কিশোরগঞ্জ প্রতিনিধি
উজানের ঢলের প্রভাবে গেল কদিন ধরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চল দিয়ে বয়ে চলা ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে জেলার ইটনা উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে অধিক ঝুঁকিতে। বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে খেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধান কেটেছেন কৃষক।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাত দিন পর ধনু নদীর পানি গতকাল রোববার কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইটনা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি হাওরের মধ্যে কুনিয়ার হাওরে ৮০ শতাংশ, ধনপুর হাওরে ৯৮ শতাংশ, জিউলের হাওরে ৮০ শতাংশ, মৃঘা হাওরে ৭৫ শতাংশ ও বাগুইল্লার হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
ইটনা উপজেলার মৃঘা হাওরের কৃষক কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ডরে সরকারের মাইকিং শুনে কাঁচা-পাকনা ধান কাটছি। এতে কইরা অর্ধেক ধান নষ্ট হইছে। খরচ তো দূরের কথা, কামলা খরচ দেওয়াও অহন হইতো না। চৈত মাসে পানি আইবো আগে যানতাম না। সামনে ঈদ, বউ পোলাপানের নতুন জামা কাপড় কিনা আর হইলো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এপ্রিলের প্রথমেই অপ্রত্যাশিত উজানের ঢলে জেলার ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর উপজেলার হাওরাঞ্চলের নদী অববাহিকার ৭০৫ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে করে অনেক কৃষকের ক্ষতি হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, ‘ধনু নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় ইটনা উপজেলার পাঁচটি হাওর অধিক ঝুঁকিতে ছিল। আমরা তখন ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছি কৃষকদের। তখনো ধান পুরোপুরি পাকেনি, তাই হাওর তলিয়ে যাওয়ার ভয়ে ৮০ শতাংশ পাকার আগেও অনেক কৃষক ধান কেটেছেন। চলতি বছর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘নদী অববাহিকার যে ৭০৫ হেক্টর জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়েছে, সে সব কৃষকের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তালিকা প্রস্তুত হলে আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের জন্য পাঠাব। আশা করি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনুদান পাবেন।’
উজানের ঢলের প্রভাবে গেল কদিন ধরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চল দিয়ে বয়ে চলা ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে জেলার ইটনা উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে অধিক ঝুঁকিতে। বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে খেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধান কেটেছেন কৃষক।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাত দিন পর ধনু নদীর পানি গতকাল রোববার কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইটনা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি হাওরের মধ্যে কুনিয়ার হাওরে ৮০ শতাংশ, ধনপুর হাওরে ৯৮ শতাংশ, জিউলের হাওরে ৮০ শতাংশ, মৃঘা হাওরে ৭৫ শতাংশ ও বাগুইল্লার হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
ইটনা উপজেলার মৃঘা হাওরের কৃষক কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ডরে সরকারের মাইকিং শুনে কাঁচা-পাকনা ধান কাটছি। এতে কইরা অর্ধেক ধান নষ্ট হইছে। খরচ তো দূরের কথা, কামলা খরচ দেওয়াও অহন হইতো না। চৈত মাসে পানি আইবো আগে যানতাম না। সামনে ঈদ, বউ পোলাপানের নতুন জামা কাপড় কিনা আর হইলো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এপ্রিলের প্রথমেই অপ্রত্যাশিত উজানের ঢলে জেলার ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর উপজেলার হাওরাঞ্চলের নদী অববাহিকার ৭০৫ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে করে অনেক কৃষকের ক্ষতি হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, ‘ধনু নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় ইটনা উপজেলার পাঁচটি হাওর অধিক ঝুঁকিতে ছিল। আমরা তখন ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছি কৃষকদের। তখনো ধান পুরোপুরি পাকেনি, তাই হাওর তলিয়ে যাওয়ার ভয়ে ৮০ শতাংশ পাকার আগেও অনেক কৃষক ধান কেটেছেন। চলতি বছর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘নদী অববাহিকার যে ৭০৫ হেক্টর জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়েছে, সে সব কৃষকের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তালিকা প্রস্তুত হলে আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের জন্য পাঠাব। আশা করি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনুদান পাবেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে