মঞ্চ দিয়ে এক বছর পর অভিনয়ে ফিরছেন শারমিন আঁখি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শুটিং হাউসে অগ্নিদগ্ধ হয়ে গত বছরের শুরুতে থমকে গিয়েছিল অভিনেত্রী শারমিন আঁখির ১২ বছরের অভিনয় ক্যারিয়ার। শর্টসার্কিটের কারণে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গিয়েছিল আঁখির শরীরের ৩৫ শতাংশ। দুই মাসের বেশি সময় থাকতে হয়েছে হাসপাতালে। বাসায় ফিরলেও ছিলেন গৃহবন্দী। সেই দুঃসহ সময় কাটিয়ে এক বছর পর আবার নিজের চেনা জগতে ফিরছেন অভিনেত্রী। আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আয়োজিত গ্রুপ থিয়েটার উৎসবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের ‘কবি’ নাটকে অভিনয় করবেন আঁখি। মঞ্চ দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল তাঁর। সেই মঞ্চেই শুরু হচ্ছে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস।

অভিনয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত আঁখি। তিনি বলেন, ‘এক বছর ধরে ঘরবন্দী। কাজে ফেরার জন্য মনটা ছটফট করছে। শরীর কিছুটা অনুকূলে থাকায় কাজে ফিরছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চে। এক বছর ধরে ভাবছিলাম, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও শুরু করব মঞ্চ দিয়েই। সেই ইচ্ছা পূরণ হলো।’

ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেও আঁখি জানান, এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আঁখি বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। শারীরিক দুর্বলতা আছে। চিকিৎসক জানিয়েছেন, মেকআপ না নিলে সমস্যা হবে না। আর মঞ্চে আলোও কম থাকে। তা ছাড়া হাতে মোজা পরা থাকবে আমার। মঞ্চে কাজ করা সম্ভব হলেও ক্যামেরার সামনে দাঁড়াতে আরও কিছু সময় লাগবে। এ সময়টায় নিজেকে প্রস্তুত করতে চাই।’

আঁখি জানান, আগামী বছর থেকে পুরোদমে কাজে ফিরতে চান তিনি। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে কবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন সায়মন জাকারিয়া। নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। গল্পে দেখা যাবে, কবিয়াল হওয়ার স্বপ্নে বিভোর নিতাই। বিবাহিতা ঠাকুরঝি ও সংগীত দল ঝুমুরের বসন—এই দুই নারী চরিত্র নিতাইকে নিয়ে যায় অসমাপ্ত জীবন জিজ্ঞাসার উত্তরের খোঁজে। বসন চরিত্রে অভিনয় করবেন শারমিন আঁখি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত