বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অনেক দেশেই খ্যাতিমান শিল্পীদের আত্মজীবনী প্রকাশ হয়। তাঁদের নিয়ে নির্মিত হয় তথ্যচিত্র। সেসবের মাধ্যমে প্রিয় শিল্পীদের সম্পর্কে জানতে পারেন ভক্তরা। কিন্তু বাংলাদেশের কোনো তারকাকে নিয়ে এ ধরনের কাজ খুব কম। সেই শূন্যতা উপলব্ধি করে এগিয়ে এলেন জয় শাহরিয়ার। সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে নিয়ে লিখলেন একটি আত্মকথনমূলক আত্মজৈবনিক। যেটি বই আকারে প্রকাশ পাবে আগামী বইমেলায়।
শনিবার ওই জীবনীগ্রন্থের পাণ্ডুলিপি কুমার বিশ্বজিতের হাতে তুলে দিয়েছেন জয়। প্রথমবারের মতো নিজের সংগীতজীবনের গল্প ছাপার অক্ষরে আসছে—বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘জয় শাহরিয়ারের তুমুল আগ্রহের কারণেই এই অসাধ্যসাধন হয়েছে। কমপক্ষে ২০ থেকে ২২ বার আমার সঙ্গে বসে দীর্ঘ কথোপকথনের মধ্য দিয়ে বইটি লেখা হয়েছে। এতে আমার সংগীতজীবন সম্পর্কে জানা যাবে।’
জয় শাহরিয়ার নিজেও সংগীতশিল্পী। গান লেখেন, সুর করেন। বব ডিলান, বব মার্লে, জন লেনন-সহ বিশ্বসংগীতের অনেক তারকার গান শোনার পাশাপাশি আগ্রহ নিয়ে প্রিয় শিল্পীদের জীবনীও পড়েন। জয় বলেন, ‘বাংলাদেশের কাউকে নিয়ে এ ধরনের লেখা পাইনি। আজম খান, আইয়ুব বাচ্চুর মতো গুণী শিল্পীরা মারা গেলেন। কিন্তু তাঁদের নিয়ে কোনো ডকুমেন্টেশন নেই। যাঁরা তাঁদের কাছের মানুষ, তাঁরা হয়তো উনাদের নিয়ে লিখতে পারবেন। কিন্তু তাঁরা নিজেদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে যেটা বলতেন, সেটা তো অন্য কেউ বলতে পারবেন না।’
গত বছরের শুরুর দিকে যখন কুমার বিশ্বজিৎকে প্রস্তাবটি দেন জয়, তিনিও আগ্রহী হয়েছিলেন। এরপর অনলাইন-অফলাইনে ২০ বারেরও বেশি কুমার বিশ্বজিতের সাক্ষাৎকার নিয়েছেন জয়। প্রায় এক বছরের পরিশ্রমের পর তৈরি হলো বইটি।
জয় শাহরিয়ার বলেন, ‘বিশ্বজিৎদার সংগীতজীবনের সব দিকই তুলে ধরার চেষ্টা করেছি। তাঁর ছোটবেলা, বেড়ে ওঠা, গান শুরু, মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা, চট্টগ্রামে ব্যান্ড শুরু করা, গানের জন্য ঢাকা আসা, সাফল্য পাওয়া, এই সময়ে কুমার বিশ্বজিতের সংগীতভাবনা—সব দিকই ছুঁতে চেয়েছি।’
বইয়ের নাম এখনই জানাচ্ছেন না জয় শাহরিয়ার। জানাবেন ১৫ জানুয়ারি। ওই দিন থেকে শুরু হবে কুমার বিশ্বজিতের জীবনীগ্রন্থের প্রি-অর্ডার।
বিশ্বের অনেক দেশেই খ্যাতিমান শিল্পীদের আত্মজীবনী প্রকাশ হয়। তাঁদের নিয়ে নির্মিত হয় তথ্যচিত্র। সেসবের মাধ্যমে প্রিয় শিল্পীদের সম্পর্কে জানতে পারেন ভক্তরা। কিন্তু বাংলাদেশের কোনো তারকাকে নিয়ে এ ধরনের কাজ খুব কম। সেই শূন্যতা উপলব্ধি করে এগিয়ে এলেন জয় শাহরিয়ার। সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে নিয়ে লিখলেন একটি আত্মকথনমূলক আত্মজৈবনিক। যেটি বই আকারে প্রকাশ পাবে আগামী বইমেলায়।
শনিবার ওই জীবনীগ্রন্থের পাণ্ডুলিপি কুমার বিশ্বজিতের হাতে তুলে দিয়েছেন জয়। প্রথমবারের মতো নিজের সংগীতজীবনের গল্প ছাপার অক্ষরে আসছে—বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘জয় শাহরিয়ারের তুমুল আগ্রহের কারণেই এই অসাধ্যসাধন হয়েছে। কমপক্ষে ২০ থেকে ২২ বার আমার সঙ্গে বসে দীর্ঘ কথোপকথনের মধ্য দিয়ে বইটি লেখা হয়েছে। এতে আমার সংগীতজীবন সম্পর্কে জানা যাবে।’
জয় শাহরিয়ার নিজেও সংগীতশিল্পী। গান লেখেন, সুর করেন। বব ডিলান, বব মার্লে, জন লেনন-সহ বিশ্বসংগীতের অনেক তারকার গান শোনার পাশাপাশি আগ্রহ নিয়ে প্রিয় শিল্পীদের জীবনীও পড়েন। জয় বলেন, ‘বাংলাদেশের কাউকে নিয়ে এ ধরনের লেখা পাইনি। আজম খান, আইয়ুব বাচ্চুর মতো গুণী শিল্পীরা মারা গেলেন। কিন্তু তাঁদের নিয়ে কোনো ডকুমেন্টেশন নেই। যাঁরা তাঁদের কাছের মানুষ, তাঁরা হয়তো উনাদের নিয়ে লিখতে পারবেন। কিন্তু তাঁরা নিজেদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে যেটা বলতেন, সেটা তো অন্য কেউ বলতে পারবেন না।’
গত বছরের শুরুর দিকে যখন কুমার বিশ্বজিৎকে প্রস্তাবটি দেন জয়, তিনিও আগ্রহী হয়েছিলেন। এরপর অনলাইন-অফলাইনে ২০ বারেরও বেশি কুমার বিশ্বজিতের সাক্ষাৎকার নিয়েছেন জয়। প্রায় এক বছরের পরিশ্রমের পর তৈরি হলো বইটি।
জয় শাহরিয়ার বলেন, ‘বিশ্বজিৎদার সংগীতজীবনের সব দিকই তুলে ধরার চেষ্টা করেছি। তাঁর ছোটবেলা, বেড়ে ওঠা, গান শুরু, মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা, চট্টগ্রামে ব্যান্ড শুরু করা, গানের জন্য ঢাকা আসা, সাফল্য পাওয়া, এই সময়ে কুমার বিশ্বজিতের সংগীতভাবনা—সব দিকই ছুঁতে চেয়েছি।’
বইয়ের নাম এখনই জানাচ্ছেন না জয় শাহরিয়ার। জানাবেন ১৫ জানুয়ারি। ওই দিন থেকে শুরু হবে কুমার বিশ্বজিতের জীবনীগ্রন্থের প্রি-অর্ডার।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে