নৌকার পক্ষে কাজ করায় হামলা, মা-ছেলে আহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৮
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৪

কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ মোট দুজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহিরমাদী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় ইউপি সদস্য রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া তাঁর ছেলে রাব্বী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ আহমেদের পক্ষে কাজ করেন একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম এবং তার পরিবার।

সেই কারণে নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানের লোকজন ইউপি সদস্য রোকেয়া বেগমের বাড়িতে হামলায় চালায়। হামলাকারীরা রোকেয়া বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় রোকেয়া বেগমের ছেলে রাব্বী এগিয়ে আসলে তাঁকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি করে। এর পরে ঘটাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায় হামলাকারীরা। হামলাকারীদের গুলিতে রোকেয়ার ছেলে রাব্বীর (২২) বাম হাতে বিদ্ধ হয়।

পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, সেখানে তাদের অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে পরাজিত নৌকার প্রার্থী সৈয়দ আহমেদ বলেন, নৌকার পক্ষে ভোট করার অপরাধে বিজয়ী চেয়ারম্যানের সমর্থক রুবেলের নেতৃত্বে একদল যুবক ইউপি সদস্য রোকেয়ার বাড়িতে হামলা ও গুলি চালায়। এতে রোকেয়া মেম্বার ও তার ছেলে রাব্বী আহত হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হাসান বলেন, নির্বাচন সংক্রান্ত ঘটনায় একজন আহত হয়ে দৌলতপুর হাসপাতালে আসে, পরে তাকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। তার বাম হাতে ক্ষত চিহ্ন আছে। আহত ব্যক্তির দাবি তাকে গুলি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত