দৌলতপুরে আগুনে পুড়ল ৯টি বসতবাড়ি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০৫: ৩০
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৪২

কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভেড়ামারা ফায়ার সার্ভিস।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মৃত বিলাত মন্ডলের ছেলে একরামের ৪টা ছাগল ও একটি গরু পুড়ে গেছে। এ ছাড়া একরামের ভাই জামাল ও মাহাবুল; মোতালেব হোসেনের ছেলে সুজন, মেয়ে তোরিফোন; মৃত জসিম উদ্দিনের মেয়ে ভানু, ফুরু, আসুরা এবং ভূগোলের ছেলে এনামুলের বসতঘর পুড়ে যায়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার আজিজুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত