বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময়। ১৯০৫ সালে যখন ইংরেজরা বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন এর বিরোধিতা করেন অনেকেই। সেই সময় অরবিন্দ ঘোষের নেতৃত্বে শুরু হওয়া সশস্ত্র বিপ্লব নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম রাখা হয়েছে ‘কালান্তর, বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। ইতিহাসনির্ভর এ ছবিতে অভিনয় করবেন জয়া আহসান।
‘কালান্তর’ বানাবেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল। এর আগে এই নির্মাতার ‘ভূতপরী’ ও ‘ওসিডি’-তে অভিনয় করেছেন জয়া। তবে নতুন ছবিটি আগেরগুলোর তুলনায় একেবারেই আলাদা। ‘কালান্তর’-এ জয়া থাকবেন এক বিপ্লবী নারীর চরিত্রে।
জয়া জানিয়েছেন, নতুন এ ছবির কাজ শুরু হবে ১৮ ডিসেম্বর। শুটিং হবে ভারতের কলকাতা ও ঝাড়খন্ডে। জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় স্যানাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
‘কালান্তর’ নির্মাতা সৌকর্য ঘোষাল ইতিহাসের ছাত্র। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি তৈরির ইচ্ছা তাঁর অনেক দিন থেকে। এ ছবি তৈরির জন্য গত দেড় বছর গবেষণা করছেন তিনি। সৌকর্য জানিয়েছেন, অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাঁদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তাঁরা উপেক্ষিত। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌকর্য, পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র।
‘কালান্তর’-এর শুটিংয়ে অংশ নিতে শিগগিরই কলকাতায় যাবেন জয়া। এ ছবির গল্প ১০০ বছরের বেশি সময় আগের। তাই জয়ার গেটআপ, সংলাপ ও আচরণে থাকবে পুরোনো সময়ের ছাপ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত আগস্টে ভারতে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত সর্বশেষ ছবি ‘বিনিসুতোয়’। এর আগে বাংলাদেশে মুক্তি পায় ‘অলাতচক্র’। এরপর বাংলাদেশ কিংবা ভারতে কোনো ছবি হলে আসেনি জয়ার। তবে বেশ কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়।
প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময়। ১৯০৫ সালে যখন ইংরেজরা বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন এর বিরোধিতা করেন অনেকেই। সেই সময় অরবিন্দ ঘোষের নেতৃত্বে শুরু হওয়া সশস্ত্র বিপ্লব নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম রাখা হয়েছে ‘কালান্তর, বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। ইতিহাসনির্ভর এ ছবিতে অভিনয় করবেন জয়া আহসান।
‘কালান্তর’ বানাবেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল। এর আগে এই নির্মাতার ‘ভূতপরী’ ও ‘ওসিডি’-তে অভিনয় করেছেন জয়া। তবে নতুন ছবিটি আগেরগুলোর তুলনায় একেবারেই আলাদা। ‘কালান্তর’-এ জয়া থাকবেন এক বিপ্লবী নারীর চরিত্রে।
জয়া জানিয়েছেন, নতুন এ ছবির কাজ শুরু হবে ১৮ ডিসেম্বর। শুটিং হবে ভারতের কলকাতা ও ঝাড়খন্ডে। জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় স্যানাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
‘কালান্তর’ নির্মাতা সৌকর্য ঘোষাল ইতিহাসের ছাত্র। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি তৈরির ইচ্ছা তাঁর অনেক দিন থেকে। এ ছবি তৈরির জন্য গত দেড় বছর গবেষণা করছেন তিনি। সৌকর্য জানিয়েছেন, অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাঁদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তাঁরা উপেক্ষিত। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌকর্য, পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র।
‘কালান্তর’-এর শুটিংয়ে অংশ নিতে শিগগিরই কলকাতায় যাবেন জয়া। এ ছবির গল্প ১০০ বছরের বেশি সময় আগের। তাই জয়ার গেটআপ, সংলাপ ও আচরণে থাকবে পুরোনো সময়ের ছাপ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত আগস্টে ভারতে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত সর্বশেষ ছবি ‘বিনিসুতোয়’। এর আগে বাংলাদেশে মুক্তি পায় ‘অলাতচক্র’। এরপর বাংলাদেশ কিংবা ভারতে কোনো ছবি হলে আসেনি জয়ার। তবে বেশ কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে