১২ বছর পর নিজস্ব ভবনে দেবিদ্বার পৌরসভা

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ১৮
Thumbnail image

দীর্ঘ ১২ বছর পর দেবিদ্বার পৌরসভা ভবনে আবারও কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার প্রথম কর্মদিবসের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। নতুন ভবনে ফিরে যাওয়ায় খুশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারাও।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন এ ভবনে কার্যক্রম পরিচালনা না করায় পরিত্যক্ত ছিল ভবনটি। গত বুধবার সকালে জীর্ণ দ্বিতল ভবনটি ধোয়া-মোছাসহ দরজা-জানালা-আসবাব পরিষ্কার করতে দেখা গেছে।

পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়েছিল ভবনটি। স্থানীয় বাসিন্দারা ভবন প্রাঙ্গণে গরু-ছাগল লালন-পালন করেছেন। খড়কুটা স্তূপ করে রাখা হয়েছিল। ভবন এলাকা মাদকাসক্ত ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। এ ছাড়া অস্থায়ী কার্যালয়ে গিয়ে জায়গাসংকটে নানা দুর্ভোগ পোহাতে হতো। জন্মনিবন্ধন, কর পরিশোধ করতে গেলেও নারী-পুরুষের প্রচুর ভিড় লেগে থাকত। পৌরসভার কার্যালয় নিজস্ব ভবনে ফিরে যাওয়ায় মানুষের কষ্ট কমবে।

জানা গেছে, ২০০৩ সালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার জন্য গুনাইঘর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল পৌর ভবনটি নির্মাণ করা হয়। টানা পাঁচ বছর সেখানে পৌরসভার কার্যক্রম চলে। কিন্তু ভবনটি পৌর এলাকার এক প্রান্তে হওয়ায়, যাতায়াতে সমস্যাসহ নাগরিকসেবার অসুবিধার অজুহাতে ২০০৯ সালে এটি বন্ধ করা হয়। পরে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণপাঠাগারে পৌরসভার অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়। এ ছাড়া গত ২১ বছরেও দেবিদ্বার পৌরসভার নির্বাচন হয়নি। সীমানা-সংক্রান্ত নানা জটিলতায় উচ্চ আদালতে দুটি মামলা থাকায় নির্বাচিত মেয়র থেকে বঞ্চিত পৌরবাসী। ফলে পৌরবাসীর সেবা লাভের একমাত্র ভরসা হচ্ছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ অবস্থায় পৌর এলাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

পৌরসচিব মো. ফখরুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিজস্ব ভবনে ফিরে আসায় আমাদের কাজের অনেক সুবিধা হয়েছে। নাগরিকসেবার মানও বেড়েছে। আগে ছোট্ট তিনটি রুমে একাধিক কর্মকর্তাকে বসতে হতো। সাধারণ মানুষের চাপও ছিল। এখন মানুষ সহজে সব কাজ করতে পারবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘পৌরবাসীর নাগরিকসেবার মান বাড়াতে পৌরসভার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। এ জন্য স্থানীয় সাংসদ রাজী মোহম্মদ ফখরুল আমাদের সহযোগিতা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত