মুন্সিগঞ্জ প্রতিনিধি
ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন মুন্সিগঞ্জের মেয়ে নাসরিন সুলতানা ইভা। গতকাল রোববার দুপুরে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় ৫০তম স্থান অর্জন করেছিলেন।
ইভার বাড়ি সদর উপজেলার সিপাহীপাড়ার শাঁখারীবাজারে। বাবা মো. ইউনুস আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিতের প্রভাষক। মা আরজিনা বেগম গৃহিণী। দুই বোনের মধ্যে দ্বিতীয় ইভা। তিনি এ বছর মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে অবস্থিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
ইভা বলেন, ‘এইচএসসি পরীক্ষার আগে থেকেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। তবে, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয়নি।’
ইভার বাবা মো. ইউনুস আলী বলেন, ‘ইভা বেশ মেধাবী। সে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ৫০ তম স্থান লাভ করেছে। আবার ডেন্টালে প্রথম হলো। কিন্তু, সে কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়েনি। অনলাইনে বিভিন্ন ক্লাস করেছে। পাশাপাশি ওর কলেজের শিক্ষকেরা ওর জন্য অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে ওর কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ইভাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
মা আরজিনা বেগম বলেন, ‘আমি খুবই খুশি। আমার মেয়ে ছোটবেলা থেকে সব পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে।’
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শাহ আলম বলেন, ‘করোনার সময় আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম, তখন অনলাইন ক্লাসের গুরুত্ব অনুভব করি। সব শিক্ষকের প্রচেষ্টা আর ইভার ইচ্ছাশক্তির সম্মিলনে এই ফলাফল সম্ভব হয়েছে। করোনাকালে অনলাইনে পর্যাপ্ত ক্লাস নেওয়া হয়েছে। আমি সাবেক অধ্যক্ষসহ সব শিক্ষকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন মুন্সিগঞ্জের মেয়ে নাসরিন সুলতানা ইভা। গতকাল রোববার দুপুরে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় ৫০তম স্থান অর্জন করেছিলেন।
ইভার বাড়ি সদর উপজেলার সিপাহীপাড়ার শাঁখারীবাজারে। বাবা মো. ইউনুস আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিতের প্রভাষক। মা আরজিনা বেগম গৃহিণী। দুই বোনের মধ্যে দ্বিতীয় ইভা। তিনি এ বছর মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে অবস্থিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
ইভা বলেন, ‘এইচএসসি পরীক্ষার আগে থেকেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। তবে, ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয়নি।’
ইভার বাবা মো. ইউনুস আলী বলেন, ‘ইভা বেশ মেধাবী। সে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ৫০ তম স্থান লাভ করেছে। আবার ডেন্টালে প্রথম হলো। কিন্তু, সে কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়েনি। অনলাইনে বিভিন্ন ক্লাস করেছে। পাশাপাশি ওর কলেজের শিক্ষকেরা ওর জন্য অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে ওর কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ইভাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
মা আরজিনা বেগম বলেন, ‘আমি খুবই খুশি। আমার মেয়ে ছোটবেলা থেকে সব পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে।’
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শাহ আলম বলেন, ‘করোনার সময় আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম, তখন অনলাইন ক্লাসের গুরুত্ব অনুভব করি। সব শিক্ষকের প্রচেষ্টা আর ইভার ইচ্ছাশক্তির সম্মিলনে এই ফলাফল সম্ভব হয়েছে। করোনাকালে অনলাইনে পর্যাপ্ত ক্লাস নেওয়া হয়েছে। আমি সাবেক অধ্যক্ষসহ সব শিক্ষকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে