ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আমন চাষাবাদে সেচের প্রধান উৎস বৃষ্টির পানি। কিন্তু এ বছর বর্ষা মৌসুম পেরিয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। ফেনীর ফুলগাজীতে প্রচণ্ড রোদে কৃষিজমির মাটি শুকিয়ে গেছে। উপজেলার ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে বৃষ্টি না হওয়ায় এখনো আমন রোপণ হয়নি। তাই আমনচাষিদের হতাশা যেন দিন দিন বেড়ে চলছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন চাষে বৃষ্টি না হওয়া কৃষকেরা এখন পর্যন্ত জমিতে ধান রোপণ করতে পারেননি। এবার উপজেলার প্রায় ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মাত্র ১০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
কৃষক মো. আবুল কালাম (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি বন্ধ হওয়ার নজির আমি আর কখনো দেখিনি। এই প্রথম দেখলাম, বর্ষাকালে এত রোদ। অতীতে শ্রাবণ মাসের প্রথমে আমন ধানের চারা জমিতে রোপণ শেষ করেছি। এবার এখন পর্যন্ত তা পারিনি।’
আরেক কৃষক মো. জাকির হোসেন (৪৮) আজকের পত্রিকাকে বলেন, এ বছর বৃষ্টির পানি না থাকায় জমিতে আমন ধান চাষ করতে পারব কি না জানি না। গত শনিবার রাতে একটু বৃষ্টি হওয়ায় গতকাল রোববার সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছি। প্রচুর বৃষ্টি ন হলে জমিতে আমন রোপণ করতে পারব না। আর চাষ না হলে কষ্ট এবং দুর্ভোগের সীমা থাকবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, আমনের চারা রোপণ করতে হয় ২৫ দিনের মধ্যে। ২৫ দিনের বেশি চারার বয়স হয়ে গেলে সমস্যা হয়। যদি আরও ১৫ থেকে ২০ দিন বৃষ্টিপাত না হয় বা তারপরে যদি বৃষ্টি হয়, তাহলেও রোপণে কোনো সমস্যা হবে না।
এ ক্ষেত্রে কৃষকেরা আগে চারা রোপণের সময় তিন-চারটি চারা দিলেই হতো, এখন ছয়-সাতটি করে চারা রোপণ করবেন এবং সঙ্গে সঙ্গে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন। তাহলে মোটামুটি ক্ষতিটা পুষিয়ে আসবে।
আমন চাষাবাদে সেচের প্রধান উৎস বৃষ্টির পানি। কিন্তু এ বছর বর্ষা মৌসুম পেরিয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। ফেনীর ফুলগাজীতে প্রচণ্ড রোদে কৃষিজমির মাটি শুকিয়ে গেছে। উপজেলার ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে বৃষ্টি না হওয়ায় এখনো আমন রোপণ হয়নি। তাই আমনচাষিদের হতাশা যেন দিন দিন বেড়ে চলছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন চাষে বৃষ্টি না হওয়া কৃষকেরা এখন পর্যন্ত জমিতে ধান রোপণ করতে পারেননি। এবার উপজেলার প্রায় ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মাত্র ১০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
কৃষক মো. আবুল কালাম (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি বন্ধ হওয়ার নজির আমি আর কখনো দেখিনি। এই প্রথম দেখলাম, বর্ষাকালে এত রোদ। অতীতে শ্রাবণ মাসের প্রথমে আমন ধানের চারা জমিতে রোপণ শেষ করেছি। এবার এখন পর্যন্ত তা পারিনি।’
আরেক কৃষক মো. জাকির হোসেন (৪৮) আজকের পত্রিকাকে বলেন, এ বছর বৃষ্টির পানি না থাকায় জমিতে আমন ধান চাষ করতে পারব কি না জানি না। গত শনিবার রাতে একটু বৃষ্টি হওয়ায় গতকাল রোববার সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছি। প্রচুর বৃষ্টি ন হলে জমিতে আমন রোপণ করতে পারব না। আর চাষ না হলে কষ্ট এবং দুর্ভোগের সীমা থাকবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, আমনের চারা রোপণ করতে হয় ২৫ দিনের মধ্যে। ২৫ দিনের বেশি চারার বয়স হয়ে গেলে সমস্যা হয়। যদি আরও ১৫ থেকে ২০ দিন বৃষ্টিপাত না হয় বা তারপরে যদি বৃষ্টি হয়, তাহলেও রোপণে কোনো সমস্যা হবে না।
এ ক্ষেত্রে কৃষকেরা আগে চারা রোপণের সময় তিন-চারটি চারা দিলেই হতো, এখন ছয়-সাতটি করে চারা রোপণ করবেন এবং সঙ্গে সঙ্গে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন। তাহলে মোটামুটি ক্ষতিটা পুষিয়ে আসবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে