আধা পাকা ধান কাটছেন কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০৬: ১০
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৪০

উজানের ঢলের প্রভাবে গেল কদিন ধরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চল দিয়ে বয়ে চলা ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে জেলার ইটনা উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে অধিক ঝুঁকিতে। বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে খেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধান কেটেছেন কৃষক।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাত দিন পর ধনু নদীর পানি গতকাল রোববার কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইটনা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি হাওরের মধ্যে কুনিয়ার হাওরে ৮০ শতাংশ, ধনপুর হাওরে ৯৮ শতাংশ, জিউলের হাওরে ৮০ শতাংশ, মৃঘা হাওরে ৭৫ শতাংশ ও বাগুইল্লার হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

ইটনা উপজেলার মৃঘা হাওরের কৃষক কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ডরে সরকারের মাইকিং শুনে কাঁচা-পাকনা ধান কাটছি। এতে কইরা অর্ধেক ধান নষ্ট হইছে। খরচ তো দূরের কথা, কামলা খরচ দেওয়াও অহন হইতো না। চৈত মাসে পানি আইবো আগে যানতাম না। সামনে ঈদ, বউ পোলাপানের নতুন জামা কাপড় কিনা আর হইলো না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এপ্রিলের প্রথমেই অপ্রত্যাশিত উজানের ঢলে জেলার ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর উপজেলার হাওরাঞ্চলের নদী অববাহিকার ৭০৫ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে করে অনেক কৃষকের ক্ষতি হয়েছে।

এ কর্মকর্তা আরও বলেন, ‘ধনু নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় ইটনা উপজেলার পাঁচটি হাওর অধিক ঝুঁকিতে ছিল। আমরা তখন ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছি কৃষকদের। তখনো ধান পুরোপুরি পাকেনি, তাই হাওর তলিয়ে যাওয়ার ভয়ে ৮০ শতাংশ পাকার আগেও অনেক কৃষক ধান কেটেছেন। চলতি বছর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘নদী অববাহিকার যে ৭০৫ হেক্টর জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়েছে, সে সব কৃষকের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তালিকা প্রস্তুত হলে আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের জন্য পাঠাব। আশা করি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনুদান পাবেন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত