সখীপুর প্রতিনিধি
সখীপুর উপজেলার বহুরিয়া ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) গোলাম কিবরিয়ার বাড়ি ও অফিসে ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন কর্মী-সমর্থকেরা। গতকাল সোমবার উপজেলার কালমেঘা বাজারে মানববন্ধনে তাঁরা এ প্রতিবাদ জানান। বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এর আগে সখীপুর থানায় অভিযোগ করেন গোলাম কিবরিয়া।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, গোলাম কিবরিয়া সেলিম প্রমুখ এ ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন। এ ছাড়া মানববন্ধনে চার শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে বহুরিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সরকার নূরে আলম মুক্তা বিজয়ী হওয়ার পর থেকে বিজয় মিছিল করে চলেছেন। গত শনিবার এক বিজয় মিছিল থেকে তাঁর কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়ার বাড়ি ও অফিসে ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা মাইকে নানাভাবে উসকানিমূলক বক্তব্য প্রচার করছেন। বিষয়টি খুবই নিন্দনীয়। এসব ক্রিয়াকলাপ থেকে বিজয়ী প্রার্থী নূরে আলম মুক্তাকে বিরত থাকার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে গোলাম কিবরিয়া সেলিম বলেন, জয়-পরাজয় থাকবেই। তাই বলে বিজয়ী ও তাঁর কর্মী-সমর্থকদের এমন হীন কাজকর্ম মেনে নেওয়া যায় না।
এ সময় গোলাম কিবরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজকের পর থেকে আমার একজন কর্মীর ওপর যদি কোনো ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা করা হয় তবে আওয়ামী লীগের বহুরিয়া ইউনিয়ন শাখা তা প্রতিহত করবে। এসব কর্মকাণ্ড কখনোই বরদাশত করা হবে না।’
জানতে চাইলে সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা ওই বাড়িতে ঢিল ছুড়েছেন কি না আমার জানা নেই। তবে আমার দুজন কর্মী বিষয়টি জানতে গোলাম কিবরিয়ার বাড়িতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। যা কোনোভাবেই কাম্য ছিল না। তিনি নির্বাচনে হেরে গিয়ে নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।’
এ বিষয়ে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর বলেন, নির্বাচনের পর বিজয়ীদের আরও সহনশীল হওয়া প্রয়োজন। নির্বাচনের পর পরাজিত প্রার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। তাই বিজয়ী প্রার্থীর উচিত তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানানো। এসব প্রথা চালু হলে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরাও বিষয়টি উপলব্ধি করতে পারবেন। হামলার ঘটনাও কমে আসবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গোলাম কিবরিয়ার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে মামলা নেওয়া হবে।
সখীপুর উপজেলার বহুরিয়া ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) গোলাম কিবরিয়ার বাড়ি ও অফিসে ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন কর্মী-সমর্থকেরা। গতকাল সোমবার উপজেলার কালমেঘা বাজারে মানববন্ধনে তাঁরা এ প্রতিবাদ জানান। বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এর আগে সখীপুর থানায় অভিযোগ করেন গোলাম কিবরিয়া।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, গোলাম কিবরিয়া সেলিম প্রমুখ এ ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন। এ ছাড়া মানববন্ধনে চার শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে বহুরিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সরকার নূরে আলম মুক্তা বিজয়ী হওয়ার পর থেকে বিজয় মিছিল করে চলেছেন। গত শনিবার এক বিজয় মিছিল থেকে তাঁর কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়ার বাড়ি ও অফিসে ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা মাইকে নানাভাবে উসকানিমূলক বক্তব্য প্রচার করছেন। বিষয়টি খুবই নিন্দনীয়। এসব ক্রিয়াকলাপ থেকে বিজয়ী প্রার্থী নূরে আলম মুক্তাকে বিরত থাকার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে গোলাম কিবরিয়া সেলিম বলেন, জয়-পরাজয় থাকবেই। তাই বলে বিজয়ী ও তাঁর কর্মী-সমর্থকদের এমন হীন কাজকর্ম মেনে নেওয়া যায় না।
এ সময় গোলাম কিবরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজকের পর থেকে আমার একজন কর্মীর ওপর যদি কোনো ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা করা হয় তবে আওয়ামী লীগের বহুরিয়া ইউনিয়ন শাখা তা প্রতিহত করবে। এসব কর্মকাণ্ড কখনোই বরদাশত করা হবে না।’
জানতে চাইলে সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা ওই বাড়িতে ঢিল ছুড়েছেন কি না আমার জানা নেই। তবে আমার দুজন কর্মী বিষয়টি জানতে গোলাম কিবরিয়ার বাড়িতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। যা কোনোভাবেই কাম্য ছিল না। তিনি নির্বাচনে হেরে গিয়ে নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।’
এ বিষয়ে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর বলেন, নির্বাচনের পর বিজয়ীদের আরও সহনশীল হওয়া প্রয়োজন। নির্বাচনের পর পরাজিত প্রার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। তাই বিজয়ী প্রার্থীর উচিত তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানানো। এসব প্রথা চালু হলে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরাও বিষয়টি উপলব্ধি করতে পারবেন। হামলার ঘটনাও কমে আসবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গোলাম কিবরিয়ার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে মামলা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে