সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
হাইব্রিড পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক মো. আবু বক্কর। উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের বাসিন্দা বক্কর ২৮ শতাংশ জায়গায় করেছেন পেঁপে চাষ। ভালো ফলনের পাশাপাশি পেঁপের দামও পাচ্ছেন আশানুরূপ। তাই বক্করের দেখাদেখি পেঁপে চাষে ঝুঁকছেন নাটেশ্বরের অন্য কৃষকেরাও।
কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাইব্রিড পেঁপে সারা বছরই চাষ করা যায়। একেকটি পাকা পেঁপের ওজন হয় এক থেকে দেড় কেজি। প্রতি বিঘা জমিতে এ পেঁপের ফলন হয় ৫ থেকে ৭ টন। পানিনিষ্কাশন ও সেচের সুবিধা আছে—এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে এ জাতের পেঁপে চাষ করা যায়। পাকা পেঁপের শাঁস হলুদ রঙের।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, বক্করের পেঁপে বাগানের প্রতিটি গাছে ৩০-৪০টির মতো পেঁপে ধরেছে। পাকা থেকে ছোট-বড় সব ধরনের পেঁপে আছে তাঁর বাগানে। বাগানের সব পেঁপে পাকিয়ে বিক্রি করেন বক্কর।
কৃষক আবু বক্কর বলেন, ‘পেঁপে চাষ করে প্রথম বছরই এত ভালো ফলন হবে, তা আশা করিনি। পরের বছর নাটেশ্বর ব্লকের কৃষি কর্মকর্তার পরামর্শে আরও গাছ রোপণ করি। এখন আমার বাগানে প্রায় দুই বছরের পুরোনো পেঁপেগাছ রয়েছে।’
বক্কর বলেন, ‘গাছগুলোয় পেঁপের ফলন দেখে আমি খুব খুশি। দামও ভালো পাচ্ছি। অন্য কৃষকেরাও পেঁপে চাষে আগ্রহ দেখাচ্ছেন। ভালোভাবে চাষ করতে পারলে পেঁপে একটি লাভজনক ফসল। সঠিক নিয়মে চাষ করতে পারলে কৃষকেরা লাভবান হবেন।’
নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল বলেন, ‘আমাদের পরামর্শেই আবু বক্কর এই পেঁপেগাছ রোপণ করেন। এতে তিনি প্রথম বছর কম লাভবান হলেও এখন অনেক লাভবান হচ্ছেন। তিনি পেঁপেগুলো কাঁচা বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। এতে তিনি বেশি লাভবান হচ্ছেন।’
মমতাজ মহল বলেন, আবু বক্করের মতো অনেক কৃষকেরাও এখন কাঁচা পেঁপে বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁপে চাষে ঝুঁকছেন।
হাইব্রিড পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক মো. আবু বক্কর। উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের বাসিন্দা বক্কর ২৮ শতাংশ জায়গায় করেছেন পেঁপে চাষ। ভালো ফলনের পাশাপাশি পেঁপের দামও পাচ্ছেন আশানুরূপ। তাই বক্করের দেখাদেখি পেঁপে চাষে ঝুঁকছেন নাটেশ্বরের অন্য কৃষকেরাও।
কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাইব্রিড পেঁপে সারা বছরই চাষ করা যায়। একেকটি পাকা পেঁপের ওজন হয় এক থেকে দেড় কেজি। প্রতি বিঘা জমিতে এ পেঁপের ফলন হয় ৫ থেকে ৭ টন। পানিনিষ্কাশন ও সেচের সুবিধা আছে—এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে এ জাতের পেঁপে চাষ করা যায়। পাকা পেঁপের শাঁস হলুদ রঙের।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, বক্করের পেঁপে বাগানের প্রতিটি গাছে ৩০-৪০টির মতো পেঁপে ধরেছে। পাকা থেকে ছোট-বড় সব ধরনের পেঁপে আছে তাঁর বাগানে। বাগানের সব পেঁপে পাকিয়ে বিক্রি করেন বক্কর।
কৃষক আবু বক্কর বলেন, ‘পেঁপে চাষ করে প্রথম বছরই এত ভালো ফলন হবে, তা আশা করিনি। পরের বছর নাটেশ্বর ব্লকের কৃষি কর্মকর্তার পরামর্শে আরও গাছ রোপণ করি। এখন আমার বাগানে প্রায় দুই বছরের পুরোনো পেঁপেগাছ রয়েছে।’
বক্কর বলেন, ‘গাছগুলোয় পেঁপের ফলন দেখে আমি খুব খুশি। দামও ভালো পাচ্ছি। অন্য কৃষকেরাও পেঁপে চাষে আগ্রহ দেখাচ্ছেন। ভালোভাবে চাষ করতে পারলে পেঁপে একটি লাভজনক ফসল। সঠিক নিয়মে চাষ করতে পারলে কৃষকেরা লাভবান হবেন।’
নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল বলেন, ‘আমাদের পরামর্শেই আবু বক্কর এই পেঁপেগাছ রোপণ করেন। এতে তিনি প্রথম বছর কম লাভবান হলেও এখন অনেক লাভবান হচ্ছেন। তিনি পেঁপেগুলো কাঁচা বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। এতে তিনি বেশি লাভবান হচ্ছেন।’
মমতাজ মহল বলেন, আবু বক্করের মতো অনেক কৃষকেরাও এখন কাঁচা পেঁপে বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁপে চাষে ঝুঁকছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে