণ্ঠে ‘সাথী তুমি আমার জীবনে’ গানের কাভারও জনপ্রিয় হয়েছে। মুজার সংগীতায়োজনে অভিনেত্রী শেহতাজের গাওয়া ‘ছিলে তুমি ভুল’ আলোচিত হচ্ছে।
পুরোনো গানের নতুন সংগীতায়োজন করে বছরজুড়ে আলোচনায় ছিলেন পার্থ বড়ুয়া। তাঁর সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী ও শাওনের কণ্ঠে ‘নিশা লাগিলো রে’, জলের গানের রাহুল আনন্দের গাওয়া ‘স্কুল খুইলাছে’ ও ‘পরের জাগা পরের জমিন’ এবং অনিমেষ রায়ের কণ্ঠে ‘মন ভালা না রে’ গানগুলো শুনেছেন লাখো শ্রোতা। ‘মাইলস’ তারকা মানাম আহমেদকেও এমন একটি উদ্যোগ নিতে দেখা গেছে এ বছর। দেশবরেণ্য ১০ শিল্পীকে নিয়ে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ নামে চ্যানেল আইয়ে একটি শো করেছেন মানাম। তাতে শিল্পীরা নিজেদের গান নতুন করে গেয়েছেন মানামের সংগীতায়োজনে। যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী মুজার সংগীতায়োজনে তোসিবার কণ্ঠে সিলেটের আঞ্চলিক গান ‘আইলারে নয়া দামান’ বছরের বড় হিট ছিল।
বছরের শেষদিকে টিএম রেকর্ডস নামে একটি নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো বেশি মনোযোগ দিয়েছে নাটক প্রযোজনায়। তাতে কম টাকায় বেশি ভিউ, বেশি লাভ। এই পলিসির চক্রে পড়ে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন শিল্পীরা। প্রায় প্রত্যেক শিল্পীই এখন ইউটিউবে নিজস্ব চ্যানেল মেইনটেইন করছেন। সেসব চ্যানেলে নিয়মিত প্রকাশ হচ্ছে গান।
সংগীত ঘিরে বছরের এতসব কর্মযজ্ঞ আর ঘটন-অঘটনের ভিড়ে আলোড়ন তুলেছে জেমসের আদালতে যাওয়ার ঘটনা। নিজের গানের কপিরাইট নিশ্চিত করতে সেপ্টেম্বরের এক সকালে আদালতে হাজির হন জেমস। বাংলালিংকের বিরুদ্ধে তাঁর মামলার আবেদন তখন আদালত না নিলে, নভেম্বরে আবার তিনি আদালতে যান। মামলাও করেন। জেমসের এ উদ্যোগ গানের কপিরাইট ইস্যুতে শিল্পীদের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করেছে।
জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ ও ‘ভাইকিংস’ আরেকবার ভাঙনের কবলে পড়েছে এ বছর। বেরিয়ে গেছেন দুই ব্যান্ডের গায়ক শাফিন আহমেদ ও তন্ময়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪