গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বাজারদরের চেয়ে সরকারিভাবে ধানের মূল্য কম নির্ধারণসহ বিভিন্ন কারণে কৃষকেরা ধান বিক্রি করতে রাজি হননি। ফলে চলতি মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান সফল হয়নি।
অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ চাল সরবরাহ করেননি চালকল মালিকেরা। মিলমালিকেরা দাবি করেন, লোডশেডিংয়ের কারণে নির্ধারিত সময়ে চাল সরবরাহ করতে পারেননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৭৪৭ টন বোরো ধান ও ৪০ টাকা কেজি করে ৩ হাজার ৪৬৯ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান গত ২৮ এপ্রিল শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হয়েছে।
চলতি মৌসুমে উপজেলার ২৭টি হাসকিং চালকল এবং তিনটি অটোমেটিক চালকলের সঙ্গে চাল সরবরাহের চুক্তি হয়। নির্ধারিত সময়ের মধ্যে চালকল মালিকেরা ২ হাজার ৪৭০ টন চাল গুদামে সরবরাহ করেন। ঘাটতি রয়েছে ২৭৭ মেট্রিক টন।
এদিকে ধান সংগ্রহ হয়েছে শূন্য। সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা এবারও অর্জিত হয়নি।
স্থানীয় কৃষক ও মিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত ধানের দামের চেয়ে কৃষকেরা বেশি দামে স্থানীয় বাজারে ধান বিক্রি করেছেন। সরকারি পর্যায়ে ধানের সংগ্রহ প্রক্রিয়ার জটিলতার কারণে কৃষক খাদ্য গুদামমুখী হননি।
দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন বলেন, ‘সরকারি খাদ্য গুদামে শতভাগ শুকানো ছাড়া ধান গ্রহণ করে না। মেশিনের মাধ্যমে ধান পরীক্ষা করে টিকলে বিক্রি আর না টিকলে ফেরত। এতে কৃষকের পরিবহন খরচ গচ্চা যায়। তা ছাড়া বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষক গুদামে যাননি।’
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশিদ বলেন, ‘সরকারনির্ধারিত মূল্যে গুদামে চাল সরবরাহ করে মিলমালিকেরা লোকসানে পড়েছেন। শুধু চুক্তির কারণে লাইসেন্স রক্ষার জন্য বাধ্য হয়ে দিতে হয়েছে। অনেকেই দিতে পারেনি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে।
গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সরকারি পর্যায়ে ধান সংগ্রহ অভিযান এবার বিফলে গিয়েছে। চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান বলেন, ‘চলতি মৌসুমে খোলাবাজারে ধান ও চালের মূল্য বেশি থাকায় কৃষকেরা গুদামে ধান নিয়ে আসেনি। মিলারেরা চুক্তির আশি ভাগ চাল সরবরাহ করেছেন। যাঁরা দেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বাজারদরের চেয়ে সরকারিভাবে ধানের মূল্য কম নির্ধারণসহ বিভিন্ন কারণে কৃষকেরা ধান বিক্রি করতে রাজি হননি। ফলে চলতি মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান সফল হয়নি।
অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ চাল সরবরাহ করেননি চালকল মালিকেরা। মিলমালিকেরা দাবি করেন, লোডশেডিংয়ের কারণে নির্ধারিত সময়ে চাল সরবরাহ করতে পারেননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৭৪৭ টন বোরো ধান ও ৪০ টাকা কেজি করে ৩ হাজার ৪৬৯ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান গত ২৮ এপ্রিল শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হয়েছে।
চলতি মৌসুমে উপজেলার ২৭টি হাসকিং চালকল এবং তিনটি অটোমেটিক চালকলের সঙ্গে চাল সরবরাহের চুক্তি হয়। নির্ধারিত সময়ের মধ্যে চালকল মালিকেরা ২ হাজার ৪৭০ টন চাল গুদামে সরবরাহ করেন। ঘাটতি রয়েছে ২৭৭ মেট্রিক টন।
এদিকে ধান সংগ্রহ হয়েছে শূন্য। সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা এবারও অর্জিত হয়নি।
স্থানীয় কৃষক ও মিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত ধানের দামের চেয়ে কৃষকেরা বেশি দামে স্থানীয় বাজারে ধান বিক্রি করেছেন। সরকারি পর্যায়ে ধানের সংগ্রহ প্রক্রিয়ার জটিলতার কারণে কৃষক খাদ্য গুদামমুখী হননি।
দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন বলেন, ‘সরকারি খাদ্য গুদামে শতভাগ শুকানো ছাড়া ধান গ্রহণ করে না। মেশিনের মাধ্যমে ধান পরীক্ষা করে টিকলে বিক্রি আর না টিকলে ফেরত। এতে কৃষকের পরিবহন খরচ গচ্চা যায়। তা ছাড়া বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষক গুদামে যাননি।’
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশিদ বলেন, ‘সরকারনির্ধারিত মূল্যে গুদামে চাল সরবরাহ করে মিলমালিকেরা লোকসানে পড়েছেন। শুধু চুক্তির কারণে লাইসেন্স রক্ষার জন্য বাধ্য হয়ে দিতে হয়েছে। অনেকেই দিতে পারেনি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে।
গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সরকারি পর্যায়ে ধান সংগ্রহ অভিযান এবার বিফলে গিয়েছে। চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান বলেন, ‘চলতি মৌসুমে খোলাবাজারে ধান ও চালের মূল্য বেশি থাকায় কৃষকেরা গুদামে ধান নিয়ে আসেনি। মিলারেরা চুক্তির আশি ভাগ চাল সরবরাহ করেছেন। যাঁরা দেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে