আনিকা জীনাত, ঢাকা
মোবাইল ফোনে ভিডিও ধারণ এখন আর শুধু শখের বিষয় নয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ভালো মানের ভিডিও তৈরি করে এখন রোজগারও করা সম্ভব। তাই শুধু ভিডিও ধারণ করলেই চলবে না। মনমাতানো ভিডিও পেতে দরকার সৃষ্টিশীল সম্পাদনা। এখন সেটি মোবাইল ফোনেই করা সম্ভব।
মোবাইল ফোনে ভিডিও সম্পাদনা করার জন্য বেশ কিছু ভালো অ্যাপ আছে। আপনার প্রয়োজনমতো যেকোনো একটি অ্যাপ বেছে নিতে পারেন।
কাইনমাস্টার
অ্যাপটি ফ্রিও ব্যবহার করা যায়। কিন্তু এর পেইড সংস্করণ ভিডিও তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা কমবে। প্রিমিয়াম সুবিধা চাইলে ‘কাইনমাস্টার অ্যাসেট স্টোর’-এ গিয়ে টেম্পলেট ডাউনলোডের সুবিধা নিতে হবে। প্রিমিয়াম সেবার আওতায় বিভিন্ন ধরনের ফ্রেম, টেক্সট, স্টিকার, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট ব্যবহার করা যাবে। প্রায় আড়াই হাজার ছোট ছোট ফাইল ডাউনলোড করা যাবে প্রিমিয়াম সেবার আওতায়।
অ্যাপটি চালু করে প্রিভিউতে গেলে লেয়ার, মিডিয়া, রেকর্ডিং ও অডিও নামের চারটি অপশন পাবেন। ফ্রিতে অনেক মিউজিক পাওয়া যাবে, যেগুলো ডাউনলোড করে ভিডিওর সঙ্গে যুক্ত করা সম্ভব।
পেশাদার ভিডিও তৈরির জন্য এই অ্যাপ বেশ ভালো। এতে স্ক্রিনের ওপর আঙুল দিয়ে লিখে তা ভিডিওতে যোগ করা যায়। রেকর্ডিং বাটনে ক্লিক করে ভিডিওতে নিজের কণ্ঠ জুড়ে দেওয়া যায়। ডিভাইসে থাকা ভিডিও কালার গ্রেডিংয়ের সুবিধা আছে এই অ্যাপে।
কাইনমাস্টারে ফোরকে রেজল্যুশন পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করা যায়। সাবস্ক্রাইবার থেকে মাসে ব্যয় হবে ৩১৫ টাকা এবং পুরো বছরের জন্য ১ হাজার ৯০০ টাকা। যদি ওয়াটার মার্কে সমস্যা না থাকে, তবে অ্যাপটি ফ্রিতে চালাতে পারেন। ৫টি ভিন্ন ডিভাইসে প্রিমিয়াম সেবা ব্যবহার করা যাবে।
৪.৪ রেটিং পাওয়া অ্যাপটি গুগল প্লে থেকে ১০ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে।
ফিল্ম মেকার প্রো
আপনি অ্যাপটি চালু করলেই বুঝতে পারবেন এটি ব্যবহার করা কত সহজ। এখানে কোনো একটি অপশনে ক্লিক করলে অ্যাপ থেকেই নির্দেশনা পাবেন পরের ধাপে কী করতে হবে। ফন্ট, কালার ও ইফেক্ট যুক্ত করা যাবে। টেক্সটও বসানো সম্ভব। টেক্সট বসালে কত সেকেন্ড দেখবেন তা নির্ধারণ করে দিতে হবে। ভিডিওর দৈর্ঘ্য কমিয়ে ফাস্ট ফরোয়ার্ড করা যাবে। এতে ৩৬ সেকেন্ডের ভিডিও ১৫ সেকেন্ডে দেখানো যাবে।
অ্যাপেই টিউটোরিয়াল দেওয়া আছে। তাই ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল খুঁজতে হবে না। প্রিভিউয়ের নিচে একদম বাম দিকে ‘হাউ টু এডিট’ নামে একটি ফোল্ডার আছে। তাতে বেসিক এডিটিং, ইন্ট্রো অ্যান্ড অ্যানিমেটেড টেক্সট, স্টানিং ইফেক্ট এ রকম ৭টি বিষয়ের টিউটোরিয়াল পাবেন।
অ্যাপটিতে ভিআইপি সুবিধা পেতে মাসে ব্যয় হবে ৫০০ টাকা, পুরো বছরের জন্য ৭৫০ টাকা। আর সারা জীবন প্রিমিয়াম সেবার জন্য এককালীন ৯৫০ টাকা ব্যয় হবে। এতে ৫০টির বেশি ফিল্ম ইফেক্ট থাকলেও সবগুলো ফ্রি নয়। পেইডগুলোর ওপরে প্রো শব্দটি লেখা থাকে।
এতে ফোরকে রেজল্যুশনে ভিডিও সেভ করে যায়। সেভ করা শেষে প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপের নাম সরাসরি চলে আসে।
অ্যান্ড্রোভিড
অ্যাপটি চালু করে প্রিভিউ আনলে ওপরে বেশ কিছু ফিচার দেখতে পাবেন। এগুলো আনতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে সব অপশন পেয়ে যাবেন। ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সে-সম্পর্কে বিস্তারিত জানা যাবে হেল্প ফিচারে ক্লিক করে।
চাইলে এতে ছবিও সম্পাদনা করা যাবে। সম্পাদনার সময় সব ফিচার নিচে চলে আসবে। অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেস, এক্সপোজার, হাইলাইটস, শ্যাডো, টেম্পারেচার ও শার্পনেস বাড়ানো-কমানো যাবে। চাইলে ছবির ওপরে ছোট ছোট অনেক ছবি বসানো যাবে। ৫০ লাখের বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপটির রেটিং ৪.৩। অ্যাপটি শুধু গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
প্রো-মেম্বারশিপে কোনো বিজ্ঞাপন ও ওয়াটারমার্কের ঝামেলা নেই। প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি ৮৯ টাকা। পুরো বছরের জন্য ৪৯৯ টাকা। এতে টিকটকের জন্য নির্ধারিত রেশিও সেট করা যাবে।
ভিডিও সম্পাদনার আগে
মোবাইল ফোনে ভিডিও ধারণ এখন আর শুধু শখের বিষয় নয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ভালো মানের ভিডিও তৈরি করে এখন রোজগারও করা সম্ভব। তাই শুধু ভিডিও ধারণ করলেই চলবে না। মনমাতানো ভিডিও পেতে দরকার সৃষ্টিশীল সম্পাদনা। এখন সেটি মোবাইল ফোনেই করা সম্ভব।
মোবাইল ফোনে ভিডিও সম্পাদনা করার জন্য বেশ কিছু ভালো অ্যাপ আছে। আপনার প্রয়োজনমতো যেকোনো একটি অ্যাপ বেছে নিতে পারেন।
কাইনমাস্টার
অ্যাপটি ফ্রিও ব্যবহার করা যায়। কিন্তু এর পেইড সংস্করণ ভিডিও তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা কমবে। প্রিমিয়াম সুবিধা চাইলে ‘কাইনমাস্টার অ্যাসেট স্টোর’-এ গিয়ে টেম্পলেট ডাউনলোডের সুবিধা নিতে হবে। প্রিমিয়াম সেবার আওতায় বিভিন্ন ধরনের ফ্রেম, টেক্সট, স্টিকার, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট ব্যবহার করা যাবে। প্রায় আড়াই হাজার ছোট ছোট ফাইল ডাউনলোড করা যাবে প্রিমিয়াম সেবার আওতায়।
অ্যাপটি চালু করে প্রিভিউতে গেলে লেয়ার, মিডিয়া, রেকর্ডিং ও অডিও নামের চারটি অপশন পাবেন। ফ্রিতে অনেক মিউজিক পাওয়া যাবে, যেগুলো ডাউনলোড করে ভিডিওর সঙ্গে যুক্ত করা সম্ভব।
পেশাদার ভিডিও তৈরির জন্য এই অ্যাপ বেশ ভালো। এতে স্ক্রিনের ওপর আঙুল দিয়ে লিখে তা ভিডিওতে যোগ করা যায়। রেকর্ডিং বাটনে ক্লিক করে ভিডিওতে নিজের কণ্ঠ জুড়ে দেওয়া যায়। ডিভাইসে থাকা ভিডিও কালার গ্রেডিংয়ের সুবিধা আছে এই অ্যাপে।
কাইনমাস্টারে ফোরকে রেজল্যুশন পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করা যায়। সাবস্ক্রাইবার থেকে মাসে ব্যয় হবে ৩১৫ টাকা এবং পুরো বছরের জন্য ১ হাজার ৯০০ টাকা। যদি ওয়াটার মার্কে সমস্যা না থাকে, তবে অ্যাপটি ফ্রিতে চালাতে পারেন। ৫টি ভিন্ন ডিভাইসে প্রিমিয়াম সেবা ব্যবহার করা যাবে।
৪.৪ রেটিং পাওয়া অ্যাপটি গুগল প্লে থেকে ১০ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে।
ফিল্ম মেকার প্রো
আপনি অ্যাপটি চালু করলেই বুঝতে পারবেন এটি ব্যবহার করা কত সহজ। এখানে কোনো একটি অপশনে ক্লিক করলে অ্যাপ থেকেই নির্দেশনা পাবেন পরের ধাপে কী করতে হবে। ফন্ট, কালার ও ইফেক্ট যুক্ত করা যাবে। টেক্সটও বসানো সম্ভব। টেক্সট বসালে কত সেকেন্ড দেখবেন তা নির্ধারণ করে দিতে হবে। ভিডিওর দৈর্ঘ্য কমিয়ে ফাস্ট ফরোয়ার্ড করা যাবে। এতে ৩৬ সেকেন্ডের ভিডিও ১৫ সেকেন্ডে দেখানো যাবে।
অ্যাপেই টিউটোরিয়াল দেওয়া আছে। তাই ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল খুঁজতে হবে না। প্রিভিউয়ের নিচে একদম বাম দিকে ‘হাউ টু এডিট’ নামে একটি ফোল্ডার আছে। তাতে বেসিক এডিটিং, ইন্ট্রো অ্যান্ড অ্যানিমেটেড টেক্সট, স্টানিং ইফেক্ট এ রকম ৭টি বিষয়ের টিউটোরিয়াল পাবেন।
অ্যাপটিতে ভিআইপি সুবিধা পেতে মাসে ব্যয় হবে ৫০০ টাকা, পুরো বছরের জন্য ৭৫০ টাকা। আর সারা জীবন প্রিমিয়াম সেবার জন্য এককালীন ৯৫০ টাকা ব্যয় হবে। এতে ৫০টির বেশি ফিল্ম ইফেক্ট থাকলেও সবগুলো ফ্রি নয়। পেইডগুলোর ওপরে প্রো শব্দটি লেখা থাকে।
এতে ফোরকে রেজল্যুশনে ভিডিও সেভ করে যায়। সেভ করা শেষে প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপের নাম সরাসরি চলে আসে।
অ্যান্ড্রোভিড
অ্যাপটি চালু করে প্রিভিউ আনলে ওপরে বেশ কিছু ফিচার দেখতে পাবেন। এগুলো আনতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে সব অপশন পেয়ে যাবেন। ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সে-সম্পর্কে বিস্তারিত জানা যাবে হেল্প ফিচারে ক্লিক করে।
চাইলে এতে ছবিও সম্পাদনা করা যাবে। সম্পাদনার সময় সব ফিচার নিচে চলে আসবে। অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেস, এক্সপোজার, হাইলাইটস, শ্যাডো, টেম্পারেচার ও শার্পনেস বাড়ানো-কমানো যাবে। চাইলে ছবির ওপরে ছোট ছোট অনেক ছবি বসানো যাবে। ৫০ লাখের বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপটির রেটিং ৪.৩। অ্যাপটি শুধু গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
প্রো-মেম্বারশিপে কোনো বিজ্ঞাপন ও ওয়াটারমার্কের ঝামেলা নেই। প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি ৮৯ টাকা। পুরো বছরের জন্য ৪৯৯ টাকা। এতে টিকটকের জন্য নির্ধারিত রেশিও সেট করা যাবে।
ভিডিও সম্পাদনার আগে
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে