চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতাকে ফুল দিয়ে বরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত মঙ্গলবারের এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, চলতি বছরের ২৫ জুলাই স্বামীর থেকে পৃথক থাকা নারীকে নৌকায় তুলে ধর্ষণ করার ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক সেজে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হককে ওই ধর্ষণ মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৭ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মঙ্গলবার রিয়াজুল জামিনে মুক্তি পেলে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি বকুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারি রফিকুল ইসলামসহ দলটির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
এদিকে এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার চলছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগের চেয়ারম্যান গওছল হক মন্ডল কর্তৃক জামিনে মুক্ত করার বিষয়টি রহস্যজনক। বিষয়টি পার্টির সভায় আলোচনা করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন, ‘কে কী বলল তাতে যায় আসে না। রিয়াজুল মুক্তি পেলে সকলে তাঁকে বরণ করেছে। সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি।’
কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতাকে ফুল দিয়ে বরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গত মঙ্গলবারের এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, চলতি বছরের ২৫ জুলাই স্বামীর থেকে পৃথক থাকা নারীকে নৌকায় তুলে ধর্ষণ করার ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক সেজে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হককে ওই ধর্ষণ মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৭ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মঙ্গলবার রিয়াজুল জামিনে মুক্তি পেলে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি বকুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারি রফিকুল ইসলামসহ দলটির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
এদিকে এই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার চলছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, ‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগের চেয়ারম্যান গওছল হক মন্ডল কর্তৃক জামিনে মুক্ত করার বিষয়টি রহস্যজনক। বিষয়টি পার্টির সভায় আলোচনা করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন, ‘কে কী বলল তাতে যায় আসে না। রিয়াজুল মুক্তি পেলে সকলে তাঁকে বরণ করেছে। সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে